এই মুহূর্তে

টি২০ বিশ্বকাপ: ৩ উইকেটে জিতল পাকিস্তান, বিপক্ষ আয়ারল্যান্ড

2024-06-16 23:52:13

কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে দেওয়াল ধসে মৃত ৪

বাড়ির দেওয়াল ধসে মৃত্যু হল ৪ জনের। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের ম্যাঙ্গালুরুর মাদানি নাগারা এলাকায়।

2024-06-26 09:36:00

রাউস অ্যাভিনিউ আদালতে আনা হল কেজরিওয়ালকে

2024-06-26 09:34:19

কোপা আমেরিকা: কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা অপরাজিত কোপা আমেরিকায়। পর পর দু’টি ম্যাচে জিতল তারা। আর এই দু’ম্যাচেই গোল পেলেন লাউতারো মার্টিনেজ। চিলির গোলকিপার ব্র্যাভোর দুর্ভেদ্য দুর্গেও শেষ মুহূর্তে আঘাত হানলেন মার্টিনেজ। ৮৮ মিনিটের মাথায় মেসির কর্নার থেকে গোল করেন তিনি।

2024-06-26 09:30:42

শুক্রবার শুরু অমরনাথ যাত্রা, উপত্যকাজুড়ে কড়া নিরাপত্তা

অমরনাথ যাত্রা শুরুর আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করল জম্মু ও কাশ্মীর পুলিস। শুক্রবার এই যাত্রা শুরু হচ্ছে। ৫২ দিনের অমরনাথ যাত্রা শেষ হবে ১৯ আগস্ট। জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাসই হল অমরনাথ যাত্রার বেস ক্যাম্প। এই বেস ক্যাম্প ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে পুলিস। জম্মুর এসএসপি বিনোদ কুমার বলেন, ‘বেস ক্যাম্পে নজরদারির জন্য বডি স্ক্যানার, সিসি ক্যামেরা এবং ৩৬০ ডিগ্রি ক্যামেরা বসানো হয়েছে।’ তিনি আরও বলেন, পূণ্যার্থীদের থাকার জায়গা এবং রেজিস্ট্রেশন সেন্টারগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে।  বেস ক্যাম্প থেকে দু’টি পথে অমরনাথ তীর্থে পৌঁছনো যায়। একটি অনন্তনাগের মধ্যে দিয়ে নুনওয়ান-পেহলগাঁও রুট। এই পথের দৈর্ঘ্য ৪৮ কিলোমিটার। অপরটি গান্ধেরবালের মধ্য দিয়ে বালতাল রুট। এই পথের দৈর্ঘ্য ১৪ কিলোমিটার কম হলেও তুলনামূলক খাড়া হওয়ায় চিরাচরিত নুনওয়ান-পেহলগাঁও রুট দিয়েই যাত্রীরা অমরনাথ যাওয়া পছন্দ করেন। অমরনাথের যাত্রাপথ এবং সংলগ্ন এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে খোঁজখবর নিয়েছেন কাশ্মীরের পুলিস প্রধান ভি কে বিরদি।

2024-06-26 09:11:19

বাঁকুড়ার ইন্দপুরে জমিতে দেহ উদ্ধার, উত্তেজনা

ইন্দপুরে চাষে জমিতে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়ায়। মঙ্গলবার বিকেলে ইন্দপুরের জিওড়দা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রাজকিশোর সিং (৪৩)। বাড়ি ওই গ্রামেই। এদিন জমিতে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে থানায় খবর দেওয়া হলে পুলিস ঘটনাস্থলে যায়। কিন্তু পুলিস স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ে। বাসিন্দারা দাবি করতে থাকেন, ওই ব্যক্তিকে কেউ বা কারা খুন করেছে। তার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন দেখা গিয়েছে। তাই পুলিস কুকুর নিয়ে এসে ঘটনার তদন্তের দাবিতে সরব হন বাসিন্দারা। গ্রামের বাসিন্দা সুশান্ত সিংহ, বুদ্ধদেব প্রামাণিক বলেন, রাজকিশোরের ডাঙারামপুরে একটি মোটর গ্যারেজ রয়েছে। এদিন সকালের পর তিনি বাড়ি থেকে বের হন। তারপর বিকেলে দেহ মাঠে পড়ে থাকতে দেখা যায়। তাঁকে খুন করা হয়েছে। শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত রয়েছে। তাই পুলিস কুকুর নিয়ে তদন্ত করে অপরাধীকে ধরতে হবে। 

2024-06-26 09:00:00

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

বাংলা সাহিত্যের প্রাণপুরুষ তথা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে এনিয়ে এক্সে পোস্ট করেন তিনি।

2024-06-26 08:55:05
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের কর্মে সাফল্য ও সুনাম। সন্তানের সঙ্গে মতবিরোধ হতে পারে। ধর্মকর্মে মনোযোগ বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৭ টাকা৮৪.৪১ টাকা
পাউন্ড১০৪.৩১ টাকা১০৭.৭৮ টাকা
ইউরো৮৮.১৪ টাকা৯১.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা