প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং- এর আকস্মিক প্রয়াণে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রীয় শোকের ঘোষণা করেছে। তাই রঘুনাথপুর জয়চণ্ডী পর্যটন উৎসব আপাতত স্থগিত। আজ, শনিবার পর্যটন উৎসব উদ্বোধনের কথা ছিল। রাষ্ট্রীয় শোকের কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে। উৎসব কমিটির তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২ জানুয়ারি থেকে শুরু হবে উৎসব। চলবে ৬ জানুয়ারি পর্যন্ত।
2024-12-28 10:05:00মেষ: বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা।
বৃষ: আর্থিক দিক অনুকূল।
মিথুন: বিচক্ষণতায় কর্মক্ষেত্রের জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন।
কর্কট: যে কোনও কাজকর্মে শুভ ও উন্নতির যোগ।
সিংহ: অভিনয় জগতে প্রতিভার স্বীকৃতি ও নতুন কাজের সুযোগ পেতে পারেন।
কন্যা: প্রেম প্রণয়ে মন আকৃষ্ট হবে।
তুলা: কর্মসূত্রে স্থানান্তর গমনের যোগ।
বৃশ্চিক: উচ্চ শিক্ষা ও গবেষণায় ভালো কোনও সুযোগ পেতে পারেন।
ধনু: বাড়তি অর্থাগমের সম্ভাবনা ।
মকর: নতুন বরাত প্রাপ্তিও হতে পারে।
কুম্ভ: একাধিক ক্ষেত্র থেকে অর্থ লাভ হতে পারে ।
মীন: সৃজনশীল কাজকর্ম ও গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য ও সুনামের যোগ ।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25
ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৪.৭৩ টাকা | ৮৬.৪৭ টাকা |
পাউন্ড | ১০৫.৩৭ টাকা | ১০৯.০৯ টাকা |
ইউরো | ৮৭.৪৫ টাকা | ৯০.৮১ টাকা |