কলকাতা

বাবুঘাটে শ্যুটআউট, গুলিবিদ্ধ লরি চালক, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বালি ভর্তি লরি নিয়ে দরদাম। আর তার জেরেই রাতের কলকাতায় চলল গুলি। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন এক লরি চালক। তাঁর আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে বাবুঘাটের বাজেকদমতলা ঘাটে। পুলিস সূত্রে খবর, বাজেকদমতলার কোহিনুর মার্কেট এলাকায় বালিভর্তি লরি নিয়ে যাচ্ছিলেন লরি চালক। বালি কেনার জন্য লরির মালিকের সঙ্গে ৩৩ হাজার টাকায় রফা হয়েছিল। অভিযোগ, ফোনে ৩৩ হাজার টাকা দেওয়ার কথা বললেও লরি পৌঁছলে চালককে ২৮ হাজার টাকা দেওয়া হয়। এরপরই শুরু হয় গোলমাল। সেই সময় লরির চালককে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরে দর কষাকষি নিয়ে বচসা চরমে উঠতেই বন্দুক বের করে অভিযুক্ত টিঙ্কু। চালককে লক্ষ্য করে পরপর ৪ রাউন্ড গুলি চালিয়ে দেয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ হন লরিচালক কান্তি সিং। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, গুলি চালানোর পরই অকুস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। তাঁর সঙ্গে ছিল আরিফ, আসিফ এবং দানিশ নামের তিন যুবকও। তাদের মধ্যে আসিফ এবং আরিফকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে ময়দান থানার পুলিস। পরে তোপসিয়া থেকে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত রিঙ্কুকেও। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। ওই এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
2Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উত্তম বিদ্যালাভের যোগ আছে। কাজকর্মে উন্নতি ও কাজে আনন্দলাভ। অর্থাগমের উত্তম যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৬.৬৭ টাকা১১০.৪৩ টাকা
ইউরো৮৮.২৪ টাকা৯১.৬২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা