পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
আগামী বছর তরুণ মানসুখানি পরিচালিত, ‘হাউসফুল ৫’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অক্ষয় ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অভিষেক বচ্চন, জ্যাকলিন ফার্নান্ডেজ, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, রীতেশ দেশমুখ, ফারদিন খান, নার্গিস ফাখরি, চিত্রাঙ্গদা সিং, নানা পাটেকর, চাঙ্কি পাণ্ডে এবং জনি লিভার সহ অন্যান্যর।
২০১০ এবং ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাউসফুল’ এবং ‘হাউসফুল ২’-এর পরিচালনা করেছিলেন সাজিদ খান। তৃতীয় পার্ট ‘হাউসফুল ৩’ মুক্তি পায় ২০১৬ সালে, যা মন জয় করেছিল দর্শকদের। ২০১৯-এ ফরহাদ সামজির পরিচালনায় মুক্তি পায় ‘হাউসফুল ৪’। দীর্ঘ ছ’বছর পর আসছে ‘হাউসফুল ৫’।