সকাল আর রাতের দিকে হালকা ঠান্ডা। দিনভর শীতের আর দেখা নেই। শহর কলকাতায় আবহাওয়ার হালহকিকত এখন এমনটাই। ফলে হতাশ শীতপ্রেমীরা। মাঘের শুরুতেও কাঁপুনি শীত নাগালের বাইরে। এমন পরিস্থিতিতে আজ সকালের দিকে রয়েছে কুয়াশা। দিনভর সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৪ ডিগ্রি ও ১৬ ডিগ্রি। গতকাল, মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি।
2025-01-15 09:53:44মেষ: অর্থপ্রাপ্তির যোগ আছে।
বৃষ: সম্পত্তির রক্ষণাবেক্ষণের জন্য অর্থের জোগান নিশ্চিত হতে পারে।
মিথুন: বিশেষ কোনও সূত্র থেকে অর্থপ্রাপ্তির যোগ প্রবল।
কর্কট: অর্থকরী ক্ষেত্রে ও যে কোনও কর্মের ক্ষেত্রে অগ্রগতির যোগ।
সিংহ: মানসিক দিকটি বিভিন্ন কারণে বিক্ষিপ্ত থাকবে।
কন্যা: পেশাগত উচ্চশিক্ষায় আকস্মিক বাধায় বিচলিত হতে পারেন।
তুলা: উগ্র ব্যবহার ও বাক্যে ঘরে বাইরে পারস্পরিক বিবাদ এর সম্ভাবনা।
বৃশ্চিক: সপরিবারে তীর্থ ভ্রমণে আনন্দ লাভের যোগ।
ধনু: ব্যবসা ও পেশায় উন্নতির যোগ।
মকর: কর্মে কাঙ্ক্ষিত গতিবৃদ্ধি ও অগ্রগতি।
কুম্ভ: পারিপার্শ্বিক কারণে মানসিক উত্তেজনা বৃদ্ধির যোগ।
মীন: সবদিকেই আজ কম-বেশি বাধার মধ্যে অগ্রগতির সম্ভাবনা।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25
ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৫.৮৩ টাকা | ৮৭.৫৭ টাকা |
পাউন্ড | ১০৪.০৫ টাকা | ১০৭.৭৪ টাকা |
ইউরো | ৮৭.৩০ টাকা | ৯০.৬৫ টাকা |