কর্মপ্রার্থীদের কর্মলাভ কিছু বিলম্ব হবে। প্রেম-ভালোবাসায় সাফল্য লাভ ঘটবে। বিবাহযোগ আছে। উত্তপ্ত বাক্য বিনিময় থেকে ... বিশদ
সচেতনতার জন্য কিছু গুরুত্বপূর্ণ মূল্যবান পরামর্শ দিলেন বেলভিউ হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অমিতকুমার আগরওয়াল। তিনি বলেন, বেশিরভাগ পুরুষের মধ্যে প্রস্টেট সমস্যা নিয়ে কিছু ভুল ধারণা রয়েছে। তাঁরা মনে করেন প্রস্টেট সমস্যা মানেই অপারেশন করতে হবে, তা না করলে ক্যান্সার হয়ে যাবে। যে কারণে বেশিরভাগ পুরুষই ভয় পেয়ে চিকিৎসকের পরামর্শ নিতে দেরি করেন। প্রথমে এই ধারণাটাকে বদলাতে হবে। শুরু থেকে চিকিৎসকের পরামর্শ নিলে বেশিরভাগ ক্ষেত্রেই ওষুধের দ্বারাই এই সমস্যার সমাধান করা যায়। অপারেশন হচ্ছে একদম শেষ ধাপের চিকিৎসা। যার শতকরা হার অনেক কম। তিনি আরও বলেন, একজন হেলদি পুরুষ যদি তার যৌবনকাল থেকে কোনও নেশা না করেন এবং তিনি যদি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মধ্যে থাকেন, আর দিনে পাঁচ লিটার জলপান করেন, তাহলে তাঁর ক্ষেত্রে প্রস্টেট সমস্যা না হওয়ার সম্ভাবনা প্রায় ৯৯ শতাংশ। সবশেষে ডাঃ আগরওয়াল বলেন, প্রচুর পরিমাণে জল খাওয়ার সঙ্গে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস করাই হল প্রস্টেট স্বাস্থ্য সচেতনতার মূল লক্ষ্য।