বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

অ্যাকাউন্টে ৮ কোটি, বিদেশ থেকেও এসেছে টাকা
৩ দিন ইডি হেফাজতে সুকন্যা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও নয়াদিল্লি: ইউরোপের একটি ব্যাঙ্ক থেকে  কয়েক দফায় কোটি টাকারও বেশি ঢুকেছে গোরু পাচারের মামলায় ধৃত কেষ্ট-কন্যা সুকন্যা মণ্ডলের অ্যাকাউন্টে। এমনই দাবি ইডির। এই সংক্রান্ত নথিও নাকি তাদের হাতে এসে গিয়েছে। বিদেশ থেকে এই বিরাট অঙ্কের টাকা কেন এসেছিল, তার সদুত্তর সুকন্যা দিতে পারেননি বলে এজেন্সি সূত্রে খবর। বিদেশে থাকা ওই অ্যাকাউন্টের গ্রাহকের পরিচয়ও জেনেছে তারা। বৃহস্পতিবার সুকন্যাকে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে তোলা হলে বিচারক তাঁকে তিনদিনের ইডি হেফাজতে পাঠান।
গোরু পাচারের টাকার পুরোটাই সুকন্যা নিয়ন্ত্রণ করতেন বলে সায়গল জানিয়েছেন ইডিকে। তাঁর দাবি ছিল, এই টাকা কোথা থেকে আসে, কারা যুক্ত, কাদের কাছে পাঠাতে হয়—কারবারের পুরোটাই বাবার কাছ থেকে হাতেকলমে শিখেছিলেন সুকন্যা। গোরু পাচারের কালো টাকা সাদা করার জন্য সিএ মণীশ কোঠারির সঙ্গে মিলে একাধিক কোম্পানি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন কেষ্ট-কন্যা। নিজের নামেও একাধিক অ্যাকাউন্ট ছিল। সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষ এবং ধান কেনার টোপ দিয়ে কৃষকদের কাছ থেকে আধার ও প্যানের ফটোকপি সংগ্রহের পরিকল্পনা সুকন্যারই। 
কেষ্ট-কন্যার অ্যাকাউন্টগুলি ঘাঁটতে গিয়ে চাঞ্চল্যকর একটি তথ্য পান তদন্তকারীরা। তাঁরা দেখেন, ইউরোপের একটি দেশ থেকে ২০১৭-১৮ আর্থিক বর্ষে মে ও সেপ্টেম্বরে দু’বার টাকা ঢুকেছে। একবার অঙ্কটা ৯০ লক্ষ, আর একবার ৫৫ লক্ষ টাকা। সায়গল তদন্তকারীদের জানান, অনুব্রত, তাঁর মেয়ে ও মণীশ কোঠারি মিলে পরিকল্পনা করেন গোরু পাচারের টাকা হাওলায় বিদেশে পাঠানো হবে। পরে ফিরিয়ে আনা হবে। ঠিক হয়, গোরু পাচারকারী চক্রের এক চাঁইয়ের বাংলাদেশের আত্মীয়ের কাছে পাঠানো হবে নগদ টাকা। সেখান থেকে ইউরোপে থাকা অপর এক আত্মীয়ের অ্যাকাউন্টে তা পাঠানো হবে। কাজ হয় সেই মতোই। বিভিন্ন ভুয়ো লেনদেন দেখিয়ে ইউরোপ থেকে টাকা ঢোকানো হয় সুকন্যার অ্যাকাউন্টে। ইডি বলছে, এসব ছাড়াও ২০১৮-১৯ অর্থবর্ষে তাঁর একাধিক অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে প্রায় সাড়ে ছ’কোটির বেশি নগদ জমা পড়েছে। সেই টাকা আবার চলে গিয়েছে কৃষকদের নামে খোলা ‘ভাড়া’র অ্যাকাউন্টে। সেখান থেকেই কিছু টাকা ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশের বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে বলে খবর ইডির কাছে।
ইডির আইনজীবী নীতেশ রানা আদালতে বলেন, ‘টাকা লেনদেনের ট্রেইলটা জানা জরুরি। এই মামলায় অন্য অভিযুক্তদের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরার জন্য সুকন্যাকে হেফাজতে নেওয়া দরকার।’ বিরোধিতা করে সুকন্যার আইনজীবী অমিত কুমার বলেন, ‘আমার মক্কেল নির্দোষ। টাকার লেনদেন সবই ব্যাঙ্ক রেকর্ডে আছে, কিছু গোপন নেই।’  
21Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

নিজের বা পরিবারের কারও আকস্মিক রোগবৃদ্ধিতে বিচলিত হতে পারেন। কাজকর্ম কমবেশি এগবে। মানসিক  বিক্ষিপ্ততা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৩ টাকা৮৭.৬৭ টাকা
পাউন্ড১০৫.৪১ টাকা১০৯.১৩ টাকা
ইউরো৮৭.৭৪ টাকা৯১.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা