পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
২০০০ সালে ডোভার লেনের মেধা অন্বেষণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন রোঙ্কিনি গুপ্ত। এবার মূল অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন এই উদীয়মান শিল্পী। রোঙ্কিনির কথায়, ‘জীবনের যেন একটা বৃত্ত সম্পূর্ণ হল। ২০০০ সালে প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছিলাম। ২৫ বছর পর ফিরে আসতে পেরে খুব ভালো লাগছে।’ চার রাতের এই আয়োজনে রোঙ্কিনি ছাড়া কণ্ঠসঙ্গীত পরিবেশন করবেন উলহাস কাশালকর, কলাপিনি কোমকলি, সোহিনী রায়চৌধুরী, সাজন মিশ্র, অঙ্কিতা জোশি, পদ্মিনী রাও, ব্রিজভূষণ গোস্বামী, সন্দীপন সমাজপতি প্রমুখ। যন্ত্রসঙ্গীতে থাকছেন আমান আলি বাঙ্গাস, প্রবীণ গোড়খিন্ডি, অনুপমা ভগবত, বিশ্বমোহন ভাট, তরুণ ভট্টাচার্য, ফিল স্ক্রাফ, জয়ন্তী কুমারেশ, সুজাত খান, সঞ্জয় ঘোষ, অনির্বাণ রায় সহ অন্যান্যরা। এছাড়া শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করবেন বৈদেহী কুলকার্নি, গীতা সিরিশা, সুদীপ চক্রবর্তী।