Bartaman Patrika
বিকিকিনি
 

সাতপুরায় সাতকাহন

জঙ্গলের নীরবতা সুন্দর উপভোগ করা যায় এখানে। মধ্যপ্রদেশের এই অরণ্যের দিনরাত্রির মাধুর্য অন্যরকম।
 
সাতপুরা ব্যাঘ্র সংরক্ষণ অরণ্য ভারতের অন্যতম পুরনো জঙ্গল। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ একদিন আমার এক বাল্যবন্ধুর পোস্ট দেখে অভিভূত হয়ে যাই। তখনই স্থির করি যেতেই হবে। ভাবনা অনুযায়ী বসন্তের এক ফুরফুরে সকালে সাতপুরার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। মধ্যপ্রদেশের এই অরণ্যে ট্রেন বা প্লেনে সরাসরি যাওয়া যায় না। ভেঙে যাত্রা করতে হয়। আমরা বিমানে নাগপুর পৌঁছে রাত্রিবাস করলাম সেখানেই। পরের দিন সকালে হোটেলে প্রাতরাশ সেরে ১৭৮ কিমি দূরে সাতপুরা অভয়ারণ্যের দিকে রওনা হলাম। 
তাপমাত্রার পারদ বাড়তে শুরু করেছে। সুতরাং বার দুয়েক গাড়ি থামিয়ে, চায়ের বদলে লস্যি খেয়ে, প্রায় ঘণ্টা চারেক পরে সাতপুরার ‘গৌডিসা’ রিসর্টে পৌঁছলাম। সুন্দর সবুজের সমাহার। সবচেয়ে উল্লেখযোগ্য রিসর্টটির গা ঘেঁষে সাতপুরার প্রাণ ‘দেওনা’ নদীর বয়ে চলা। জঙ্গলে প্রবেশ না করে এখানেও কয়েকটা দিন অনায়াসে কাটানো যায়!
রিসর্টে পৌঁছে জানা গেল, নদীবক্ষে সাফারি সম্ভব। তখনও সূর্য অস্ত যেতে বেশ বাকি। তাই আর দেরি না করে টিকিট কেটে ফেরি বোটে উঠে পড়লাম। জানা গেল, কপাল যদি গোপাল হয়, তাহলে ব্যাঘ্র দর্শনও সম্ভব! নদীর জলে প্রচুর কুমিরের বাস। যাদের কয়েকজনের দেখা মিলল ডাঙার উপরে। দেখতে দেখতে বিকেল পড়ন্ত হল। নদীর জলে রক্তিম আভা। পাখির কূজন স্তিমিত হয়ে এল। জঙ্গলের বাসিন্দা হরিণ, বাঁদর, শূকরের দল ধীর পায়ে নদীতে নেমে জল খেয়ে ফিরে গেল নিজ নিজ আস্তানায়।
পরের দিন সকালে আলো ফোটার আগেই আমরা পৌঁছে গেলাম নদীর ধারে। জঙ্গলে প্রবেশ বা সাফারির জন্য নদী পেরতেই হবে। ফেরি বোট সবসময় প্রস্তুত থাকে। অনলাইনে বুকিং-এ আমাদের পাঁচটা সাফারি আগেই বুক করা ছিল। গলুবাবু যথেষ্ট পরিচিত ও দক্ষ গাইড। নদী পেরনোর সময়ই সূর্যমামা উঠে পড়ছে। নদীতে সোনালি আভা, পাখির বিভিন্ন স্বরে ও সুরে গান, বাঁদরের দলের হুপহাপ শুরু। রাত্রির অন্ধকার কাটিয়ে জঙ্গলে প্রাণ ফিরে এল।
এই জঙ্গলে পর্যটকের ভিড় কম। সারাদিন গোটা পনেরোটা গাড়ি ঢোকে। তাই জঙ্গলের নীরবতা সুন্দর উপভোগ করা যায়। আমাদের জিপ কিছুদূর এগতেই হঠাৎ একটি অপ্রাপ্তবয়স্ক বাঘিনীর দেখা মিলল। সবুজ ঘাসের উপত্যকায় হেঁটে বেড়াচ্ছে আর করুণ সুরে কাকে যেন ডাকছে। ব্যাঘ্রজীবনের নিয়ম অনুযায়ী, তার মা তাকে ও তার ভাইকে সদ্য পরিত্যাগ করেছে। তাদের এখন স্বাধীন জীবনে অভ্যস্ত হতে হবে। এখন ভাই-বোন তাই জোট বেঁধে রয়েছে। জানা গেল, বাঘিনী তার ভাইকে খুঁজে পাচ্ছে না। সুতরাং সে কেঁদে কেঁদে ভাইয়ের অনুসন্ধানই করে চলেছে। আমরাও তাকে অনুসরণ করে চলেছি। জীবনে বহুবার বহু জঙ্গলে বাঘ দেখার অভিজ্ঞতা হয়েছে। তবুও প্রতিবারই এক আলাদা চমক, আলাদা শিহরন অনুভব করি। এই সময়, হঠাৎ গাছের আড়াল থেকে একটি প্রকাণ্ড বাঘ ঝাঁপিয়ে পড়ল বাঘিনীর ওপর। বোঝা গেল, ইনি হচ্ছেন বাঘিনীর হারিয়ে যাওয়া ভাই। তারা কিছুক্ষণ নিজেদের মধ্যে খুনসুটি করে বনের ভিতর অদৃশ্য হয়ে গেল। তাদের আর দেখা মিলল না।
বাঘহীন জঙ্গল বড় শান্ত। বিশাল গাছের তলায় বাঁদরের বিরাট পরিবারে সাংসারিক আলোচনা চলছে। ইন্ডিয়ান গাউড়ের দল মনের সুখে ঘাস খেয়ে চলেছে। ময়ূর গাছের ডালে নিশ্চিন্তে একটু দিবানিদ্রা দিয়ে নিচ্ছে। কোথাও দুষ্টু খরগোশ মুখ বাড়িয়ে জঙ্গলের খবরাখবর নিয়েই গর্তে পালাচ্ছে। জায়ান্ট স্কুইরেল খাওয়ায় এত মশগুল যে উপরে টাওহি ঈগল ওত পেতেছে সেকথা টেরই পেল না। 
দুপুরে রিসর্টে ফিরে এসে খানিক বিশ্রাম ও খাওয়াদাওয়া সেরেই আবার দুপুরে সাফারি। সাতপুরার জঙ্গলে রাতের সাফারিও হয়। বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। শুরুতে ভাগ্য বিশেষ সুপ্রসন্ন ছিল না। জঙ্গলের এদিক-ওদিক ঘুরে বেরিয়ে মুগ্ধ হয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। একটা প্রকাণ্ড বটের ছায়ায় জিপ দাঁড় করিয়ে একটু দিবানিদ্রার উপক্রম  হয়েছিল, ঠিক তখনই একটা ‘কল’ (বাঘের উপস্থিতি জানান দেওয়ার সংকেত) শোনা গেল। মানে বাঁদরের ‘সাবধানী চিৎকার’ আসন্ন বিপদ সম্পর্কে। তৎক্ষণাৎ আমাদের গাইড গলু গাড়ি দৌড় করালেন। কিছু দূরে যেতেই ছোট একটি বাচ্চা লেপার্ড দেখা গেল। সে নিশ্চয়ই মায়ের কথার অবাধ্য হয়ে বেরিয়ে পড়েছিল। সঙ্গে সঙ্গে তার মা রক্ষণাত্মক ভঙ্গিতে বেরিয়ে, সটান বাচ্চা নিয়ে টিলার উপরে দৌড়ল। অবাক হয়ে দেখতে থাকলাম, পশু হোক বা মানুষ, মা তো মা-ই!
আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে এল। চারপাশে স্তব্ধ। সূর্য অস্তমিত, মিলিয়ে যাওয়া দিনের আলোয় জঙ্গলের কী অপূর্ব রূপ! দেখতে দেখতে কালো আকাশে কখন একফালি চাঁদ দেখা দিল। স্নিগ্ধ আলোয়, একটা জলাশয়ের ধারে জিপ দাঁড় করিয়ে রিসর্ট থেকে ফ্লাস্কে করে দেওয়া গরম কফি খেতে খেতে কোন এক নিস্তব্ধ নির্জন জগতে প্রবেশ করে ফেলেছিলাম। হঠাৎ দূরে ময়ূরের আর্তনাদে যেন ঘুম ভাঙল। তবে কি কেউ নিঃশব্দে শিকারে বেরিয়েছে? যাকে অন্য কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু সে সবাইকে দেখছে! যাই হোক, নাইট সাফারিতে আমরা বিশেষ কিছু দেখতে পাইনি। কিন্তু রাত্রির অন্ধকারে অপার্থিব জঙ্গলের রূপ প্রত্যক্ষ করার অভিজ্ঞতা আজীবন মনে থাকবে। এরপর পরপর তিনটি সফরে বাঘ আর দেখা যায়নি। মনটা একটু বিষণ্ণ। সেদিন শেষ সাফারি সকাল থেকে অনেক ঘোরাঘুরির পর স্থির হল প্রাতরাশ করে ফিরে যাওয়া। জঙ্গলের মধ্যে নির্দিষ্ট প্রাতরাশ করার জায়গা থেকে ফিরে আসার সময়, খুব কাছ থেকে একটা গর্জন শোনা গেল। গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গেই অদূরেই দেখা মিলল বৃহদাকার সেই ভাইজানের! এখানকার বাঘেদের প্রকাণ্ড চেহারার অন্যতম কারণ এরা প্রধানত ইন্ডিয়ান গাউর শিকার করে খায়। সে প্রকাণ্ড বাঘ গর্জন করতে করতে আমাদের দিকেই অগ্রসর হতে লাগল। তার চাহনি আর চলনে হৃদস্পন্দন স্থির হওয়ার উপক্রম। ঠিক তখনই তার বাঘিনী বোন আহ্লাদ করে ভাইকে জড়িয়ে ধরে, মাঝ রাস্তায় খেলা শুরু করুল। হঠাৎ তারা চুপ করে গিয়ে আমাদের জিপের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমরাও হতবাক হয়ে গেলাম। তখন গলু বলল ওরা আসলে জিপের ঠিক পেছনে একদল গাউর ঘাস খাচ্ছে সেই দিকেই তাকিয়ে আছে।  শিকার সামনে, অন্য কোনওদিকে মন দেওয়ার সময় নেই। কিছুক্ষণ পর বড়ভাই যেন বোনকে বলল, ‘চল, আমরা বনের ভিতর যাই। এখন তো আর মা নেই। নিজেদের খাবার নিজেদেরই জোগাড় করতে হবে।’ শিকারের উদ্দেশ্যেই দুই ভাই-বোন গভীর জঙ্গলে মিলিয়ে গেল। সাতপুরা জঙ্গলের বাঘ ‘ভাই-বোনের’ মধুর স্মৃতি নিয়ে ঘরে ফিরলাম আমরা। অপেক্ষায় আছি আবার জঙ্গলের ডাকে সাড়া দেব বলে।
সুদেষ্ণা বাগচী 
ছবি: তীর্থঙ্কর দাস
05th  October, 2024
টুকরো খবর 

প্রাক দীপাবলিতে ধনতেরস উপলক্ষ্যে সেজে উঠেছে চন্দ্র অ্যান্ড সন্সও। সোনার দাম বেড়েছে গত কয়েক বছরে অনেকটাই। তবু মধ্যবিত্তের বাজেটের কথা মাথায় রেখে হাল্কা গয়না থেকে ভারী গয়নার নানা সম্ভার মিলবে এখানে। বিশদ

26th  October, 2024
ছন্দে ফিরুক শরীর ও মন

অর্ধেক মাস উৎসবে কেটে গেল। অনেক উৎসবের আয়োজন এখনও বাকি। তবু তারই মাঝে কাজে ফিরছি আমরা ক্রমশ। আর কাজে ফেরা মানেই নিজের অনিয়মিত জীবনকে নিয়মের রুটিনে বেঁধে ফেলা। পুজোর দেদার মজার পর কাজে ফিরতে মোটে চায় না মন। তখন কী করবেন? মনোবিদ রোহিত মেহতা জানালেন উৎসব শেষ হলেই মনকে একটু একটু করে ট্রেন করতে হবে। তার কয়েকটা উপায় আছে।  বিশদ

19th  October, 2024
তিনচুলের গহন নির্জনে

পাহাড়ি গ্রাম ও সেখানকার দিনযাপনের আমেজই আলাদা। সূর্যোদয় থেকে সূর্যাস্ত যেন এক নিটোল গল্প। তেমনই এক নিস্তরঙ্গ গ্রাম তিনচুলে। বিশদ

19th  October, 2024
শহরে শুরু গ্রাফিক্স প্রিন্টমেকিং উইথ পেন্টিং

আগামী ২১ অক্টোবর থেকে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে শুরু হচ্ছে ‘চমক ভরা ধনতেরস’। এই অফার চলবে ২ নভেম্বর পর্যন্ত। ১৩ দিন ধরে চলা এই বিশেষ ‘চমক ভরা ধনতেরস’-এ থাকছে এমনই কিছু বিশেষ ধরনের গয়নার সম্ভার। বিশদ

19th  October, 2024
সেনেস থেকে ব্যাগ, হীরে, সুগন্ধি

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর নতুন উদ্যোগ— ‘সেনেস’। বিলাসবহুল পণ্যের দুনিয়ায় এই ব্র্যান্ড তৈরি করতে চায় এক ব্যতিক্রমী পরিচয়। সংস্থার ডিরেক্টর এবং বিপণন ও ডিজাইন বিভাগের প্রধান জয়িতা সেন বিষয়টি ব্যাখ্যা করলেন বিশদে। বিশদ

05th  October, 2024
উৎসবের আমেজে ঘরের সাজ

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দোরগোড়ায়। এই সময় নিজের সঙ্গে আপন ঘরটিকেও সাফসুতরো করে সাজিয়ে তুলতে হয়। কোন ঘর কীভাবে সাজিয়ে তুলবেন? রইল হদিশ। বিশদ

05th  October, 2024
 টুকরো  খবর

পুজোর মরশুমে অফার চলছে আর চৌধুরী অ্যান্ড সন্স, বউবাজারের বিপণিতে। সংস্থার দুই কর্ণধার শ্রীপর্ণা চৌধুরী ও অপর্ণা দত্ত জানালেন, এই অফারে ২২ ক্যারেটের নতুন সব সোনার গয়নাই হলমার্কযুক্ত। বিশদ

05th  October, 2024
সাহাবাবুর আদি ঢাকেশ্বরী-তে পুজোর শাড়ি

পুজোর মরশুমে পসরা সাজিয়ে সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা বস্ত্রপ্রতিষ্ঠান ‘সাহাবাবুর আদি ঢাকেশ্বরী প্রাইভেট লিমিটেড।’ প্রায় ১৪৭ বছরের পুরনো এই দোকানকে এগিয়ে নিয়ে চলেছেন কর্ণধার নিতাই সাহা ও তাঁর ভাই। তাঁদের সহযোগী নিতাইবাবুর পুত্র এবং দুই ভ্রাতুষ্পুত্র। বিশদ

28th  September, 2024
শহরে শুরু গরভি গুরজরি

গুজরাতি শিল্প ও পোশাক দিয়ে সেজে উঠেছে গড়িয়াহাট রোডের কল্যাণ জুয়েলার্সের কাছে সেনবাটি হল। এখানেই শুরু হয়েছে প্রদর্শনী ‘গরভি গুরজরি’। হ্যান্ডলুম ও হ্যান্ডক্রাফটের বিভিন্ন সামগ্রী পাবেন এখানে। বিশদ

28th  September, 2024
সুচিত্রা মিত্র স্মরণে: শ্যাম সুন্দর কোং জুয়েলার্স

বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্রর জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানাল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। সহযোগিতায় রয়েছে পূরবী। গত ১৬ সেপ্টেম্বর শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের গড়িয়াহাট শাখায় এই কিংবদন্তি শিল্পীর স্মৃতিতে প্রথম স্বর্ণমুদ্রা প্রকাশ করা হয়। বিশদ

28th  September, 2024
দক্ষিণ আমেরিকার কিতো

আগ্নেয়গিরি, বরফে ঢাকা পাহাড় চূড়া, ঘন জঙ্গল আর নাম না জানা রঙিন পাখির কলরব। দক্ষিণ আমেরিকার কিতোয় গেলে মন ভরে যাবে অজানাকে জানার আনন্দে। বিশদ

21st  September, 2024
পুজোর শপিং

পুজোর কেনাকাটা অনেকে সবে শুরু করলেন, কারও আবার শেষের পথে। কেউ হয়তো লিস্ট তৈরি করে খোঁজ নিচ্ছেন কোথায় কেমন জিনিস মিলবে। সকলের জন্যই রইল বিভিন্ন বিপণির খোঁজখবর। বিশদ

21st  September, 2024
 টুকরো  খবর

নারীকেন্দ্রিক প্রতিষ্ঠান রঁদেভু-র উদ্যোগে সম্প্রতি আয়োজিত হয়েছিল ‘অক্ষরা ২০২৪ ফ্যাশন শো’। চার প্রতিষ্ঠাতা সদস্য অদিতি, দেবযানী, রুবিনা এবং শিখা ছিলেন এই আয়োজনে। শাড়ি ও কাফতান নিয়ে তাঁরা নিজেরাও নানা কাজ করেন। বিশদ

21st  September, 2024
এবার পুজোয় কোনটা কিনি

কলকাতা ও জেলার বিপণিগুলিতে সাজ সাজ রব। সকলেই সাজিয়ে বসেছে পরসা। কোথায় কেমন দাম? কী মিলছে কোন দোকানে?  বিশদ

14th  September, 2024
একনজরে
সংবিধানের ৭৫ বছর উদযাপনে কেন্দ্রের শাসকদল বিজেপির বিরুদ্ধে আওয়াজ জোরালো করবে তৃণমূল। বিজেপির শাসনকালে সংবিধানের উপর বারবার আঘাত আসছে, এই অভিযোগ তুলে বিজেপিকে নিশানা করবেন তৃণমূলের নেতারা। এমনই খবর মিলেছে জোড়াফুল শিবির থেকে। ...

সোনার দাম একলাফে অনেকটাই বেড়েছে। কিন্তু সোনা কেনার প্রতি আগ্রহ একেবারেই কমেনি। ধনতেরসে মালদহ জেলার সবস্তরের মানুষ সাধ্যমতো সোনা কিনেছেন। ধনতেরস উপলক্ষ্যে মালদহ জেলাজুড়ে ২০০ ...

একদিকে পুজো দেওয়ার, অন্যদিকে পুজো দেখার ভিড়। বৃহস্পতিবার বিকেল গড়াতেই জনকোলাহল আছড়ে পড়ল হুগলির বিভিন্ন জনপদের মন্দিরে, মণ্ডপে। আলোকমালায় সুসজ্জিত রাজপথে ছিল থইথই ভিড়। রাত ...

চমকে ভরা আইপিএলের রিটেনশন তালিকা। গত মরশুমের অধিনায়ক ঋষভ পন্থকে রাখল না দিল্লি ক্যাপিটালস। চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সও ছেড়ে দিল অধিনায়ক শ্রেয়স আয়ারকে। আগেই ঠিক হয়ে গিয়েছিল, নিলামেই ভাগ্য ঠিক হবে লোকেশ রাহুলের। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব ভেগান দিবস
১৫১২: সিস্টিন চ্যাপেল এর ছাদের চিত্রাঙ্কন যা মাইকেলেঞ্জেলো এঁকেছেন, জনগনের জন্য প্রথমবারের মত উম্মুক্ত করে দেয়া হয়
১৬০৪: উইলিয়াম শেক্সপিয়ার এর ট্রাজেডী ওথেলো প্রথমবার মঞ্চস্থ হয় লন্ডনের হোয়াইটহল প্যালেসে
১৬১১: উইলিয়াম শেক্সপিয়ার রোম্যান্টিক কমেডি টেমপেস্ট প্রথমবার মঞ্চস্থ হয় লন্ডনের হোয়াইটহল প্যালেসে
১৮০০: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন অ্যাডামস হলেন দেশটির প্রথম রাষ্ট্রপতি যিনি দি এক্সিকিউটিভ ম্যানসন এ থাকা শুরু করেন (পরবর্তীকালে যার নাম হয় হোয়াইট হাউস)
১৮৫৮: ব্রিটিশ রাজতন্ত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসন ব্যবস্থা গ্রহণ করে
১৮৬৪: পোস্ট অফিসের মাধ্যমে প্রথম মানি অর্ডার পদ্ধতি চালু
১৮৭৩: নাট্যকার দীনবন্ধু মিত্রের মৃত্যু
১৮৮০: কলকাতায় প্রথম ঘোড়ায় টানা ট্রাম চলাচল শুরু
১৯১৫: বাংলা ক্রিকেটের জনক সারদারঞ্জন রায়ের জন্ম
১৯৫০: সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
১৯৫০: নোবেল জয়ী পদার্থবিদ রবার্ট লাফলিনের জন্ম
১৯৫৬: বাংলা ভাষা আন্দোলন (মানভূম) এর ফলস্বরূপ মানভূমের একটা অংশ পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয় পুরুলিয়া জেলা হিসাবে আত্মপ্রকাশ করে
১৯৫৬: ভারতে রাজ্য পুনর্গঠন আইন, ১৯৫৬ মোতাবেক মহীশূর রাজ্য বর্তমানে কর্নাটক, কেরালা ও মধ্যপ্রদেশ রাজ্যের আত্মপ্রকাশ ও পুনর্গঠন হয়
১৯৭৩: মহীশূর রা্জ্যের নাম বদলে কর্ণাটক হয়
১৯৭৩: অভিনেত্রী ঐশ্বর্য রাইয়ের জন্ম
১৯৭৪: ক্রিকেটার ভি ভি এস লক্ষ্মণের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.৬১ টাকা ৮৪.৭০ টাকা
পাউন্ড ১০৭.৫২ টাকা ১১০.৪৫ টাকা
ইউরো ৮৯.৯৯ টাকা ৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৯,৭০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৮০,১০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৬,১৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯৭,২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯৭,৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৫ কার্তিক, ১৪৩১, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪। অমাবস্যা ৩১/২০ রাত্রি ৬/১৭। স্বাতী নক্ষত্র ৫৪/২৫ রাত্রি ৩/৩১। সূর্যোদয় ৫/৪৪/৫০, সূর্যাস্ত ৪/৫৫/৪০। অমৃতযোগ প্রাতঃ ৬/২৯ মধ্যে পুনঃ ৭/১৪ গতে ৯/২৮ মধ্যে পুনঃ ১১/৪২ গতে ২/৪১ মধ্যে পুনঃ ৩/২৬ গতে অস্তাবধি। রাত্রি ৫/৪৭ গতে ৯/১২ মধ্যে পুনঃ ১১/৪৬ গতে ৩/১১ মধ্যে পুনঃ ৪/৩ গতে উদয়াবধি। বারবেলা ৮/৩৩ গতে ১১/২০ মধ্যে। কালরাত্রি ৮/৮ গতে ৯/৪৪ মধ্যে। 
১৫ কার্তিক, ১৪৩১, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪। অমাবস্যা সন্ধ্যা ৫/৯। স্বাতী নক্ষত্র রাত্রি ৩/২৬। সূর্যোদয় ৫/৪৬, সূর্যাস্ত ৪/৫৭। অমৃতযোগ দিবা ৬/৪৪ মধ্যে ও ৭/২৭ গতে ৯/৩৬ মধ্যে ও ১১/৪৫ গতে ২/৩৭ মধ্যে ও ৩/২০ গতে ৪/৫৭ মধ্যে এবং রাত্রি ৫/৩৯ গতে ৯/১১ মধ্যে ও ১১/৫০ গতে ৩/২২ মধ্যে ও ৪/১৫ গতে ৫/৪৬ মধ্যে। বারবেলা ৮/৩৩ গতে ১১/২১ মধ্যে। কালরাত্রি ৮/৯ গতে ৯/৪৫ মধ্যে। 
২৮ রবিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
প্রয়াত জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার রোহিত বল

11:39:32 PM

মুম্বইয়ের গোরেগাঁওতে একটি বহুতলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন

10:47:00 PM

হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়ার সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি

10:25:00 PM

উত্তরপ্রদেশের সাদাতগঞ্জে একটি কারখানায় আগুন, অকুস্থলে দমকল

10:08:00 PM

জম্মু ও কাশ্মীরের উধমপুরের মারগানা জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ড

09:48:00 PM

দিল্লির রঘুবারপুরায় একটি আবাসনে আগুন, অকুস্থলে দমকল

09:32:00 PM