কলকাতা

নয়া বছরে যানজট থেকে মুক্তি চান বনগাঁবাসী

সংবাদদাতা, বনগাঁ: আরও একটা নতুন বছর। নতুন আশা, নতুন ভাবনা। নতুন করে বাঁচার স্বপ্ন। তবে এত কিছুর মধ্যেও নতুন বছরে যানজট থেকে মুক্তি চাইছেন বনগাঁবাসী। প্রশাসনের কাছে এই জনপদের একটাই দাবি, যানজট থেকে মুক্তি চাই। তাই দখলমুক্ত করা হোক ফুটপাত। একইসঙ্গে শহরে বেআইনি পার্কিং ও রাস্তাজুড়ে থাকা অটো-টোটো স্ট্যান্ড সরিয়ে চলাচলের উপযোগী করা হোক সড়ককে।
বনগাঁ শহরের অন্যতম সমস্যা হল যানজট। দিনের ব্যস্ত সময়ে এমনকী, রাতেও যানজটে নাজেহাল হন বাসিন্দারা। দীর্ঘদিন ধরেই এই অচলাবস্থা চলছে। অথচ সব দেখেও প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। গুরুত্বপূর্ণ রাস্তা ৩৪ নম্বর জাতীয় সড়ক বা যশোর রোডে সারাদিনই লেগে থাকে গাড়ির লাইন। তার উপর রয়েছে অটো ও টোটোর দাপট। ফুটপাত বেদখল হয়েছে অনেক আগেই। বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে রাস্তার উপর যে সব তোরণ তৈরি হয়, পরবর্তীকালে তা অনেক সময় থেকে যায় দীর্ঘদিন। ফলে অপরিসর হয়ে পড়ে রাস্তা। যে কারণে অনেকটাই বেড়ে যায় যান-যন্ত্রণা। এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ।
শহরের আরেকটি গুরুত্বপূর্ণ রাস্তা হল চাকদহ রোড। এটিকে ১ নম্বর রাজ্য সড়ক হিসেবেই চেনেন অনেকে। এই রাস্তা ২০১০ এবং ২০২১ সালে দু’দফায় সংস্কার হলেও যানজট থেকে মুক্তি পাননি বনগাঁবাসী। আসলে ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীরা বাধ্য হয়েই রাস্তা ধরে হাঁচটে বাধ্য হন। ফুটপাত পুরোটাই চলে গিয়েছে ব্যবসায়ীদের দখলে। আবার রাস্তার উপরেই রয়েছে একাধিক অটো স্ট্যান্ড। সেকারণে মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। বনগাঁ-বাগদা সড়কের হালও একই। রাস্তার দু’পাশে একাধিক বেআইনি পার্কিং জোন। বনগাঁর বাসিন্দারা যান-যন্ত্রণা থেকে মুক্তি পেতে একাধিকবার দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে। বাসিন্দাদের অভিযোগ, ভোট এলেই নেতারা প্রতিশ্রুতি দেন। আর ভোট মিটে গেলে সব ভুলে যান। তাঁদের দাবি, নতুন বছরে যানজট থেকে মুক্তি দিতে উদ্যোগী হোক প্রশাসন। বনগাঁর বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক অজয় মজুমদার বলেন, যানজট বনগাঁর দীর্ঘদিনের সমস্যা। নতুন বছরে এদিকে নজর দিক প্রশাসন। পাশাপাশি শব্দ দূষণ থেকেও মুক্তি চান তিনি। ব্যবসায়ী সুশান্ত নাথ বলেন, যানজট আমাদের নিত্যসঙ্গী। শহরের স্কুলগুলির সামনে যানজট কমাতে উদ্যোগ নেওয়া উচিত।
বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, শহরকে যানজট মুক্ত করতে বেশ কয়েকটি বিকল্প রাস্তার ভাবনা রয়েছে। স্টেশন রোড ডাবল লেন করার জন্য রেলের কাছে অনুমতি চাওয়া হয়েছে। মৌখিক অনুমতি মিলেছে। লিখিত অনুমতি পেলেই কাজ শুরু হবে। কবি বিভাস রায়চৌধুরী বলেন, যানজট সমস্যার সমাধানের পাশাপাশি বেপরোয়া বাইক চালকদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা উচিত। বনগাঁ পুলিস জেলার পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন বড় রাস্তার মোড়ে যান নিয়ন্ত্রণ করা হয়। পাশাপাশি মাঝেমধ্যে বেপরোয়া বাইক চালকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়।  নিজস্ব চিত্র
24Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা