প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
আগামী ২১ অক্টোবর থেকে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে শুরু হচ্ছে ‘চমক ভরা ধনতেরস’। এই অফার চলবে ২ নভেম্বর পর্যন্ত। ১৩ দিন ধরে চলা এই বিশেষ ‘চমক ভরা ধনতেরস’-এ থাকছে এমনই কিছু বিশেষ ধরনের গয়নার সম্ভার। সম্প্রতি এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ‘চমক ভরা ধনতেরস’-এর ১৯তম বর্ষে ‘ধনতেরস ড্যাজেল’ কালেকশনের উন্মোচন করেন সংস্থার দুই ডিরেক্টর অর্পিতা ও রূপক সাহা । এছাড়া এর সঙ্গে রয়েছে বিভিন্ন অফার। গয়নার সম্ভারের মধ্যে রয়েছে হাতে তৈরি সোনা ও হীরের গয়না, ঐতিহ্যপূর্ণ এবং হালফিলের আধুনিক ডিজাইনের বিয়ের গয়না। সাধ্যের মধ্যে হীরের গয়না, সংস্থার নিজস্ব ডিজাইনার কালেকশন ও গ্রহরত্নের সম্ভারও পাবেন এই প্রদর্শনীতে। এই মরশুমে এখানে কেনাকাটা করলে সোনার গয়নার ক্ষেত্রে প্রতি গ্রামে পাবেন ৪১০ টাকা ছাড়। হীরের গয়না তৈরির মজুরিতে থাকছে ১০০ শতাংশ ছাড়। এছাড়াও প্রতিদিন লাকি ড্র-এ থাকছে স্বর্ণমুদ্রা। মেগা ড্র-এ থাকছে ৩টি স্কুটি জেতার সুযোগ। শারদীয়া স্বর্ণসম্ভার ও চমকভরা ধনতেরস মিলিয়ে যৌথভাবে এই পুরস্কার দেওয়া হবে। এছাড়াও অন্যান্য সুযোগ, পরিষেবা এবং গয়না কেনার জন্য বিশেষ ডিসকাউন্ট স্কিম ‘সোনায় সোহাগা’ অফারও পাবেন এই সময়। পুরনো সোনার গয়না বদল করে নতুন গয়না কেনার সুবিধা, সোনা ও রুপোর কয়েন, রুপোর বাসনপত্র ও রুপোর তৈরি পুজোর সামগ্রীও মিলবে। ধনতেরসের অফারটি পাবেন শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর ত্রিপুরা (আগরতলা, ধর্মনগর ও উদয়পুর) এবং কলকাতার সব (গড়িয়াহাট, বেহালা ও বারাসাত) শোরুমে।
ঊষা নিয়ে এল তিনটি নতুন ওয়াটার হিটার
হেমন্ত পড়তে আর বেশি দেরি নেই। শীতের হিমেল বাতাসের ছোঁয়াচ অনুভূত হয় হেমন্ত চুপিসাড়ে এসে পড়লেই। এই সময় থেকেই গৃহস্থ বাড়িতে গরম জলের চাহিদা বাড়ে। তাই ঊষা নিয়ে এল নতুন মডেলের ওয়াটার হিটার ‘ঊষা অ্যাকোয়া হরাইজন’, ‘ঊষা সিলান্ড্রা’ ও ‘ঊষা অ্যাকোয়েরা স্মার্ট ওয়াটার হিটার’। ৩১০ মিলিমিটার ব্যাসযুক্ত ‘ঊষা অ্যাকোয়া হরাইজন’ ওয়াটার হিটারটি উন্নত প্রযুক্তিসম্পন্ন। উচ্চ ক্ষমতাযুক্ত থার্মোস্ট্যাট ও থার্মাল কাট আউট মিলবে এটিতে। ২০০ ওয়াটের বিদ্যুৎক্ষমতা রয়েছে এই হিটারে। যে মুহূর্তে এর উষ্ণতার মাত্রা ছাড়িয়ে যাওয়ার উপক্রম হবে, তখনই এর মাল্টিফাংশন সেফটি ভালভ অতিরিক্ত চাপ বের করে দেবে। প্রয়োজনে ব্যাক ফ্লো আটকে দিতেও পারে এই ভালভগুলি। নিরাপত্তার প্রয়োজনে অতিরিক্ত জল নিষ্কাশনের ব্যবস্থাও রয়েছে এতে। দাম পড়বে ১৫,৯৯০ টাকা। ঊষা সিলান্ড্রা প্রস্তুত করা হয়েছে বহুতল আবাসনে বসবাসকারীদের কথা মাথায় রেখে। ৩কেডব্লিউ কপার হিটিং এলিমেন্ট খুব দ্রুত জল গরম করবে ও ঠান্ডা হবে খুব ধীরে। উন্নত মানের স্মার্ট অ্যাপ্লায়েন্সের সবরকম গুণই এতে পাবেন। এর মূল ট্যাঙ্কটি গ্লাসলাইন পাউডারের আস্তরণযুক্ত। এতেও পাবেন মাল্টি ভালভ সুরক্ষা। দাম পড়বে ১৭,২৯০ টাকা। ‘ঊষা অ্যাকোয়েরা স্মার্ট ওয়াটার হিটার’-এ পাবেন পরিবেশবান্ধব ব্যবস্থা। জীবাণুনাশকারী প্রক্রিয়াও এই হিটারে ইনবিল্ট থাকে। ৮০ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণতায় জলকে জীবাণুমুক্ত করার ক্ষমতা থাকে এটি। এতেও পাবেন মাল্টি ফাংশন সেফটি ভালভ। ১৫ ও ২০ লিটারের দু’টি মডেল পাবেন। দাম পড়বে যথাক্রমে ২০,৯৯০ টাকা ও ২২,৯৯০ টাকা।
শহরে শুরু গ্রাফিক্স প্রিন্টমেকিং উইথ পেন্টিং
গ্রাফিক্স প্রিন্টমেকিং যদি তুলি রং ও মনের নির্যাসে ডুবে থাকে তাহলে সেই চিত্রকলায় আসে স্বাতন্ত্র্যের ভাষা। এমনই নানা ছবিতে আজ, ১৯ অক্টোবর থেকে সেজে উঠছে গগনেন্দ্র শিল্প প্রদর্শশালা। শিল্পী কার্তিক কামিলার নানাবিধ গ্রাফিক্স প্রিন্টমেকিং উইথ পেন্টিং বা গ্রাফিক্স চিত্রকলা সাজিয়েছেন প্রদর্শনীর কিউরেটর অরূপ চট্টোপাধ্যায়। বিকেল ৫টায় প্রদর্শনীটি উদ্বোধন করবেন বিশিষ্ট শিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়। আগামী ২২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত চলবে প্রদর্শনী।