আজ বিজেপির ৪২তম প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, রাজ্যসভায় প্রথম কোনও দলের সদস্য সংখ্যা ১০০ ছাড়িয়েছে। বিজেপির নেতৃত্বে দেশ আরও শক্তিশালী হয়েছে। সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে আমরা সাফল্য পেয়েছি। চার রাজ্যে ক্ষমতায় এসেছে দল। বিজেপির সব কর্মীদের আমার অভিনন্দন। দলের নেতা, কর্মীদের শুভেচ্ছা। ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। লোকালকে গ্লোকাল করার চেষ্টা চলছে। ভারতের জন্য নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। দেশবাসী গর্ব করে বলছেন দেশ বদলাচ্ছে। ৩০ লক্ষ কোটি টাকার রপ্তানি করেছে ভারত। ১৮০ কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। দেশের উন্নয়নের জন্য পরিশ্রম করা হচ্ছে। দেশের স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় আমাদের সরকার। আগে দেশবাসী ভাবত যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, দেশের উন্নতি হবে না। কিছু দল নিজেদের পরিবারের জন্য কাজ করে। পরিবারতান্ত্রিক দল গণতন্ত্রের শত্রু। কিছু দল এতদিন ভোটব্যাঙ্কের রাজনীতি করত।
2022-04-06 10:41:36দাঁড়িয়ে থাকা পিকাপ ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কালিয়াচকে। শুক্রবার মালদহ জেলার কালিয়াচকের চৌরঙ্গি মোড়ে ঘটনাটি ঘটে। ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে পিকআপ ভ্যানটি দাঁড়িয়ে ছিল। রাত পৌনে দশটা নাগাদ সেটিতে হঠাৎই আগুন লেগে যায়। এর জেরে জাতীয় সড়কের শিলিগুড়িমুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়কের ধারে গাড়ি দাঁড় করিয়ে রেখে একটি চায়ের দোকানে যান পিকআপ ভ্যান চালক ও সহকারী। সেই সময় দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন লেগে যায়। কয়েক মুহুর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায় গাড়িটি।
2024-11-22 00:04:08ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৩.৫৯ টাকা | ৮৫.৩৩ টাকা |
পাউন্ড | ১০৫.০৬ টাকা | ১০৮.৭৯ টাকা |
ইউরো | ৮৭.৪৫ টাকা | ৯০.৮১ টাকা |