পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
প্রথমদিন মঞ্চস্থ হয় বৃশ্চিক-এর নাটক ‘ভাত’। নির্দেশনায় ছিলেন তাপস মুখোপাধ্যায়। এরপর পরিবেশিত হয় থিয়েটার পয়েন্টের নাটক ‘আগাছা’, পরিচালনায় ছিলেন রাজা গুহ। এইদিনের শেষ নাটক ছিল সারথি-র ‘অন্তর চিত্রণ’। নির্দেশনায় সমীর সেনগুপ্ত। দ্বিতীয় দিনের নাট্য উৎসবে প্রথম নাটক ছিল মিউনাস নাট্য দলের ‘দূষণ’। নির্দেশনায় উৎসব দাস। পরেরটি মুক্তমণন স্প্রিড-এর নাটক ‘অমানুষ’, পরিচালনায় ছিলেন অমিতাভ চন্দ। উৎসবের শেষ নাটক ছিল চাকদহ কলাকেন্দ্র-র ‘স্টিয়ারিং’, নির্দেশনায় শ্যামল মজুমদার।