নারায়ণা সুপারস্পেশালিটি হাসপাতাল, হাওড়ায় চালু হল পেট সিটি স্ক্যান। সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পোজিট্রন এমিশন টোমোগ্রাফি (পেট) টেস্টে রেডিওট্রেসার নামে এক ধরনের রেডিওঅ্যাক্টিভ পদার্থ, একটি বিশেষ ধরনের ক্যামেরা এবং একটি কম্পিউটারের সাহায্যে শরীরের অঙ্গ বা কোষের কার্যকারিতার মূল্যায়ন করা হয়। ক্যান্সার নির্ণয়ের ক্ষেত্রে এই টেস্ট অত্যন্ত কার্যকরী। এই পরীক্ষার মাধ্যমে প্রাথমিক পর্যায়েই ক্যান্সার ধরা পড়ে যায়। এছাড়া হৃদপিণ্ডের পেশিতে রক্ত চলাচল, হার্ট অ্যাটাকের পরবর্তী সময়ে হার্টের অবস্থা, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন ইত্যাদি সমস্যা নির্ণয় করা যায়। পাশাপাশি টিউমার, স্মৃতিভ্রংশ সহ অন্যান্য মস্তিষ্ক ও সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সমস্যাও এই পরীক্ষায় ধরা পড়ে।
হাসপাতালের ফেসিলিটি ডিরেক্টর শুভাশিস ভট্টাচার্য জানান, ক্যান্সার এবং অন্যান্য জটিল রোগের সঙ্গে লড়াই করতে আমার সর্বতোভাবে প্রস্তুত। এখানে এলে রোগীরা সব ধরনের ক্ষেত্রেই অত্যাধুনিক পরিষেবা পাবেন।