কলকাতা

‘সুরক্ষাকবচ’ পেরিয়ে মালিকের পরিচয় জানতেই একমাস
বাংলাদেশির হারানো আইফোন ফেরাল পুলিস

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মার্চ মাসের গোড়ার দিকের ঘটনা। রাত সাড়ে ন’টা। চারু মার্কেট থানার সামনে এসে দাঁড়াল একটি হলুদ ট্যাক্সি। ছাই রঙের জামা-প্যান্ট পরা চালক নেমে এলেন। তাঁর হাতে একটি আইফোন ১১। ডিউটি অফিসারকে সেই চালক বললেন—‘ট্যাক্সির পিছনের সিটের নীচে এই ফোনটি পড়ে ছিল। কেউ হয়ত ফেলে গিয়েছেন। আপনাদের দিলাম। যদি সেই ব্যক্তিকে ফেরত দেওয়া যায়, একটু দেখুন’। আইফোনের কঠিন সিকিউরিটি ভেদ করে প্রায় মাসখানেক বাদে পুলিস জানতে পারে ফোনের মালিকের পরিচয়। মালিক বাংলাদেশের নাগরিক। কলকাতা শহরে চিকিৎসা করাতে এসে ফোন হারিয়ে ফেলেন। অবশেষে সেই ফোনটি ফেরত দিল চারু মার্কেট থানার পুলিস। ফোনের মালিকের এক বন্ধু থানায় এসে সেটি ফেরত নিয়ে যান। 
কীভাবে জানা গেল ফোনের মালিকের নাম? পুলিস সূত্রে খবর, ফোনটি পেয়ে সেটির লক খোলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আইফোনের সিকিউরিটি সিস্টেম অত্যন্ত আধুনিক। ফলে সেটি কিছুতেই খোলা যাচ্ছিল না। এরপর লালবাজারের সহায়তায় সাইবার বিশেষজ্ঞ ও ফোন সংস্থার সার্ভিস সেন্টারের সঙ্গে যোগাযোগ করে থানা। তারপর দেখা যায়, ফোনের মালিকের নাম ইত্যাদি জানার দু’টি অপশন রয়েছে। একটি হল, ‘রিসেট’ করে সমস্ত ডেটা উড়িয়ে বিশেষ প্রযুক্তির মাধ্যমে গ্রাহকের নাম জানা। দ্বিতীয়টি হল, সমস্ত গুরুত্বপূর্ণ ডেটা বাঁচিয়ে গ্রাহকের নাম, পরিচয় জানা। দ্বিতীয় পদ্ধতি বেশ সময়সাপেক্ষ। দ্বিতীয় পথটাই বেছে নেয় কলকাতা পুলিস। গ্রাহকের ফোনের যাবতীয় ডেটা অক্ষত রেখে তাঁকে ফোনটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয় চারু মার্কেট থানা। প্রথমে ফোনের আইএমইআই নম্বরটি খুঁজে বের করা হয়। সেই নম্বরে যুক্ত সিমটিতে ফোন করা হয়। গ্রাহক ফোন নম্বর অপরিবর্তিত রেখেই নতুন সিম নেন। ফলে সেই নম্বরে ফোন করে যোগাযোগ করতে অসুবিধা হয়নি পুলিসের। তদন্তকারীরা জানতে পারেন ফোনের মালিকের নাম আজম মুস্তাফি। তিনি ঢাকার বাসিন্দা। বর্তমানে বাংলাদেশেই রয়েছেন।
আজমবাবু মোবাইল ফোনটি হারালেন কীভাবে? ফোনেই জানতে চায় পুলিস। আজম বলেন, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে চিকিৎসার জন্য তিনি কলকাতায় এসেছিলেন। ধর্মতলার কাছে একটি হোটেলে উঠেছিলেন। মার্চ মাসের তিন তারিখ বিকেলে হাসপাতাল থেকে ধর্মতলায় আসার জন্য একটি ট্যাক্সিতে উঠেছিলেন। গাড়ি থেকে নেমে দেখেন পকেটে ফোন নেই। সঙ্গে সঙ্গে নিউ মার্কেট থানায় হারানোর ডায়েরি করেন। তার চারদিন বাদে দেশে ফেরার কথা ছিল তাঁর। ফলে সেটি না নিয়ে রওনা দেন। তবে হারানো ফোন পাওয়ার পর খুব খুশি আজমবাবু। ফোনটা তিনি পাবেন কী করে? আজম জানান, তিনি অসুস্থ। তাঁর পক্ষে আসা সম্ভব নয়। কলকাতায় থাকেন তাঁর এক বন্ধু। তিনি ফোনটি নিয়ে নেবেন। চারু মার্কেট থানার তরফে একটি অনুমোদন পত্র চাওয়া হয় ফোন মালিকের কাছে। ই-মেইলে সেই চিঠি আসে থানায়। এরপর কলকাতার বাসিন্দা আজমের এক বন্ধু রঙ্গন নিয়োগী থানা থেকে প্রায় লাখ টাকার আইফোনটি সংগ্রহ করেন। তিনি বলেন, কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে বন্ধুকে দেখতে যাবেন। ফোনটি ফেরত দেবেন।
20Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা