Bartaman Patrika
হ য ব র ল
 

দীপাবলির আনন্দ

মন্দিরের পাশেই বাড়ি
 গ্রামের কালী মন্দিরের পাশেই আমাদের বাড়ি। আমার কাকু কর্মসূত্রে বাইরে থাকেন। কিন্তু কালী পুজোয় সপরিবারে গ্রামে আসেন। তাই দীপাবলি মানেই আমাদের পরিবারের ‘গেট টুগেদার’। খুড়তুতো ভাইবোনকে নিয়ে আমার আনন্দ দ্বিগুণ হয়ে যায়। আমরা ভাইবোনেরা আলো দিয়ে বাড়ি সাজানোর কাজে বড়দের সাহায্য করি। চকমকে আলো দিয়ে গোটা বাড়ি সাজানো হয়। উঠোনে মা-কাকিমা মিলে আলপনা দেন। বাড়ির সদর দরজায় প্রদীপ জ্বালানো হয়। এছাড়াও কিছু রীতিনীতি পালন করা হয়। যেমন— গোয়াল ঘরে গোরুকে বরণ করে শিংয়ে তেল মাখানো হয়। চাষের কাজে ব্যবহৃত লাঙ্গল ও জোয়ালে সিঁদুরের টিপ দেওয়া হয়। ভূতচতুর্দশীর দিন গ্রামের একপ্রান্তে পাটকাঠিতে আগুন জ্বালিয়ে সকলে মিলে ইঞ্জোল-পিঞ্জোল পালন করি। দীপাবলি উপলক্ষ্যে কাকিমা বাড়িতে পিঠে আর লাড্ডু তৈরি করেন। এটাও আমাদের মতো কচিকাঁচাদের কাছে কালী পুজোর একটা আকর্ষণ।
—শচীন মাহাতো, অষ্টম শ্রেণি

আলো দিয়ে বাড়ি সাজাই
 কালী পুজোর দিন দুয়েক আগে থেকেই আমাদের আনন্দ শুরু হয়ে যায়। চলে ভাইফোঁটা পর্যন্ত। পুজোর আগে থেকেই গ্রামবাসীরা নিজেদের ঘর গোছানোর কাজ শুরু করে দেন। গোয়াল পরিষ্কারের কাজও চলে এই সময়। গ্রামে যাঁদের মাটির বাড়ি, তাঁরা নতুন করে মাটি দেন। তার উপর রং করে বিভিন্ন আলপনা দেন। আমাদের বাড়ির আলপনা, মোমবাতি আর প্রদীপের আলোয় সাজানো হয়। মাকে বাড়ি সাজানোর কাজে সাহায্য করি। বাবা ইলেকট্রিক আলোতে বাড়ি সাজান। কালী পুজোর পরের দিন গ্রামে ‘গোরু খুঁটা’ হয়। মাঠের মাঝখানে একটি খুঁটো ভালো করে পোঁতা হয়। তাতে গোরু বেঁধে খেলা দেখানো হয়। সকলে চারদিক দিয়ে গোল হয়ে ঘিরে ধরে এই খেলা দেখেন। এছাড়াও কালী পুজোর মেলাতে মোরগ লড়াই হয়ে থাকে।
—শুভজিৎ গরাই, দশম শ্রেণি

মেলা মানেই মেলবন্ধন
 আমাদের গ্রামের কালী পুজো মানেই মেলা। আর মেলা মানেই বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে মেলবন্ধন। আমাদের ঘোঙ্গা গ্রামে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের বসবাস। নিজের নিজের বিশ্বাসের উপর আস্থা রেখে আমরা একে অপরের উৎসবে শামিল হই। আমার এক বন্ধুর বাড়িতে কালী পুজো হয়। প্রতি বছরই ওদের বাড়িতে যাই। গত বছর বিকেলে পৌঁছে গিয়েছিলাম বন্ধু বাড়ি। বসে বসে পুজোর প্রস্তুতি দেখছিলাম। সেই সময় কাকিমা আমাকে আলপনা দেওয়ার কাজে সাহায্য করার জন্য বলেছিলেন। বিষয়টা আমার খুব ভালো লেগেছিল। আর কালী পুজোতে অবশ্যই মেলাতে যাই। বিভিন্ন দোকান থেকে কেনাকাটা করি। টুকটাক খাওয়াদাওয়াও করি। ফুলঝুরি পোড়াতে আমার খুব ভালো লাগে।
—তামান্না খাতুন, নবম শ্রেণি

আতসবাজির রোশনাই
 দুর্গা পুজো আমাদের গ্রাম থেকে বেশ খানিকটা দূরে হয়। তবে, আমাদের গ্রামে ধুমধাম করে কালী পুজোর আয়োজন করা হয়। তাই আমরা যেখানে, সেখানকার প্রধান উৎসব দীপাবলি। কালী পুজো মানেই আতসবাজির রোশনাই। তবে, কিছু গ্রাম্য আচার-আচরণ মেনে এখানে দীপাবলির আনন্দ উৎসবের আয়োজন করা হয়। এ বছর বাবার সঙ্গে পুরুলিয়া শহরে গিয়ে আতসবাজি কিনে এনেছি। প্রতি বছরই বায়না করি, কিন্তু কোনও না কোনও অজুহাতে বাবা এড়িয়ে যান। এবার আর তা পারেননি। এই প্রথম আমি আতসবাজির মেলা দেখলাম। আমার খুব মজা লেগেছে। তুবড়ি, চরকি, তারাবাজি, ফুলঝুরি মনের সুখে কিনে নিয়ে এসেছি। কালী পুজোর সন্ধেবেলা পাড়ার বন্ধুদের সঙ্গে বাজি পোড়াব। প্রচণ্ড মজা হবে। তবে, বাবা বারবার সাবধান করে বলেছেন, ‘বায়না করেছ, বাজি কিনে দিয়েছি। কিন্তু আগুন ভয়ঙ্কর জিনিস। আর তুমি এখনও যথেষ্ট ছোট। তাই বড়রা কেউ না থাকলে বাজি পোড়াবে না।’ আমিও বাবা-মাকে কথা দিয়েছি, সাবধানে আতসবাজি পোড়াব।
—ললিতা বিশ্বাস, পঞ্চম শ্রেণি

আলোর উৎসব
 অমাবস্যার নিকষ 
অন্ধকারে মা কালীর আরাধনা করা হয়। গ্রাম-বাংলায় কালী পুজোর আলাদা মাহাত্ম্য রয়েছে। আমাদের গ্রামও এর ব্যতিক্রয় নয়। অত্যন্ত নিষ্ঠাভরে আমাদের পাড়ায় মা কালীর আরাধনা করা হয়। কালী পুজো যেহেতু রাতের পুজো, তাই এই পুজোর আলোকসজ্জার একটা আলাদা গুরুত্ব রয়েছে। প্রদীপ ও মোমবাতির আলোর পাশাপাশি বৈদ্যুতিক আলোয় চারদিক ঝলমল করে করে। সেই আলোয় দূরীভূত হয় প্রকৃতির অন্ধকার। মা কালীর কাছে প্রার্থনা করি, তিনি যেন মানুষের মনের অন্ধকারও দূর করেন। দীপাবলি আর বাজি কার্যত সমার্থক। তবে, শব্দবাজি নৈব নৈব চ। শব্দবাজি ফাটালে পরিবেশ দূষণ হয়। তাই শব্দ দূষণ ঠেকাতে আতসবাজি পুড়িয়েই আনন্দ করা উচিত। আমিও তাই করব।
—রানি পান্ডে, নবম শ্রেণি

খুদিবাঁধ উচ্চ বিদ্যালয়, পুরুলিয়া
 পুরুলিয়া জেলার ঘোঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খুদিবাঁধ এলাকা। খুদিবাঁধ উচ্চ বিদ্যালয় একটি কো-এডুকেশন স্কুল। বর্তমান ছাত্রছাত্রী সংখ্যা প্রায় এক হাজার চারশো।
স্বাধীনতার পরেও ঘোঙ্গা গ্রামে সেভাবে শিক্ষা বিস্তারের কাজ হয়নি। ফলে কুসংস্কার ও অন্ধবিশ্বাসে তলিয়ে যাচ্ছিল এই গ্রামের যুব সম্প্রদায়। তাই স্থানীয় বিশিষ্ট মানুষজন গ্রামে একটি স্কুল স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করেন। গ্রামের একাংশ তাঁদের সাহায্যে এগিয়ে আসেন। নাটুয়া গ্রামের বাসিন্দা ছিলেন স্বর্গীয়া বিমলা মাহাতানি। তিনিই স্কুল স্থাপনের জন্য জমি দান করেন। এছাড়া গ্রামবাসীরাও অর্থ সাহায্য করেন। এমনকী, গ্রামের পুকুর থেকে মাছ বিক্রির পর যে লভ্যাংশ থাকত, তার থেকেও কিছুটা এই স্কুলের জন্য ব্যয় করা হয়। বহু মানুষের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টার ফল খুদিবাঁধ উচ্চ বিদ্যালয়। ১৯৬০ সালের ২৩ এপ্রিল এই স্কুলের পথচলা শুরু হয়। প্রথমে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির পঠনপাঠন শুরু হয়। তারপর মেলে অষ্টম শ্রেণি পর্যন্ত অনুমোদন। ১৯৭১ সালে এই স্কুলকে মাধ্যমিক বিদ্যালয়ের স্বীকৃতি দেওয়া হয়। আর বছর দশেক আগে মেলে উচ্চ মাধ্যমিক স্তরে পঠনপাঠনের অনুমোদন।
বর্তমানে এই স্কুলে রয়েছে আইসিটি ল্যাবরেটরি, ভূগোল ল্যাব, গ্রন্থাগার। এছাড়াও প্রজেক্টরের মাধ্যমে পড়ুয়াদের ডিজিটাল ক্লাসও করানো হয়। বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে এবং সুস্থ ও স্বাভাবিক পরিবেশ রক্ষার ক্ষেত্রে পরিচালন সমিতির সদস্য, এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি ও অভিভাবকরা সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ভবিষ্যতেও এই স্কুল সুনামের সঙ্গে এগিয়ে যাবে এই আশা রাখি।
—সোমনাথ কর, প্রধান শিক্ষক
27th  October, 2024
শিশুদের জন্য চাচা নেহরুর চার মন্ত্র

আগামী বৃহস্পতিবার শিশু দিবস। জওহরলাল নেহরুর জন্মদিনে পালিত হয় এই দিনটি। শিশুদের প্রতি তাঁর ভালোবাসার কথা তুলে ধরলেন সন্দীপন বিশ্বাস বিশদ

গ্ল্যাডিয়েটরদের লড়াইয়ের কথা

রোমান সভ্যতায় দেখা মেলে বহু বিখ্যাত যোদ্ধার। তেমনই একজন ছিলেন স্পার্টাকাস। সেইসব সাহসী যোদ্ধাদের লড়াইয়ের গল্প বললেন কালীপদ চক্রবর্তী বিশদ

হরেকরকম হাতের কাজ: মহামঞ্চ

ছোট্ট বন্ধুরা, ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমাদের হাতের কাজ করা শেখাচ্ছেন ডিজাইনার বিদিশা বসু। তাঁর সঙ্গে কথা বললেন কমলিনী চক্রবর্তী। এবারের বিষয় তুলসীর মহামঞ্চ। এমন সব হাতের কাজ শেখানো হচ্ছে, যা কিশোর-কিশোরীরা অনায়াসেই বাড়িতে বসে তৈরি করতে পারবে। বিশদ

ঘূর্ণিঝড় কীভাবে তৈরি হয়?
স্বরূপ কুলভী

এই তো কয়েকদিন আগেই সবার মুখে ছিল একটাই কথা। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’। শেষ পর্যন্ত ও঩ড়িশার উপকূলে আছড়ে পড়েছিল ডানা।
বিশদ

03rd  November, 2024
জুতোর ওপর ভরসা নেই
সঞ্জীবকুমার দে

এটা কেমন বিজ্ঞপ্তি! কাচের পাল্লা ঠেলে ভেতরে প্রবেশের মুখে বড় বড় অক্ষরে লেখা স্টিকার দেখে মনে একটা বড় রকমের ধাক্কা খেলেন বটুবাবু।
বিশদ

03rd  November, 2024
আশ্চর্য দুই ডাকঘর
শান্তনু দত্ত

ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ডাকঘরে গিয়েছ। দূরে কোথাও চিঠি অথবা জিনিস পাঠানো কিংবা টাকা জমা দেওয়া বা তোলা—  কতরকম কাজ হয় সেখানে।
বিশদ

03rd  November, 2024
হরেক রকম হাতের কাজ: বোতলে পাটের নকশা
 

ছোট্ট বন্ধুরা, ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমাদের হাতের কাজ করা শেখাচ্ছেন ডিজাইনার বিদিশা বসু। তাঁর সঙ্গে কথা বললেন কমলিনী চক্রবর্তী। বিশদ

27th  October, 2024
রঘু ডাকাত
অরিন্দম ঘোষ

অষ্টাদশ শতাব্দীতে বাংলার কুখ্যাত নাম ছিল রঘু ডাকাত। সে ও তার দলবল এতটাই ভয়ানক ছিল যে, তাদের নাম শুনলে থরহরিকম্প হয়ে উঠত থানার দারোগাবাবু থেকে জমিদার সকলেই। তার ভাই ছিল বিধুভূষণ ঘোষ ওরফে বুধো ডাকাত। বিশদ

27th  October, 2024
সোনার কেল্লা ৫০

১৯৭৪ সালে মুক্তি পায় সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লা’। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এই ছবি মাইলস্টোন। পঞ্চাশ বছর আগের শ্যুটিংয়ের স্মৃতিচারণা করলেন ছবির ‘তোপসে’ সিদ্ধার্থ চট্টোপাধ্যায় ও ‘মুকুল’ কুশল চক্রবর্তী এবং পরিচালক-পুত্র সন্দীপ রায়। বিশদ

20th  October, 2024
কীভাবে আবিষ্কার হল স্টেথোস্কোপ
স্বরূপ কুলভী

সাদা অ্যাপ্রন। গলায় বা হাতে স্টেথোস্কোপ। তা দেখেই বোঝা যায় মানুষটি ডাক্তার। স্টেথোস্কোপের একপ্রান্ত গোলাকার। আর অন্য প্রান্ত দু’ভাগে বিভক্ত। ওই বিভক্ত প্রান্তটির দু’টি মাথা কানে দিয়ে রোগীর হৃদস্পন্দন শোনেন চিকিৎসকরা। বিশদ

20th  October, 2024
দুগ্গা এল ঘরে

 আকাশে পেঁজা তুলোর মতো মেঘের আনাগোনা। ভোরের বাতাসে শিউলি ফুলের সুমিষ্ট সুঘ্রাণ। আর হাওয়ার দাপটে কাশফুলের এলোমেলো দুলুনি। এর মধ্যেই প্যান্ডেল বাঁধার তোড়জোড়— ঠুকঠাক শব্দ কানে এলেই মনে হয় পুজো এসে গেল। বিশদ

06th  October, 2024
কোন প্রাণীর কামড়ের জোর সবচেয়ে বেশি?
স্বরূপ কুলভী

মহালয়ার দিন মামাবাড়ি এসেছে তিতাস। পাশেই কুমোরপাড়া। সেখানে দুগ্গা ঠাকুর তৈরির সে কী ব্যস্ততা। বিকেলে মামাতো দাদা বিলুর সঙ্গে গিয়ে দেখে এসেছে সে। ফিরে এসেই দু’জনের মহা তর্ক শুরু হয়েছে। সিংহ না বাঘ— কার কামড়ে শক্তি সবচেয়ে বেশি, তা নিয়েই চলছে তর্ক। বিশদ

06th  October, 2024
পরোপকারী
প্রদীপ আচার্য 

ঝিমধরা স্টেশনে এই লাস্ট ট্রেন থেকে নামল হাতেগোনা ক’জন প্যাসেঞ্জার। তারা ছুটল বাস আর অটো ধরার জন্য। বিভূতিবাবু গুছিয়ে বসলেন। একজন গায়ে পড়ে আলাপ করলেন বিভূতিবাবুর সঙ্গে। ‘আপনি যাবেন না? এরপর আর বাস, অটো কিছুই পাবেন না।’ বিভূতিবাবু বললেন, ‘আমার অফিসের জিপ আসবে।’  বিশদ

29th  September, 2024
চাঁদের মানচিত্র
উৎপল অধিকারী

চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। মানুষের কাছে চির কৌতূহলের বিষয় এই চাঁদ। কোথায় চাঁদের বুড়ি চরকা কাটে, তা জানার আগ্রহ ছোট থেকে বুড়ো সবার। চাঁদের মাটি বিশদ

29th  September, 2024
একনজরে
জেলা তৃণমূল সভাপতি পদে বদল হতে পারে। তেমন সম্ভাবনার অআঁচ করে শক্তি বাড়াতে চেষ্টা করছে বিপ্লব মিত্রের বিরোধী গোষ্ঠী। জেলার রাজনীতিতে ‘ত্রিশক্তি’ বলে পরিচিত মৃণাল সরকার, গৌতম দাস ও অম্বরীশ সরকারকে দুর্গাপুজোর সময় থেকেই বিভিন্ন মঞ্চে একছাতার তলায় দেখা যাচ্ছে। ...

বেলদা থানার নেকুড়সেনী স্টেশনে কয়লাবোঝাই একটি মালগাড়িতে আগুন ধরে যাওয়ায় আতঙ্ক ছড়াল। খড়্গপুর থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, শনিবার দুপুরে খড়্গপুর থেকে ওড়িশার দিকে যাওয়ার সময় বেলদা স্টেশনের কাছে রেলকর্মীরা কয়লাবোঝাই মালগাড়ির একটি বগিতে ধোঁয়া ...

শেষ বাঁশি বাজতেই ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁর চোখেমুখে স্বস্তি। সঙ্গে সঙ্গে মাঠে দৌড়ে গিয়ে ফুটবলারদের জড়িয়ে ধরলেন তিনি। তারপর নিজেদের মধ্যে বৃত্ত তৈরি করে ...

ফের ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ। শনিবারের সকালে জোরালো আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে ওঠে প্রাদেশিক রাজধানী কোয়েটার রেল স্টেশন চত্বর। ঘটনায় কমপক্ষে ২৭ জনের ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উকিল ও ডাক্তারদের কর্মব্যস্ততা বাড়বে। পত্নী/পতির স্বাস্থ্য আকস্মিক ভোগাতে পারে। মানসিক অস্থিরভাব। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৪৮৩ - জার্মান সন্ন্যাসী ও পুরোহিত প্রোটেস্ট্যান্ট সংস্কার নেতা মার্টিন লুথারের জন্ম
১৪৯৩ - ক্রিস্টোফার কলম্বাস দ্বিতীয় সমুদ্রযাত্রায় অ্যান্টিগুয়া আবিষ্কার করেন
১৬৫৯ - ইষ্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুরের কর্তৃত্ব গ্রহণ করে
১৮২২ - বাংলা ভাষায় বিজ্ঞান গ্রন্থ রচনার পথিকৃৎ উইলিয়াম কেরির পুত্র ফেলিঙ্ কেরির মৃত্যু
১৮৪৮ - ভারতের জাতীয়তাবাদী রাজনীতিবিদ রাষ্ট্রগুরু স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৮৮৮ - ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদের জন্ম
১৯০৭ -  অভিনেতা হরিধন মুখোপাধ্যায়ের জন্ম
১৯০৮ - বিপ্লবী কানাইলাল দত্তের ফাঁসি কার্যকর হয়
১৯১৮ - প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি
১৯৫৪ - কবি ও সাহিত্যিক জয় গোস্বামীর জন্ম
১৯৫৫ – চলচ্চিত্র ও টেলিভিশন পরিচালক রাজা সেনের জন্ম
১৯৬৭ – অভিনেতা আশুতোষ রানার জন্ম
১৯৮২ - পৃথিবীতে ১৯১০ সালের পর আবার হ্যালির ধূমকেতু দেখা গেল
১৯৯১ - আন্তর্জাতিক ক্রিকেট থেকে একুশে বছরের নির্বাসন শেষে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল আবার আন্তর্জাতিক খেলায় অংশ নেয় কলকাতার ইডেনে ভারতের বিরুদ্ধে
২০০৯ – অভিনেত্রী তথা ফ্যাশন ডিজাইনার সিম্পল কাপাডিয়ার মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.৫৩ টাকা ৮৫.২৭ টাকা
পাউন্ড ১০৭.৬২ টাকা ১১১.৪০ টাকা
ইউরো ৮৯.৩৬ টাকা ৯২.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
09th  November, 2024
পাকা সোনা (১০ গ্রাম) ৭৭,৬০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৮,০০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৪,১৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯১,৬০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯১,৭০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৩ কার্তিক, ১৪৩১, শনিবার, ৯ নভেম্বর ২০২৪। অষ্টমী ৪২/২৩ রাত্রি ১০/৪৬। শ্রবণা নক্ষত্র ১৪/৫৮ দিবা ১১/৪৮। সূর্যোদয় ৫/৪৯/২৭, সূর্যাস্ত ৪/৫১/৩২। অমৃতযোগ প্রাতঃ ৬/৩৪ মধ্যে পুনঃ ৭/১৮ গতে ৯/৩০ মধ্যে পুনঃ ১১/৪২ গতে ২/৩৮ মধ্যে পুনঃ ৩/২২ গতে অস্তাবধি। রাত্রি ১২/৩৯ গতে ২/২২ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ২/২২ গতে ৩/১৪ মধ্যে। বারবেলা ৭/১২ মধ্যে পুনঃ ১২/৪৩ গতে ২/৬ মধ্যে পুনঃ ৩/২৯ গতে অস্তাবধি। কালরাত্রি ৬/২৯ মধ্যে পুনঃ ৪/১২ গতে উদয়াবধি। 
২৩ কার্তিক, ১৪৩১, শনিবার, ৯ নভেম্বর ২০২৪। অষ্টমী রাত্রি ৬/২২। শ্রবণা নক্ষত্র দিবা ৮/৪৪। সূর্যোদয় ৫/৫০, সূর্যাস্ত ৪/৫২। অমৃতযোগ দিবা ৬/৪৮ মধ্যে ও ৭/৩১ গতে ৯/৩৯ মধ্যে ও ১১/৪৮ গতে ২/৩৯ মধ্যে ও ৩/২১ গতে ৪/৫২ মধ্যে এবং রাত্রি ১২/৪৬ গতে ২/৩৩ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ২/৩৩ গতে ৩/২৬ মধ্যে। কালবেলা ৭/১৩ মধ্যে ও ১২/৪৪ গতে ২/৭ মধ্যে ও ৩/৩০ গতে ৪/৫২ মধ্যে। কালরাত্রি ৬/৩০ মধ্যে ও ৪/১৩ গতে ৫/৫১ মধ্যে। 
৬ জমাদিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
দ্বিতীয় টি২০: ভারতকে ৩ উইকেটে হারাল দঃ আফ্রিকা

11:12:00 PM

নয়ডায় ইলেকট্রিক টাওয়ারের উপর উঠে নাচ এক ব্যক্তির, চক্ষু চড়কগাছ পুলিসের
রবিবার দুপুরে নয়ডা সেক্টর ৭৬-এ তাজ্জব কাণ্ড। একটি ইলেকট্রিক টাওয়ারের ...বিশদ

10:57:46 PM

ভুয়ো বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে কলকাতা বিমান বন্দর থেকে আটক ১

10:57:00 PM

দ্বিতীয় টি২০: ৭ রানে আউট আন্দিলে, দঃ আফ্রিকা ৮৬/৭ (১৫.৪ ওভার), টার্গেট - ১২৫

10:53:00 PM

দ্বিতীয় টি২০: ০ রানে আউট মিলার, দঃ আফ্রিকা ৬৬/৬ (১২.২ ওভার), টার্গেট - ১২৫

10:33:00 PM

দ্বিতীয় টি২০: ২ রানে আউট ক্লাসেন, দঃ আফ্রিকা ৬৬/৫ (১২.১ ওভার), টার্গেট - ১২৫

10:31:00 PM