শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা। সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা ... বিশদ
ছবির নাম ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’। এই ছবি ঘোষণা করে দর্শকদের চমক দেন কার্তিক। ছবিটি করতে বদ্ধপরিকর অভিনেতা। তিনি বলেন, ‘আমি করণের সঙ্গে ছবি করছি। ছবিটি আমাদের জন্য ভীষণ স্পেশাল।’ এই সিনেমার হাত ধরেই ফের কার্তিক ও করণের সম্পর্ক মধুর হবে বলেই মনে করছেন অনুরাগীরা। অভিনেতা হিসেবে কার্তিকও সেটাই চান। ভবিষ্যতে করণের পরিচালনায় নানা ধরনের প্রজেক্টে কাজ করতে চান তিনি।
অন্যদিকে, শুক্রবার রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলেন কার্তিক। সঙ্গে ছিলেন পরিচালক কবীর খানও। এদিন জাতীয় স্পোর্টস ও অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়। গত বছর কবীরের পরিচালনায় ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবিতে অভিনয় করেছিলেন কার্তিক।