পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
২০২৫-এ একসঙ্গে আপনার আটটা ছবি রিলিজ করবে?
হ্যাঁ, আমি সুপার এক্সাইটেড।
এ তো রেকর্ড!
সত্যিই তাই। পরের বছরটা আমার কেরিয়ারে খুব স্পেশাল হতে চলেছে। প্রতিটা ছবিই একে অপরের থেকে আলাদা। সবথেকে চ্যালেঞ্জিং বোধহয় ‘দেবী চৌধুরানি’। ২০২৪-এ আমার সেরা প্রাপ্তি।
ছবিটা থেকে কী কী শিখলেন?
এই ছবিটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। সবথেকে বড় কথা ধৈর্য ধরতে শিখিয়েছে। একটা ভালো কাজের জন্য যে অপেক্ষা করতে হয়, সেটা আরও ভালো করে বুঝলাম। প্রায় দেড়, দু’বছর ধরে ছবিটার পরিকল্পনা করছি আমরা। অনেকটা লম্বা সময় ধরে কাজ হয়েছে। ফলে অনেকে অনেক কথা বলেছেন। ছবিটা হচ্ছে না, হবে না, এসব শুনতে হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত শ্যুটিং করতে পেরেছি।
এসকে মুভিজ থেকেও আপনার চারটে ছবি পরের বছর মুক্তি পাবে?
হ্যাঁ। চারটে ছবির চার রকম গল্প। এটুকু বলতে পারি চাররকম শ্রাবন্তীকে দেখা যাবে। ‘ডিয়ার ডি’র চরিত্রটা আমার মতোই। তাই বেশি কঠিন ছিল। ‘রবীন্দ্র কাব্য রহস্য’ও অন্য ধরনের কাজ। ‘বাবুসোনা’ সম্পূর্ণ কমার্শিয়াল ছবি। নাচ, গান আছে। সত্যি কথা বলতে গেলে এই ধরনের ছবি আমার করতে খুব ভালো লাগে। যেখান থেকে শ্রাবন্তী, আসলে শ্রাবন্তী হয়েছে। আর একটা ছবি ‘আমি আমার মতো’। কমলেশ্বরদার (মুখোপাধ্যায়, পরিচালক) ছবি। ওঁর সঙ্গে কাজ করে খুবই ভালো লেগেছে। অনেক দিন ধরে ইচ্ছে ছিল। উইশ লিস্টে ছিল বলা যায়। সেটা আমি করতে পেরেছি। ‘রবীন্দ্র কাব্য রহস্য’ আর ‘ডিয়ার ডি’ আমরা দু’বছর আগে শ্যুট করেছি। আর বাকিদুটো ২০২৩-এ শ্যুট। রাজর্ষিদার (দে, পরিচালক) ‘ও মন ভ্রমণ’ও সম্ভবত পরের বছর রিলিজ।
ওটা তো বন্ধুত্বের গল্প, ইন্ডাস্ট্রিতে আপনার বন্ধু কে?
ইন্ডাস্ট্রিতে সকলের সঙ্গেই আমার ভালো সম্পর্ক (হাসি)।
কোন প্রজেক্টে কাজ করবেন, সেটা নির্ধারণের জন্য প্রাথমিক ভাবে কী গুরুত্বপূর্ণ?
গল্পটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তারপর চরিত্র। এই দুটো ভালো লাগলে তারপর অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলি।
এত বছর অভিনয় করার পর পরিচালক হতে ইচ্ছে করে?
পরিচালনা করার কথা ভাবিনি। ওটা খুব কঠিন ব্যাপার। ভবিষ্যতে আরও অভিজ্ঞতা হলে হয়তো ভাবব। কিন্তু পরিচালনা করতে গেলে আমাকে এখনও অনেক কিছু শিখতে হবে। যখন পুরোপুরি বুঝতে পারব, একটা ছবি পরিচালনা করার মতো আত্মবিশ্বাস, দক্ষতা আমার তৈরি হয়েছে, তখন ভাবব। হঠকারিতায় কোনও সিদ্ধান্ত নিতে চাই না। আপাতত অভিনয় জীবনটাই আমার ভালো লাগছে।
এই মুহূর্তে টলিউডে কোন জিনিসটা আবার আগের মতো হলে ভালো হয়?
কমার্শিয়াল ছবির ঘরানা আবার ফিরে আসুক, এটা আমি ভীষণ ভাবে চাই। লার্জার দ্যান লাইফ সিনেমা দেখে আমরা দেখে বড় হয়েছি। কমার্শিয়াল ছবির যে বাজার আমরা দেখেছি, তা তো এখন নেই। আবার পুরনো জুটি একসঙ্গে কাজ করুক। সেটা খুব ইচ্ছে করে। আমাদের প্রচুর ভালোবাসার মানুষ রয়েছে, তারাও সেটা চায়। দর্শকরাও সেটা চায়। এন্টারটেনমেন্ট কে না চায়?
রাজনীতিতে আবার ফিরবেন?
এখন একদম রাজনীতি নয়। পুরোপুরি অভিনয়ে মন দিতে চাই। যেটা আমার ব্রেড অ্যান্ড বাটার, যেটা ছোট থেকে ভালোবেসেছি, সেটার মধ্যেই এখন থাকতে চাই।