বিজিবিএস-এ বক্তব্য রাখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘প্রত্যেক বছর আমাকে আমন্ত্রণ জানানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। প্রতি বারই আগের বারকে ছাপিয়ে যায় এই বাণিজ্য সম্মেলন।’
2025-02-05 15:03:00বিজিবিএস ২০২৫-এ বক্তব্য রাখতে এসে বাংলার ভূয়সী প্রশংসা করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানান তিনি। বাংলা ঝাড়খণ্ড একসঙ্গে কাজ করলে দেশের অর্থনীতিতে একটা বড় প্রভাব ফেলতে পারবে বলেও আশাবাদী ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।
2025-02-05 14:59:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৬.১৮ টাকা | ৮৭.৯২ টাকা |
পাউন্ড | ১০৬.২৮ টাকা | ১১০.০২ টাকা |
ইউরো | ৮৮.১৫ টাকা | ৯১.৫১ টাকা |