বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

রমেশ দত্ত স্ট্রিটের একদিক দখল করে চলছে ছাঁট লোহার কারবার, বাড়ছে অসামাজিক কার্যকলাপ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দু’ভাগে ভাগ করা রাস্তার একাংশ দখল করে তৈরি হয়েছে একের পর এক ঘুপচিঘর। একদিকে চলছে সংসার, পাশেই বিভিন্ন লোহার সরঞ্জাম পড়ে রয়েছে ফুটপাত ও রাস্তার উপর। মানুষের হেঁটে যাওয়াই দায়। সেই সঙ্গে এলাকায় সারাক্ষণই দুর্গন্ধ ছড়াচ্ছে। গিরিশ পার্ক এলাকার রবীন্দ্রকানন পার্ক লাগোয়া লোহাপট্টির এই রাস্তার এমনই বেহাল দশা। শহরজুড়ে যখন ফুটপাতের বেআইনি দখলদার সরানোর কাজ চলছে, হকার নিয়ন্ত্রণ করা হচ্ছে, তখন কার্যত রাস্তা দখল করে তৈরি হওয়া ঘরগুলি কেন ভাঙা হবে না, প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
হেদুয়া থেকে মিনার্ভা থিয়েটার ছাড়িয়ে কিছুটা এগলেই বাঁদিকে ঢুকে গিয়েছে একটি গলিপথ। সেই পথ ধরে একটু এগলেই ডানদিকে বহু পুরনো রবীন্দ্রকানন পার্ক। সেই পার্ক লাগোয়া রমেশ দত্ত স্ট্রিট ধরে রবীন্দ্র সরণিতে ওঠা যায়। এই রমেশ দত্ত স্ট্রিটেরই একদিকে তৈরি হয়েছে লোহাপট্টি। রয়েছে একের পর এক লোহার সরঞ্জাম ও ছাট লোহার দোকান ও গুদাম। অন্যদিকে, রমেশ দত্ত স্ট্রিট ও রবীন্দ্র সরণির সংযোগস্থলের দিকে এগলেই দেখা যাবে, রাস্তার ডান দিক পুরোপুরি দখলদারদের হাতে। টিন, প্লাস্টিকের ছাউনি, কোথাও রাস্তার উপরেই ইটের গাঁথনি দিয়ে তৈরি হয়েছে একের পর এক ঘুপচিঘর। নোংরা-আবর্জনায় ভরে রয়েছে গোটা এলাকা। এসবের জেরে রাস্তার একদিক পুরোপুরি বন্ধ। গাড়ি চলাচল করতে পারে না। স্থানীয় বাসিন্দা শৈলেশ চট্টোপাধ্যায় বলেন, ‘ক’দিন আগে পুলিস এসে ফুটপাত থেকে লোহার সরঞ্জাম সরাতে বলে গিয়েছে। তারপর লোহার দোকানগুলি একটু ভদ্রস্থ হয়েছে। ফুটপাত, রাস্তার উপর মালপত্র রাখা বন্ধ হয়েছে। কিন্তু রাস্তা দখল করে সংসার চলছে, সকাল-সন্ধ্যায় ওখানে নেশা করছে। ৫০ ফুটের রাস্তার প্রায় ২০ ফুটই দখলদারদের কবলে।’ 
আরেক বাসিন্দা কুন্তলা দাসের কথায়, ‘পাড়ায় ঢোকার মুখে এমন অপরিচ্ছন্ন একটা অবস্থা। রাস্তার উপর রান্না হচ্ছে। সেখানেই স্নান করছে। গোটা রাস্তায় আবর্জনা ফেলে রাখে।’ হকারদের ফুটপাতে বসা নিয়ন্ত্রণ করতে পারলে কেন এদের তোলা হবে না, প্রশ্ন কুন্তলাদেবীর। এ প্রসঙ্গে স্থানীয় ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তারকনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘আমি প্রশ্রয় দিয়ে কাউকে কোনওদিন বসায়নি। তাই আমার কোনও দায়বদ্ধতা নেই। প্রশাসন আইন অনুসারে পদক্ষেপ করবে। আমার কিছু বলার নেই।’ নিজস্ব চিত্র
6Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির কারণে মানসিক অস্থিরতা ও উদ্বেগ। পরীক্ষায় মনোমতো ফললাভ ও নামী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা ৮৭.৫২ টাকা
পাউন্ড১০৫.৭৯ টাকা১০৯.৫২ টাকা
ইউরো৮৮.৩৫ টাকা৯১.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা