কলকাতা

পিছিয়ে থাকা ৩৪টি বুথই এবার ‘টার্গেট’ তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ১৩ নভেম্বর হাড়োয়া বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। গত লোকসভা ভোটে এই কেন্দ্রের সিংহভাগ বুথে জয়ী হয়েছিল তৃণমূল। যে ক’টি বুথে শাসকদল পিছিয়ে ছিল, সেগুলিকে এবার ‘টার্গেট’ করে ভোটের ময়দানে ঝাঁপাচ্ছে জোড়াফুল শিবির। সেই মতো তৈরি হয়েছে ‘ব্লু-প্রিন্ট’। সব মিলিয়ে ৩৪টি বুথে বিজেপি লিড নিয়েছিল হাড়োয়ায়। এই সব বুথে খামতি কোথায় ছিল, তা চিহ্নিত করে ভোটারদের মন জয় করতে মরিয়া শাসকদল। তাই বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছে ঘাসফুলের নেতা-কর্মীরা। এছাড়াও সোশ্যাল মিডিয়াকে প্রচারের অন্যতম হাতিয়ার করেছে তারা। তবে, ভোটে প্রচারে সেই অর্থে ঝাঁঝ নেই বিরোধীদের। হাড়োয়ায় বিজেপির কোনও ‘স্টার’ প্রচারকেরও দেখা মেলেনি এই পর্বে। এমনকী, পাশের বিধানসভা কেন্দ্রের বাসিন্দা ‘বিজেপির দুর্গা’ রেখা পাত্রকেও এই এলাকায় প্রচারে দেখা যায়নি।
হাড়োয়া বিধানসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ২৭৯টি। এর মধ্যে গত লোকসভা ভোটে ২৪৫টি বুথে জয় পায় তৃণমূল। ১৩টি পঞ্চায়েতের মধ্যে দেগঙ্গা ১, গোপালপুর ১ ও খাসবালান্দা পঞ্চায়েত এলাকার কয়েকটি বুথে বিজেপি এগিয়েছিল। তবে মোটের উপর সব পঞ্চায়েতে এগিয়ে ছিল তৃণমূল। এবার তৃণমূলের লক্ষ্য, পিছিয়ে থাকা ওই ৩৪টি বুথকে নিজেদের দখলে আনা। একারণে বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছেন স্থানীয় নেতৃত্ব। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, দমকলমন্ত্রী সুজিত বসু, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, সাংসদ পার্থ ভৌমিকরা দফায় দফায় সভা করেছেন। তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম বলেন, এলাকায় প্রচারে গেলে স্থানীয় বাসিন্দারা আমাকে দু’হাত ভরে আশীর্বাদ করছেন। যেখানে আমরা পিছিয়ে ছিলাম, সেখানে প্রচারে জোর দেওয়া হয়েছে। দাদপুর পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই বলেন, ‘মানুষ উন্নয়নের সঙ্গে থাকবেন। আর বাংলায় উন্নয়ন মানে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বিরোধীরা লজ্জায় সেই অর্থে প্রচার নামছেন না’। হাড়োয়ায় আইএসএফ, বিজেপি ও কংগ্রেসের প্রচারে সেভাবে ঝাঁঝ নেই। হাতেগোনা কয়েকজন কর্মী নিয়ে প্রচার সেরেছেন বিজেপি প্রার্থী বিমল দাস। সেই অর্থে বড় কোনও জনসভা বা রোড শো করতে দেখা যায়নি পদ্মপার্টির নেতাদের। তাদের দাবি, ভোট এবার হবে নিঃশব্দে। শাসকের কপালে দুঃখ রয়েছে। বাম সমর্থিত আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলামের হয়ে প্রচার করছেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী বা বিকাশরঞ্জন ভট্টাচার্যরা। তাঁদের সভায় জমায়েত আশানুরূপ নয়। কংগ্রেস প্রার্থী হাবিব রেজা চৌধুরীও প্রচার করছেন বাড়ি বাড়ি। তিনি বলছেন, মানুষ ভোট দিতে পারলে অনেক হিসেব উল্টে যেতে পারে।
25d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা