ময়নাগুড়িতে এক পাটের গুদামে গিয়ে চক্ষু চড়কগাছ প্রশাসনিক আধিকারিকদের। নেই কোনও ফায়ার সেফটি। কিছুদিন আগেই ময়নাগুড়ির একটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপরও হুঁশ ফেরেনি অনেকেরই। আজ, শুক্রবার ওই পাটের গুদামের মালিককে ১৫ দিনের সময় দিল দমকল কর্তৃপক্ষ। নোটিসও দেওয়া হয়েছে। বলা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে গুদামে ফায়ার সেফটির ব্যবস্থা করতে হবে। তা করা না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
2024-11-22 14:46:00দাঁড়িয়ে থাকা পিকাপ ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কালিয়াচকে। শুক্রবার মালদহ জেলার কালিয়াচকের চৌরঙ্গি মোড়ে ঘটনাটি ঘটে। ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে পিকআপ ভ্যানটি দাঁড়িয়ে ছিল। রাত পৌনে দশটা নাগাদ সেটিতে হঠাৎই আগুন লেগে যায়। এর জেরে জাতীয় সড়কের শিলিগুড়িমুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়কের ধারে গাড়ি দাঁড় করিয়ে রেখে একটি চায়ের দোকানে যান পিকআপ ভ্যান চালক ও সহকারী। সেই সময় দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন লেগে যায়। কয়েক মুহুর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায় গাড়িটি।
2024-11-22 00:04:08ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৩.৫৯ টাকা | ৮৫.৩৩ টাকা |
পাউন্ড | ১০৫.০৬ টাকা | ১০৮.৭৯ টাকা |
ইউরো | ৮৭.৪৫ টাকা | ৯০.৮১ টাকা |