কলকাতা

পাড়ায় পাড়ায় ঘুরে আবাসের তথ্য সংগ্রহ করলেন স্বয়ং জেলাশাসকই

নিজস্ব প্রতিনিধি, বারাসত: রবিবার, ছুটির দিনেও চলল আবাস প্রকল্পের জন্য শেষ মুহূর্তের সমীক্ষার কাজ। এদিন সন্দেশখালির বিভিন্ন এলাকায় ঘুরে সমীক্ষার কাজ সরেজমিনে খতিয়ে দেখেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। কাজের ক্ষেত্রে যাতে কোথাও কোনও ত্রুটি না থাকে, তার জন্য কর্মীদের আরও একবার সতর্ক করে দিয়েছেন তিনি। 
বাংলার গরিব মানুষের বাড়ি তৈরির টাকা দীর্ঘদিন ধরে বকেয়া ফেলে রেখেছে কেন্দ্র। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী রাজ্য সরকার নিজস্ব কোষাগার থেকেই টাকা দিয়ে বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই মতো পরিকল্পনা করে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে উপভোক্তা চূড়ান্ত করার জন্য সার্ভের কাজ। সেই কাজ এখন শেষ পর্যায়ে। প্রতিটি এলাকায় গিয়ে ব্লক প্রশাসনের আধিকারিক ও কর্মীরা পুরনো আবেদনকারীদের নথি যাচাই করছেন। উত্তর ২৪ পরগনা জেলায় রয়েছে প্রায় ২ লক্ষ আবেদনকারী। তার মধ্যে প্রায় ১৭ হাজার ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে ফোন করে ঘরের জন্য আবেদন করেছেন। অনেক ক্ষেত্রে আবেদনকারীর আর্থিক পরিস্থিতির উন্নতি হওয়ায় বা বাড়ি করে নেওয়ায় নাম বাদ পড়ছে। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো যোগ্যরা যাতে কোনওভাবে বঞ্চিত না হন,  তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নবান্ন। মুখ্যসচিব মনোজ পন্থ এনিয়ে দফায় দফায় জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন। প্রশাসনের পর হবে পুলিসের পক্ষ থেকে সার্ভে। মুখ্যমন্ত্রীর দপ্তরে বাড়ির জন্য আবেদনকারীদের বিশেষ গুরুত্ব দিচ্ছে জেলা প্রশাসন। স্বচ্ছতা বজায় রাখতে কোনও স্থানীয় জনপ্রতিনিধিকে সার্ভের কাজে যুক্ত করা হচ্ছে না। উল্লেখ্য, লোকসভা ভোটের আগে একাধিক ইস্যুতে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল সন্দেশখালিতে। তাই এই বিধানসভার প্রতি জেলা প্রশাসনের বাড়তি নজর রয়েছে। ‘অতি সতর্ক’ হয়ে এই এলাকায় তথ্য সংগ্রহ করছেন প্রশাসনের কর্তারা। রবিবার ছুটির দিনে সন্দেশখালির বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নথি সংগ্রহ করেন স্বয়ং জেলাশাসক। তাঁর সঙ্গে ছিলেন মহকুমাশাসক আশিস কুমার, সন্দেশখালি ২ ব্লকের বিডিও সহ অন্যান্যরা। শনিবার সন্দেশখালি ১ ব্লকে সার্ভেতে গিয়েছিলেন জেলাশাসক। কখনও হেঁটে, কখনও আবার টোটোয় চেপে তিনি নিজেই পৌঁছে গিয়েছেন মানুষের দুয়ারে। বয়রামারি, ধামাখালি, চুঁচুড়া সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তাঁরা। জেলাশাসক বলেন, ‘আবাস যোজনায় সার্ভের কাজ কেমন হচ্ছে, তা খতিয়ে দেখতে এসেছি। সঠিকভাবেই কাজ এগচ্ছে। মানুষের কোনও অভিযোগ নেই।’ স্থানীয় গৃহবধূ রেবতী নস্কর বলেন, ‘আমাদের ত্রিপলের ছাউনি দেওয়া বাড়ি। বাড়িতে জেলাশাসক এসেছিলেন। তথ্য ও ছবি তুলে নিয়ে গিয়েছেন। আশা করছি, এবার পাকা বাড়ি করতে পারব।’ - নিজস্ব চিত্র
25d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা