পূর্ণকুম্ভে পূণ্যের ডুব দিয়ে ফিরছিলেন। কিন্তু বাড়ি ফেরার পথেই বিপত্তি। কার্যত মৃত্যুর মুখ থেকে কপাল জোরে প্রাণে বেঁচে ফিরলেন ৪৯ জন পুণ্যার্থী। তবে একজন সহযাত্রীকে হারালেন তাঁরা। বাড়ি ফেরার পথে আচমকাই তাঁদের বাসে আগুন ধরে যায়। আর সেই আগুনে পুড়েই মৃত্যু হল ৬০ বছরের এক বৃদ্ধার। গতকাল মঙ্গলবার ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বৃন্দাবনে।
2025-01-15 16:16:50আয়ারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে রেকর্ডের বন্যা বইয়ে দিলেন ভারতীয় মেয়েরা। এদিন বিরাটদের রেকর্ড ভেঙে পুরুষ ও মহিলা মিলিয়ে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের নজির গড়লেন স্মৃতি মান্ধানারা। আজ আয়ারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে পাঁচ উইকেটে ৪৩৫ রান তুলেছে ভারতের মহিলা ব্রিগেড। এতদিন সেই রেকর্ড ছিল ভারতীয় পুরুষ দলের ঝুলিতে। ২০১১ সালে ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ উইকেটে ৪১৮ রান তুলেছিলেন বীরেন্দ্র সেহওয়াগ, বিরাট কোহলিরা। আজ বুধবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেটে ৪৩৫ রান তোলে টিম ইন্ডিয়া। এর ফলে শুধু বিরাটদের রেকর্ড নয় গড়ল আরও একটি রেকর্ডও। তৃতীয় দল হিসেবে মহিলাদের একদিনের ক্রিকেটে ৪০০ রানের গণ্ডি ছুঁল ভারত। টিম ইন্ডিয়ার আগে সেই নজির গড়েছে শুধু নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। চারবার ৪০০ রানের গণ্ডি পেরিয়েছে নিউজিল্যান্ড (৪৯১ রান, ৪৫৫ রান, ৪৪০ রান এবং ৪১৮ রান)। আর একবার সেই নজির গড়েছে অস্ট্রেলিয়া (৪১২)। এবার সেই ৪০০ রানের তালিকায় নাম নথিভুক্ত করল ভারতও। উল্লেখযোগ্য বিষয় হল মহিলাদের একদিনের ক্রিকেটে যে ছ'বার কোনও দল ৪০০ রানের গণ্ডি ছুঁয়েছে, তার মধ্যে চারবারই প্রতিপক্ষের নাম হল আয়ারল্যান্ড। অন্যদিকে, শুধু দলগত নয় ব্যক্তিগত রেকর্ডও তৈরি হল এই ম্যাচে। একদিনের ক্রিকেটে ভারতীয় মহিলাদের মধ্যে দ্রুততম শতরানের মালিক হলেন স্মৃতি মান্ধানা। বুধবার ৭০ বলে শতরান করলেন তিনি। এর আগে এই রেকর্ডটি ছিল হরমনপ্রীত কৌরের ঝুলিতে। তিনি গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বেঙ্গালুরুতে ৮৭ বলে শতরান করেছিলেন। সেটাই ছিল ভারতীয় মহিলাদের মধ্যে দ্রুততম। আজ যা মান্ধানা ভেঙে দেন। তবে একদিনের ক্রিকেটে মহিলাদের মধ্যে দ্রুততম শতরানের রেকর্ডের মালিক কিন্তু মেগ ল্যানিং। অস্ট্রেলিয়ার এই ব্যাটার ৪৫ বলে শতরান করেছিলেন ২০১২ সালে।
2025-01-15 16:00:00রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ৫০ লাখ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছে বিশেষ ইডি আদালত। তবে, পাসপোর্ট জমা রাখতে হবে প্রাক্তন মন্ত্রীকে।
2025-01-15 15:28:03বেহাল দশায় পড়ে রয়েছে ময়নাগুড়ির খাগড়াবাড়ি ১গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা খুকশিয়া উদ্যান। অবস্থা এমন যে শীতেও কেউ পিকনিক করতে আসে না ওই পার্কে। যেখানে সেখানে ভেঙে পড়ে রয়েছে পার্কের নানা সামগ্রী। গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন, পার্কটি ঠিক করতে নতুন করে কাজ করা হচ্ছে।
2025-01-15 15:20:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৫.৮৩ টাকা | ৮৭.৫৭ টাকা |
পাউন্ড | ১০৪.০৫ টাকা | ১০৭.৭৪ টাকা |
ইউরো | ৮৭.৩০ টাকা | ৯০.৬৫ টাকা |