বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন

গানে গানে  ৩০

লোপামুদ্রা মিত্রর সঙ্গীত জীবন ৩০ বছর পার করল। গানকে সঙ্গী করে দীর্ঘ পথ চলায় শিল্পীর পাওয়া না পাওয়ার দাঁড়িপাল্লা প্রায় সমান সমান। ১৯৯১ সালে তাঁর প্রথম বাংলা গানের রেকর্ড প্রকাশিত হয়। তার আগে থেকেই তিনি অবশ্য রেডিওতে রবীন্দ্রসঙ্গীত এবং ভজন গাইতেন। ১৯৯৬ সালে তাঁরই কণ্ঠে গান হিসেবে জনপ্রিয় হল ‘বেণীমাধব’ কবিতা। সেই থেকে গানের হাত ধরে ভিন্ন পথে যাত্রা শুরু। সেই ভিন্নধর্মী গান গাওয়াটাই আজও লোপামুদ্রাকে অন্য শিল্পীদের থেকে স্বতন্ত্র করে রেখেছে। তবে ইদানীংকালে গান নিয়ে যে আক্ষেপ রয়েছে তা বোঝা যায় শিল্পীর সঙ্গে কথা বললে।
ফোনে বলছিলেন, ‘এখন তো গান শুধুই বিনোদনের জন্য গাওয়া হয়। আমি কিন্তু শুধুমাত্র বিনোদনের জন্য গান করিনি। বিষয়ভিত্তিক গান যেমন গেয়েছি, তেমনই আবার কবিতার গানও গেয়েছি। এখন আর সেই ধারাটা নেই। এখন লোকে শোনার থেকে গান দেখতে বেশি ভালোবাসে। আমার বেশিরভাগ গানের আবার ভিডিও নেই। তাছাড়া এখন শ্রোতাদের ধৈর্য ও সময় দুই-ই কম।’ তাহলে এখন কী করণীয়? ‘যুগের সঙ্গে সঙ্গে বদলে নিতে হচ্ছে নিজেদের। যেমন সোশ্যাল মিডিয়ার জন্য এক মিনিটের গান তৈরি করছি। এই যে বিরাট  পরিবর্তন সঙ্গীতজগতে এসেছে তার সঙ্গে প্রতিনিয়ত মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।’ 
তবে কি তিরিশ বছর ধরে শুধুই হতাশা জমেছে? প্রাপ্তির ভাঁড়ার শূন্য? নাকি পিছন ফিরে তাকালে অনেক ভালো স্মৃতিও মনে পড়ে! ‘এতগুলো বছর ধরে এত মানুষের ভালোবাসা পেয়েছি, এত মানুষকে ভালোবাসতে পেরেছি সেটাই সবচেয়ে বড় ব‍্যাপার। পিছনের দিকে তাকালে দেখতে পাই, যাঁদের সঙ্গে শুরু করেছিলাম তাঁরা আজ অনেকেই নেই। মাথার ওপর থেকে ছাতাগুলো ক্রমশ সরে যাচ্ছে। বুড়ি হয়ে যাচ্ছি। তাই মাঝে মধ্যে মন খারাপ হয়’, বললেন নস্টালজিক শিল্পী। বাংলা গানই তাঁর অবলম্বন। তাই বাংলা গানের কঠিন সময়ে আশা আশঙ্কার দোলাচল তাঁর কথায়। ‘আমার মনে হয় বাঙালি শ্রোতা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন না। তাই হয়তো বাংলা গান আজ এত পিছিয়ে পড়েছে। একটা সময় বাংলা গানের বিরাট রমরমা ছিল। আজ সেখানে পাঞ্জাবি সহ অন্য ভাষার গান চলে। বাংলা হিট গান কোথায়? রিয়েলিটি শো-গুলোও এরজন্য অনেকটা দায়ী। সেখানে বাংলা নতুন গান প্রায় গাওয়া হয় না। এফএম চ‍্যানেলগুলোকে বাংলা গান বাজানোর জন্য অনুনয় বিনয় করতে হয়। এরকম চলতে থাকলে নতুন গান তৈরি হওয়া এবং হিট করা কঠিন। যদিও নতুন গান তৈরি হচ্ছে। সেটা থেমে নেই। আসলে বাংলা গানকে বাঁচানোর জন্য সব শিল্পীকে একজোট হতে হবে। একটা বিপ্লব প্রয়োজন’, মত শিল্পীর। 
তিরিশ বছরের সঙ্গীতজীবনে প্লে-ব‍্যাকের সংখ্যাও হাতে গোনা। ‘প্লে ব‍্যাকে কোনওদিনই সেভাবে কেউ ডাকেননি। তবে সুমনদা (কবীর) এবং জয়ের (সরকার) সঙ্গে কিছু কাজ করেছি। সেভাবে সাফল্য পাইনি। সেটা দুর্ভাগ্য’, অকপট তিনি। তিরিশ বছর উপলক্ষে আগামী ৩ সেপ্টেম্বর রবীন্দ্র সদনে সঙ্গীতানুষ্ঠান করবেন লোপামুদ্রা। অনুষ্ঠানে প্রাপ্ত অর্থ দুই দুঃস্থ সঙ্গীত শিল্পীর সাহায‍্যার্থে দান করা হবে। ‘সেই জন্যই ঘটা করে তিরিশ বছর পালন’, বললেন ‘আয় কে যাবি’র গায়িকা।
 
30Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

নিজের বা পরিবারের কারও আকস্মিক রোগবৃদ্ধিতে বিচলিত হতে পারেন। কাজকর্ম কমবেশি এগবে। মানসিক  বিক্ষিপ্ততা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৩ টাকা৮৭.৬৭ টাকা
পাউন্ড১০৫.৪১ টাকা১০৯.১৩ টাকা
ইউরো৮৭.৭৪ টাকা৯১.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা