শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা। সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা ... বিশদ
জানা গিয়েছে, কামারহাটি পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের এসপি মুখার্জি রোডে এই পার্কের একাংশ ভেঙে ভ্যাট তৈরিকে কেন্দ্র করে ক্ষোভ তীব্র হয়েছে। ২০২০ সালের সাত মার্চ গ্রিন সিটি মিশনের টাকায় পার্ক তৈরি হয়েছিল। পাশের জলাশয়টিতে আলো ও শব্দের যুগলবন্দি সম্বলিত ফোয়ারা হয়েছিল। বিকেলে শিশুরা খেলতে আসত। সূর্যের আলো নিভু নিভু হলে জলে শুরু হতো ফোয়ারা ও আলোর কারিকুরি। কিন্তু বছর খানেক ধরে ফোয়ারা বন্ধ। পার্ক ভগ্নপ্রায়। স্থানীয়রা বহুবার মেরামতের দাবি জানান। কিন্তু অভিযোগ, কাজ হয়নি। উল্টে চলতি সপ্তাহ থেকে পার্কের একদিক ভেঙে ভ্যাট তৈরির কাজ শুরু হয়েছে।
এ নিয়ে সর্বস্তরে ক্ষোভ তীব্র হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, ওই পার্কের পাশে রয়েছে তিন নম্বর বাণীবন্দির স্কুল। এছাড়া চারপাশে প্রচুর বসত বাড়ি আছে। ভ্যাট তৈরি হলে সাধারণ মানুষের পাশাপাশি বাচ্চাদের পঠনপাঠনের পরিবেশ নষ্ট হবে। গোপালচন্দ্র সাহা নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘আগে লোকজন বাড়ির পাশে আবর্জনা ফেলত। দুর্গন্ধে নাভিশ্বাস উঠত। বাড়িতে আত্মীয়স্বজন আসতে চাইতেন না। এখন পার্ক ভেঙে ভ্যাট হলে জীবন দুর্বিসহ হয়ে উঠবে। আমরা ভ্যাট তৈরির প্রতিবাদে পুরসভায় চিঠি দিয়েছি। তারপরও কোনও লাভ হয়নি। পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা বলেন, ‘মানুষের অভিযোগ থাকলে নিশ্চই পুরসভা গায়ের জোরে কোনও কাজ করবে না। মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’ নিজস্ব চিত্র