কলকাতা

পার্ক স্ট্রিটে আলোকসজ্জার গেটেও এবার বিজ্ঞাপন, বাড়বে পুর-আয়

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজো থেকে বড়দিন হয়ে ইংরেজি নববর্ষ পর্যন্ত সেজে ওঠে পার্ক স্ট্রিট। তখন পার্ক স্ট্রিট হয়ে ওঠে ‘হট ডেস্টিনেশন’। সেখানে রাস্তাজুড়ে লাগানো গেটগুলি নানা ধরনের আলোয় সাজানো হয়। কিন্তু বছরের ওইটুকু সময় ছাড়া সারা বছর ফাঁকাই পড়ে থাকে সেই লোহার কাঠামোগুলি। এবার সেই লোহার গেটগুলিতে বিজ্ঞাপনের হোর্ডিং লাগানোর কাছে ব্যবহার করতে চাইছে কলকাতা পুরসভা। তা থেকে আয় বাড়বে পুর কর্তৃপক্ষের। সম্প্রতি মেয়র পরিষদের বৈঠকে এই প্রস্তাবে সিলমোহর পড়েছে। 
জানা গিয়েছে, পার্ক স্ট্রিট থেকে মল্লিকবাজার পর্যন্ত গোটা রাস্তায় ১৬টি এমন লোহার গেট রয়েছে। এর মধ্যে ১৩টি সম্পূর্ণ গেট। বাকি তিনটি অর্ধেক, অর্থাৎ গোটা রাস্তাজুড়ে সেই কাঠামো নেই। সারা বছর এই লোহার গেটগুলি খালি অবস্থায় পড়ে থাকে। তাই এবার সেগুলিকে বিজ্ঞাপন লাগানোর জন্য ব্যবহার করতে চাইছে কর্তৃপক্ষ। এক আধিকারিক বলেন, দুর্গাপুজা থেকে ইংরেজি নববর্ষ পর্যন্ত (জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ) এই গেটগুলিতে কোনও বিজ্ঞাপন লাগানো যাবে না। বাকি সারা বছর সেগুলিতে বিজ্ঞাপন দেওয়ার সুযোগ পাবে বিজ্ঞাপনদাতা সংস্থাগুলি। সেই ভাবেই চুক্তি করা হবে। পুরসভার বিজ্ঞাপন বিভাগ জানাচ্ছে, এক একটি গেট বা লোহার কাঠামো প্রায় ৫০ ফুট লম্বা এবং দুই ফুট চওড়া। সেই অনুযায়ী বিজ্ঞাপন লাগানো যাবে। তবে, একটি গেটে মাত্র একটি, নাকি বিভিন্ন ধরনের বিজ্ঞাপন লাগানোর সুযোগ মিলবে, সেটা অবশ্য চূড়ান্ত হয়নি। টেন্ডার প্রক্রিয়ার সময় বিষয়টি চূড়ান্ত হবে। - নিজস্ব চিত্র
25d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা