কলকাতা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ শহরে,  ক্যালিফোর্নিয়া উড়ে যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে ধৃত সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্যালিফোর্নিয়া উড়ে যাওয়ার আগেই দিল্লি বিমানবন্দরে গ্রেপ্তার লুক আউট সার্কুলার জারি হওয়া সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। মেদিনীপুরের বাসিন্দা অর্ঘ্য পট্টনায়কের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগ রয়েছে নিউ মার্কেট থানায়। দিল্লি পুলিস অভিযুক্তকে থানার হাতে তুলে দিয়েছে। শনিবার রাতে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। রবিবার অভিযুক্ত ইঞ্জিনিয়ারকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক তাঁকে পুলিস হেফাজতে পাঠান।
পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত অর্ঘ্য একটি নামী বেসরকারি সংস্থার সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। প্রজেক্টের জন্য তাঁকে আমেরিকা পাঠানো হয় ২০১৮ নাগাদ। তখন থেকে তিনি বিদেশে রয়েছেন। মাঝেমধ্যে ছুটিতে ফেরেন। ২০১৮ সালে ফেসবুক সূত্রে তাঁর সঙ্গে পরিচয় হয় এক তরুণীর। তিনিও পেশায় সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। দু’জনের মধ্যে কথাবার্তা শুরু হওয়ার পর আলাপ জমে ওঠে। ভিডিও কলে চলত কথাবার্তা। এরপরই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। অভিযুক্ত ওই তরুণীকে প্রতিশ্রুতি দেন, তাঁকে বিয়ে করবেন। ২০১৮তে কলকাতায় এলে ওই সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার তরুণীর সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা করেন। তাঁদের সম্পর্ক আরও গভীর হয়। ওই তরুণীর দাবি, তাঁকে কলকাতার বিভিন্ন হোটেলে নিয়ে যান ওই ইঞ্জিনিয়ার। সেখানে দু’জনে রাত কাটান। তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কও স্থাপন করেন। তরুণী বাড়ি যেতে চাইলে অভিযুক্ত বলতেন, মেদিনীপুর অনেক দূর। তাই কলকাতায় দেখা করবে। ২০১৮-২২ এই চার বছরে বিভিন্ন সময়ে আমেরিকা থেকে এলে অভিযুক্ত তাঁকে বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করতেন বলে অভিযোগ। ২০২২ সালে নিউ মার্কেট এলাকায় একটি হোটেলে এসে ওঠেন দু’জন। সেখানেও তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তরুণী বিয়ের কথা বললে বিভিন্নভাবে এড়াতে থাকেন। প্রতিবার বলেন, আমেরিকা থেকে ফিরে বিয়ে করবেন। ২০২২ সালে আমেরিকা ফিরে তরুণীর সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন যুবক। তাঁর ফোন ধরতেন না, মেসেজ রিপ্লাইও বন্ধ করে দেন ওই অভিযুক্ত। তরুণী বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। ২০২২-র শেষদিকে তিনি অভিযোগ করেন নিউ মার্কেট থানায়। কিন্তু বিদেশে থাকায় তাঁকে ধরা যাচ্ছিল না। মাঝে কলকাতায় এলেও পুলিসের নজর এড়িয়ে যান। তাঁকে না পেয়ে আদালতের নির্দেশ নিয়ে দু’মাস আগে লুক আউট সার্কুলার জারি করে। এই সার্কুলার জারির কয়েকদিন আগেই তিনি দেশে ফিরেছিলেন। কিন্তু মোবাইল বদল করায় তাঁর খোঁজ মিলছিল না। শুক্রবার ক্যালিফোর্নিয়া যাওয়ার জন্য তিনি দিল্লি বিমানবন্দরে যান। সিকিউরিটি চেকিংয়ের সময় নিরাপত্তা রক্ষীরা খেয়াল করেন, তার নামে একটি লুক আউট সার্কুলার রয়েছে। সব কিছু মিলিয়ে দেখার পর অফিসাররা নিশ্চিত হন, এই সেই অভিযুক্ত। তাঁকে আটক করে দিল্লি পুলিসের হাতে তুলে দেওয়া হয়। তাদের তরফে বিষয়টি কলকাতা পুলিসকে জানানো হলে তারা গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে স্থানীয় আদালতে হাজির করে। ট্রানজিট রিমান্ডে অভিযুক্তকে কলকাতা নিয়ে আসা হয়েছে।
25d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা