বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

আমি এভাবেই খেলি: কোহলি

দুবাই: টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত। মোট সাতবারের মধ্যে এটা টিম ইন্ডিয়ার পঞ্চম ফাইনাল। রবিবার ট্রফি জয়ই এখন পাখির চোখ রোহিত ব্রিগেডের। গর্বিত অধিনায়ক বললেন, ‘লড়াকু স্কোর তুলেছিল অজিরা। জানতাম, ভালো ব্যাট করতে হবে জেতার জন্য। আমরা পিচ নিয়ে মাথা ঘামাইনি। ভালো ব্যাট করায় মন দিয়েছিলাম। আর কোহলিকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। বছরের পর বছর এই কাজটাই করে চলেছে ও। শ্রেয়সের সঙ্গে বিরাটের জুটি জরুরি ছিল। শেষের দিকে হার্দিকের বড় শটও চাপ কমিয়েছে। তবে ফাইনালের পরিকল্পনা এখনও শুরু করিনি। হাতে কয়েকদিন সময় রয়েছে। প্রত্যেকের ফর্মে থাকাটাই সবচেয়ে বড় স্বস্তি।’
সেমি-ফাইনালে অজি বধের নায়ক বিরাট কোহলির শরীরী ভাষায় আবার চুইঁয়ে পড়ল তৃপ্তি। লোকেশ রাহুলের শট সীমানা পেরতেই হাত ছুড়ে লাফিয়ে উঠলেন তিনি। জড়িয়ে ধরলেন রোহিতকে। তাঁর পিঠ আবার চাপড়ে দিলেন হার্দিক পান্ডিয়া। আইসিসি টুর্নামেন্টের নক-আউট পর্বে এটা ভিকে’র দশম হাফ-সেঞ্চুরি, যা রেকর্ড। আইসিসি’র একদিনের প্রতিযোগিতায় ২৪ বার পঞ্চাশের গণ্ডি পেরলেন তিনি। টপকে গেলেন শচীন তেন্ডুলকরকে (২৩)। আবার আইসিসি টুর্নামেন্টের নক-আউটে সবচেয়ে বেশিবার ‘ম্যাচের সেরা’ হওয়ার কীর্তিতে ভিকে স্পর্শ করলেন যুবরাজ সিংকে (৩)। স্বয়ং তিনি অবশ্য রেকর্ড নিয়ে ভাবছেন না। দলকে জেতাতে পেরেই সন্তুষ্ট বিরাট। ভরপুর আত্মবিশ্বাসের সুরে তাঁর ঘোষণা, ‘আমি এভাবেই খেলি। এই ইনিংসের টাইমিং নিয়ে খুব খুশি। সেমি-ফাইনাল ও ফাইনালের মতো আসরে বাড়তি চাপ থাকে। হাতে উইকেট থাকলে শেষের দিকে বিপক্ষ ঘাবড়ে যায়। সেটা মাথায় রেখেই ব্যাট করেছি। আর আমি কখনও মাইলস্টোনের কথা ভাবি না। দলকে জেতাতে পারলে রেকর্ড এমনিই হতে থাকে। দলের দেওয়া দায়িত্ব পালন করাই আসল। হ্যাঁ, তিন অঙ্কে পৌঁছতে পারলে ভালো লাগে। কিন্তু জেতার পর আনন্দমুখর ড্রেসিং-রুমই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেরা ফর্মে রয়েছি কিনা, তা আপনারাই বলবেন।’ 
বিরাটের আউট সময় হতাশ দেখাচ্ছিল লোকেশ রাহুলকে। ড্রেসিং-রুমের দিকে হাঁটতে থাকা ভিকে’র উদ্দেশে বলে ওঠেন, ‘আমি তো মারছিলাম। তুলে শট নেওয়ার তো কোনও দরকার ছিল না।’ তবে সেই হতাশা কাটিয়ে তিনিই নেন জয়সূচক শট। আনন্দমুখর গলায় তিনি বলেন,  ‘গত কয়েক বছর ধরে ওডিআই ক্রিকেটে মিডল অর্ডারেই নামি। জানি, ছয় নম্বরে বেশি বল খেলার সুযোগ থাকবে না। চাপের মুখে বড় শটও নিতে হবে। সেভাবেই তৈরি থাকি। এই পিচে ব্যাটিং কিন্তু খুব একটা সোজা ছিল না। হার্দিক বলেছিল যে ও জাম্পাকে মারবে। ওর দুটো ছক্কা জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিল। বাকি কাজটা আমি সেরেছি।’
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৬.৩৮ টাকা৮৮.১২ টাকা
পাউন্ড১০৯.৬০ টাকা১১৩.৪০ টাকা
ইউরো৯০.৮৬ টাকা৯৪.২৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা