শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা। সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা ... বিশদ
যুদ্ধবিরতি নিয়ে হামাসের উপর সমানে চাপ বজায় রেখেছিল ইজরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই জানিয়েছিলেন, চুক্তির শর্ত মেনে তিন মহিলা পণবন্দির নাম প্রকাশ করতে হবে হামাসকে। এরপরেও রবিবার নির্ধারিত সকাল সাড়ে ৮টা বেজে গেলেও তাঁদের নাম প্রকাশ বা মুক্তি নিয়ে উচ্চবাচ্য করেনি হামাস। ইজরায়েলি সেনার শীর্ষ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হেগারি হুমকি দেন, চুক্তির শর্ত না মানা পর্যন্ত ইজরায়েল হামলা চালিয়ে যাবে। গাজার কয়েকটি এলাকার দিকে অস্ত্র তাক করা হয়েছে বলে তেল আভিভ হুঁশিয়ারি দেয়। অবশেষে সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ তিন মহিলা পণবন্দির তালিকা প্রকাশ করে এদিন তাদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়ে দেয় হামাস।