গত বছরের নিট পিজি কাউন্সেলিংয়ের নির্ধারিত সময়সূচির সঙ্গে সময় মিলে যাওয়ায় ২০২২ সালের পরীক্ষা সাময়িক স্থগিত রাখা হল। বৃহস্পতিবার ন্যাশনাল বোর্ড অব এগজামিনেশনকে (এনবিই) এমনটাই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। গত ২৫ জানুয়ারি নিট পিজি স্থগিত রাখার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ছ’জন এমবিবিএস পড়ুয়া। চলতি বছরের ১২ মার্চ পরীক্ষার তারিখ নির্ধারিত করা হয়েছিল। পড়ুয়াদের অভিযোগ, বাধ্যতামূলক ইন্টার্নশিপের সময় পূর্ণ করতে না পারায় অনেকেই পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করতে পারবেন না। গত বছর করোনার কারণে স্থগিত রাখা হয়েছিল কাউন্সেলিং প্রক্রিয়া। এবছর দু’টি পরীক্ষা একই সময় পড়ে যাওয়ায় সমস্যায় পড়ে যান পড়ুয়ারা। এই পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত রাখার দাবি জানান তারা। এক বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ‘সবদিক মাথায় রেখে ২০২২ সালের নিট পিজি পরীক্ষা ছয় থেকে আট সপ্তাহ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
2022-02-05 09:05:40দাঁড়িয়ে থাকা পিকাপ ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কালিয়াচকে। শুক্রবার মালদহ জেলার কালিয়াচকের চৌরঙ্গি মোড়ে ঘটনাটি ঘটে। ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে পিকআপ ভ্যানটি দাঁড়িয়ে ছিল। রাত পৌনে দশটা নাগাদ সেটিতে হঠাৎই আগুন লেগে যায়। এর জেরে জাতীয় সড়কের শিলিগুড়িমুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়কের ধারে গাড়ি দাঁড় করিয়ে রেখে একটি চায়ের দোকানে যান পিকআপ ভ্যান চালক ও সহকারী। সেই সময় দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন লেগে যায়। কয়েক মুহুর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায় গাড়িটি।
2024-11-22 00:04:08ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৩.৫৯ টাকা | ৮৫.৩৩ টাকা |
পাউন্ড | ১০৫.০৬ টাকা | ১০৮.৭৯ টাকা |
ইউরো | ৮৭.৪৫ টাকা | ৯০.৮১ টাকা |