বেঙ্গল-মিডল ইস্ট এক্সপ্রেস সার্ভিসের পথ চলা শুরু। পণ্য নিয়ে কন্টেনারবাহী জাহাজ হলদিয়া বন্দর থেকে সরাসরি মধ্যপ্রাচ্যে পৌঁছনোর জন্য চালু হল এই সার্ভিস। আজ বুধবার হলদিয়া থেকে যাত্রা শুরু করল বিএম এক্সপ্রেস। এদিন এমভি ইয়ং ইউই ইলেভেন নামে একটি কন্টেনারবাহী জাহাজ হলদিয়া থেকে দুবাইয়ের জেবেল আলি বন্দরের উদ্দেশে রওনা দিয়েছে।এর ফলে ভারতের পূর্ব প্রান্তের সঙ্গে আরবের দেশগুলির সরাসরি যোগসূত্র বাড়বে এবং উপকৃত হবে রাজ্যের তথা পূর্ব ভারতের শিল্পসংস্থাগুলি।
2024-09-11 20:19:00এক ম্যাচ বাকি থাকতেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ নিশ্চিত করেছে ভারতের মহিলা দল। এমন পরিস্থিতিতে বুধবার রাজকোটে তৃতীয় তথা শেষ ম্যাচে নামছেন স্মৃতি মান্ধানারা। এই ম্যাচ জিতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করাই লক্ষ্য ভারতীয় প্রমীলা ব্রিগেডের। ক্যাপ্টেন স্মৃতি মান্ধানার দুই ইনিংসে সংগ্রহ ১১৪।
2025-01-15 09:20:00ভারতীয় সেনা দিবস
৩৭: রোমের রাজা নিরো জন্মগ্রহণ করেন
১৫৫৯: ইংল্যান্ডের রানি হলেন প্রথম এলিজাবেথ
১৭৫৯: লন্ডনে মানুষের ইতিহাস ও সংস্কৃতির জাদুঘর ব্রিটিশ মিউজিয়ামের উদ্বোধন হয়, এটি প্রতিষ্ঠিত হয় ১৭৫৩ সালে
১৭৮৪: কলকাতায় প্রতিষ্ঠিত হল এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল
১৮৩২: আইফেল টাওয়ারের স্থপতি গুস্তাভ আইফেল জন্মগ্রহণ করেন
১৮৭৩: বাংলার দ্বিতীয় সাধারণ রঙ্গালয় ওরিয়েন্টাল থিয়েটারের উদ্বোধন
১৮৭৫: ভারতীয় মৌসুম বিজ্ঞান বিভাগ সংক্ষেপে আইএমডি প্রতিষ্ঠিত হয়।
১৮৭৫: কলকাতায় দ্য স্টেটসম্যান ইংরাজী দৈনিক পত্রিকা সংযুক্তরূপে প্রকাশ শুরু
১৮৭৮: লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে নারীরা প্রথম ডিগ্রি লাভের সুযোগ পান
১৯৩৪: ভারতের বিহারে ভয়াবহ ভূমিকম্পে ২০ হাজার মানুষের প্রাণহানি হয়
১৯৩৮: ফুটবলার চুনী গোস্বামীর জন্ম
১৯৫৬: বিএসপি নেত্রী মায়াবতীর জন্ম
২০০১: অনলাইনভিত্তিক বহুভাষার মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া যাত্রা শুরু
২০০৯: দাদাসাহেব ফালকে পুরস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক তপন সিনহার মৃত্যু
২০১৮: শাস্ত্রীয় সংগীতশিল্পী পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্তের মৃত্যু
ফের মালদহ টাউন স্টেশন দিয়ে মাদক পাচারের চেষ্টা। জিআরপি'র জালে ৩ পাচারকারী। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৯০০ বোতল ফেন্সিডিল। যার বাজার মূল্য প্রায় এক লক্ষ নব্বই হাজার টাকা। ধৃত তিন অভিযুক্তই বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। মাদকগুলিকে বাংলাদেশ সীমান্তে পাচার করার উদ্দেশ্য ছিল বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের।
2025-01-15 09:13:00ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ। তারপর অস্ট্রেলিয়ার কাছে হার। সব মিলিয়ে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার স্বপ্ন চুরমার হয়েছে। তার জন্য অনেকেই দুই মহারথী বিরাট কোহলি ও রোহিত শর্মাকে কাঠগড়ায় তুলেছেন। মনে করা হচ্ছে, আর হয়তো টেস্ট ক্রিকেটে তাঁদের দেখা যাবে না। তাহলে কি অবসর নেওয়ার সময় এসে গিয়েছে দুই তারকার? এই প্রশ্নের জবাবে তিরাশির বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কপিল দেব বলেছেন, ‘দু’জনেই বড় ক্রিকেটার। তাই সিদ্ধান্ত ওদের উপরই ছাড়া উচিত। ওরা যদি মনে করে খেলা উচিত, তাহলে খেলুক। যদি মনে করে. এটাই ব্যাট তুলে রাখার সেরা সময়, সেই পথ বেছে নিক। সোজা কথা হল, ওদের সিদ্ধান্তকে সম্মান দিতে হবে।’
2025-01-15 09:10:00মেষ: অর্থপ্রাপ্তির যোগ আছে।
বৃষ: সম্পত্তির রক্ষণাবেক্ষণের জন্য অর্থের জোগান নিশ্চিত হতে পারে।
মিথুন: বিশেষ কোনও সূত্র থেকে অর্থপ্রাপ্তির যোগ প্রবল।
কর্কট: অর্থকরী ক্ষেত্রে ও যে কোনও কর্মের ক্ষেত্রে অগ্রগতির যোগ।
সিংহ: মানসিক দিকটি বিভিন্ন কারণে বিক্ষিপ্ত থাকবে।
কন্যা: পেশাগত উচ্চশিক্ষায় আকস্মিক বাধায় বিচলিত হতে পারেন।
তুলা: উগ্র ব্যবহার ও বাক্যে ঘরে বাইরে পারস্পরিক বিবাদ এর সম্ভাবনা।
বৃশ্চিক: সপরিবারে তীর্থ ভ্রমণে আনন্দ লাভের যোগ।
ধনু: ব্যবসা ও পেশায় উন্নতির যোগ।
মকর: কর্মে কাঙ্ক্ষিত গতিবৃদ্ধি ও অগ্রগতি।
কুম্ভ: পারিপার্শ্বিক কারণে মানসিক উত্তেজনা বৃদ্ধির যোগ।
মীন: সবদিকেই আজ কম-বেশি বাধার মধ্যে অগ্রগতির সম্ভাবনা।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25
ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৫.৮৩ টাকা | ৮৭.৫৭ টাকা |
পাউন্ড | ১০৪.০৫ টাকা | ১০৭.৭৪ টাকা |
ইউরো | ৮৭.৩০ টাকা | ৯০.৬৫ টাকা |