কলকাতা

 ডাকাতিতে জেল খেটে বেরিয়েই অস্ত্র কারবারে ইসরাইল, শিয়ালদহে অস্ত্র উদ্ধারে জঙ্গিযোগের শঙ্কা
 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুলিসের খাতায় ‘দাগী অপরাধী’ হিসাবে দীর্ঘদিন ধরে চিহ্নিত মহম্মদ ইসরাইল খান। বহুদিন বিহারে আত্মগোপন করে থাকার পর শহরে প্রবেশ করতেই শিয়ালদহ বৈঠকখানা বাজার থেকে কলকাতা পুলিস তাকে টেনে তুলল জালে। বিপুল অস্ত্র পাচারের অভিযোগে গ্রেপ্তার হল ৫৩ বছরের এই কারবারি। লালবাজারের রেকর্ড বলছে, ১৬ বছর আগে অস্ত্র আইনে রাজাবাজার এলাকা থেকে প্রথম গ্রেপ্তার করা হয় দুষ্কৃতীকে। ছাড়া পেয়ে ফের অপরাধে জড়ায় সে। ২০১৪ সালে সিঁথি থানা এলাকায় অস্ত্র দেখিয়ে একটি ডাকাতির ঘটনা ঘটে। পান্ডা হিসেবে নাম জড়ায় ইসরাইলের। জামিনে মুক্তি পেয়েই কলকাতা ছেড়ে সটান বিহার। সেখানেই অস্ত্র কারবারিদের সঙ্গে গড়ে ওঠে নতুন যোগাযোগ। লালবাজারের আশঙ্কা, এই অস্ত্র কারবারের নেপথ্যে জঙ্গিযোগ থাকতে পারে। 
শনিবার রাতে বৈঠকখানা বাজারের ভিতর দিয়ে ব্যাঙ্ক অব ইন্ডিয়া মোড়ের দিকে যাচ্ছিল ইসরাইল। হাতে ব্যাগ। তার ভিতরে ভর্তি আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে সেই খবর পান কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) অফিসাররা। প্রকাশ্যে রাস্তাতেই ইসরাইলকে ঘিরে ফেলেন তাঁরা। বাজেয়াপ্ত করা হয় ধৃতের ব্যাগটি। এসটিএফ সূত্রে খবর, ব্যাগ থেকে মিলেছে ৩টি সিঙ্গল শট ও ২টি ৭ এমএম সেমি অটোমেটিক পিস্তল। এছাড়াও দু’রকম বোরের মোট ৯০ রাউন্ড কার্তুজ মিলেছে। বাজেয়াপ্ত প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে ভিডিওগ্রাফি করে পুলিস। ইসরাইলকে গ্রেপ্তার করে এসটিএফ। রবিবার দুপুরে অভিযুক্তকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। আদালতে ইসরাইলের সঙ্গে জঙ্গিযোগের আশঙ্কার কথা জানান সরকারি আইনজীবী। তিনি এজলাসে জানান, অস্ত্র সংক্রান্ত বিভিন্ন মামলায় এনিয়ে মোট তিনবার পুলিসের জালে ধরা পড়ল সে। দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত ‘বিপজ্জনক’ এই দুষ্কৃতী। সওয়াল-জবাব শোনার পর ২০ নভেম্বর পর্যন্ত ধৃতের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
লালবাজার সূত্রে খবর, ১০ বছর আগে কলকাতা পুলিসের সিঁথি থানা এলাকায় একটি একতলা বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ঘরবন্দি করে গোটা বাড়ি লুট করে পাঁচ দুষ্কৃতী। সেই দলের পান্ডা ছিল ইসরাইল। সেই ঘটনার চারদিনের মাথায় রাজাবাজারের পাটোয়ার বাগান লেন থেকে তাকে গ্রেপ্তার করে লালবাজারের ডাকাতি দমন শাখা। বিচার প্রক্রিয়া শেষে অভিযুক্তের চার বছরের জেল হয়। জেলেই বিহারের অস্ত্র কারবারিদের সঙ্গে আলাপ হয় তার। জেল থেকে বেরনোর সময় তারা চিরকুটে বিহারের ঠিকানা লিখে দিয়ে যোগাযোগ করতে বলে। সেই অনুযায়ী বিহারে গিয়ে অস্ত্র আদান-প্রদানের ব্যবসা শুরু করে অভিযুক্ত। কিন্তু, সেখানে থাকত না ইসরাইল। ঝাড়খণ্ডের কেটারিওয়ার গ্রামে অস্থায়ীভাবে বসবাস শুরু করে সে। 
প্রাথমিক তদন্তে এসটিএফ জানতে পেরেছে, বরাত মোতাবেক বিহার থেকে অস্ত্র দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়াই ছিল অভিযুক্তের কাজ। সেই মতো নিজের শহরে এক ‘রিসিভার’কে বিপুল অস্ত্র দিতে আসে ইসরাইল। শিয়ালদহের কাছেই এক বাইক আরোহীকে সেই অস্ত্রভর্তি ব্যাগ হস্তান্তর করার কথা ছিল। পুলিসের জালে ধরা পড়ার আধঘণ্টা আগেও সেই ‘রিসিভার’এর সঙ্গে কথা হয় ইসরাইলের। কে সেই ‘রিসিভার’? এসটিএফের এক কর্তা বলেন, হেফাজতে নিয়ে ধৃতকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তে ‘রিসিভার’এর খোঁজ চলছে।
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উত্তম বিদ্যালাভের যোগ আছে। কাজকর্মে উন্নতি ও কাজে আনন্দলাভ। অর্থাগমের উত্তম যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৬.৬৭ টাকা১১০.৪৩ টাকা
ইউরো৮৮.২৪ টাকা৯১.৬২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা