বাড়িতে কোনও ব্যক্তিকে ভাড়া দিতে হলে সেই ভাড়াটিয়ার নথি সংগ্রহ করতে হবে। পাশাপাশি, স্থানীয় থানাতেও সেটি জানাতে হবে। আজ, রবিবার এ কথা বললেন জলপাইগুড়ির এসপি খণ্ড বাহালে উমেশ গণপত। তিনি বলেন, “অনেক সময়ে দেখা যায় যাঁরা বাড়ি ভাড়া নিয়ে থাকেন, তাঁরা কিছু অপরাধ করে সেখান থেকে বেরিয়ে যায়। বাড়ির মালিকের উপর চাপ সৃষ্টি হয়। তাই নিজেদের সুরক্ষার জন্য বাড়ি ভাড়া দিলে ভাড়াটিয়ার সমস্ত বিষয় সম্পর্কে স্থানীয় থানায় জানাতে হবে।”
2024-09-08 13:51:30মেষ: অর্থপ্রাপ্তির যোগ আছে।
বৃষ: সম্পত্তির রক্ষণাবেক্ষণের জন্য অর্থের জোগান নিশ্চিত হতে পারে।
মিথুন: বিশেষ কোনও সূত্র থেকে অর্থপ্রাপ্তির যোগ প্রবল।
কর্কট: অর্থকরী ক্ষেত্রে ও যে কোনও কর্মের ক্ষেত্রে অগ্রগতির যোগ।
সিংহ: মানসিক দিকটি বিভিন্ন কারণে বিক্ষিপ্ত থাকবে।
কন্যা: পেশাগত উচ্চশিক্ষায় আকস্মিক বাধায় বিচলিত হতে পারেন।
তুলা: উগ্র ব্যবহার ও বাক্যে ঘরে বাইরে পারস্পরিক বিবাদ এর সম্ভাবনা।
বৃশ্চিক: সপরিবারে তীর্থ ভ্রমণে আনন্দ লাভের যোগ।
ধনু: ব্যবসা ও পেশায় উন্নতির যোগ।
মকর: কর্মে কাঙ্ক্ষিত গতিবৃদ্ধি ও অগ্রগতি।
কুম্ভ: পারিপার্শ্বিক কারণে মানসিক উত্তেজনা বৃদ্ধির যোগ।
মীন: সবদিকেই আজ কম-বেশি বাধার মধ্যে অগ্রগতির সম্ভাবনা।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25
ব্যবসায়ীর থেকে বিনামূল্যে ফ্ল্যাট নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন ব্রিটেনের মন্ত্রী টিউলিপ সিদ্দিক। নিজেকে বারবার নির্দোষ দাবি করলেও মঙ্গলবার মন্ত্রীপদ থেকে ইস্তফা দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারকে চিঠি দিয়ে পদত্যাগের কথা জানিয়েছেন তিনি। যদিও রাজনৈতিক মহলের ব্যাখ্যা, বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই টিউলিপের উপর চাপ বাড়ছিল। হাসিনা জমানায় আর্থিক অনিয়মেরও অভিযোগ উঠেছিল।
2025-01-15 09:30:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৫.৮৩ টাকা | ৮৭.৫৭ টাকা |
পাউন্ড | ১০৪.০৫ টাকা | ১০৭.৭৪ টাকা |
ইউরো | ৮৭.৩০ টাকা | ৯০.৬৫ টাকা |