কলকাতা

বিমা সংস্থা-ক্রেতার মধ্যে অভাব রয়েছে বিশ্বাস ও স্বচ্ছতার, দাবি কেন্দ্রীয় কর্তার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০৪৭ সালের মধ্যে দেশের সব মানুষকে বিমা পরিষেবার আওতায় আনার বিষয়ে প্রচার করছে নরেন্দ্র মোদি সরকার। কিন্তু সেই লক্ষ্যমাত্রা ছোঁয়া কতটা সম্ভব, পরোক্ষে সেই প্রশ্নই তুলে দিলেন খোদ কেন্দ্রীয় কর্তা। বিমা শিল্পে যে এখনও অনেক পদক্ষেপ করা দরকার, তা বুঝিয়ে দিলেন তিনি। সম্প্রতি বণিকসভা সিআইআই আয়োজিত বিমা সংক্রান্ত এক অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ফিনান্সিয়াল সার্ভিসেস বিভাগের ডিরেক্টর মন্দাকিনী বালোধি। সেখানে তিনি জানান, বিশ্ববাসীর বিমার আওতায় থাকার হার ৭ শতাংশ। অর্থাৎ প্রতি ১০০ জনে সাতজন বিমাকৃত। এই পরিসংখ্যান থেকে অনেকটাই পিছিয়ে আমাদের দেশ। ভারতে বিশেষত গ্রাম ও আধা শহুরে এলাকাগুলিতে  ব্যক্তিগত উদ্যোগে বিমা কেনার প্রবণতা অনেকটাই কম। এর অন্যতম কারণ, বিমা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা না থাকা। পাশাপাশি, আর্থিক লেনদেন সংক্রান্ত জ্ঞান বা সাক্ষরতার হার কম থাকাও একটি কারণ। তাঁর কথায়, ‘এখন যেভাবে জলবায়ু পরিবর্তন এবং সাইবার হানার মতো সমস্যাগুলি বিমা শিল্পের সামনে অন্যতম চ্যালেঞ্জ, তেমনই বড় চ্যালেঞ্জ বিমা গ্রহীতা ও বিমা সংস্থার পারস্পরিক আস্থাহীনতা এবং বিমার টাকা আদায় বা ক্লেম ইস্যু।’ বিমা কেনার পর ক্লেম দাবি করার সময় সেই টাকা মেটাতে অনেকটাই বেশি সময় নেয় বিমা সংস্থাগুলি। টাকা মেটানোর ক্ষেত্রে স্বচ্ছতার অভাবও থাকে। এগুলি বিমা শিল্পেরই মারাত্মক ক্ষতি করে বলে মনে করেন তিনি। আরও বলেন, ‘এই সঙ্কট কাটাতে বিমা শিল্পের সঙ্গে জড়িত সব পক্ষের একসঙ্গে বসে সমাধানসূত্র বার করা দরকার। তবেই ২০৪৭ সালের মধ্যে সবাইকে বিমার আওতায় আনা সম্ভব।’ এদিন বিমা শিল্পে প্রযুক্তিগত ব্যবহার বাড়ানো এবং সচেতনতা বৃদ্ধির হয়ে সওয়াল করেন তিনি।
মন্দাকিনী বালোধি আরও দাবি করেন, ৭০ বছর বা তার বেশি বয়সিদের আয়ুষ্মান ভারতের সুবিধা দিতে ২৯ অক্টোবর থেকে বয়ঃবন্দনা কার্ডে নথিভুক্তিকরণ শুরু হয়েছে। এখনও পর্যন্ত ১০ লক্ষ প্রবীণ নাগরিক নাম তুলেছেন। তাঁদের মধ্যে চার লক্ষ মহিলা রয়েছেন। এছাড়া, প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনায় ২১ কোটি ৫২ লক্ষ মানুষ নাম নথিভুক্ত করেছেন। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় সেই সংখ্যা ৪৭ কোটি ২৮ লক্ষ।  
2h 2m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা