Bartaman Patrika
আমরা মেয়েরা
 

জাগো দুর্গা

সমস্যার সাগরে হাবুডুবু খেয়েও যাঁরা মাথা তুলে দাঁড়িয়ে লড়াই করতে চেয়েছেন, দেবীপক্ষে রইল তাঁদেরই কথা।

পৌরাণিক যুগে, সুরথ রাজা এবং সংসারে বীতশ্রদ্ধ সমাধি নামক বৈশ্যর তপস্যায় তুষ্ট হয়ে দেবী বর দিয়েছিলেন— যখনই সমস্যায় পড়ে ডাকবে, আমি আবার আসব এবং শত্রুনাশ করব। রামচন্দ্রও মহাবিপদে পড়ে তাঁকে ডেকেছিলেন। সেটি ছিল দেবতিথির বিচারে ‘অকাল’। যখনই বিপদ ও সমস্যার মেঘ ঘনায়, সেই তো অকাল। দেবী তো তাঁকে ডাকার কোনও কাল নির্দিষ্ট করেননি। প্রয়োজনে স্মরণ করলেই তিনি আসবেন বলে কথা দিয়েছেন। পুরাণ থেকে আরম্ভ করে ইতিহাসের সরণি বেয়ে আধুনিক যুগ পর্যন্ত লক্ষ করলে দেখতে পাব, দুর্গা এসেছেন বারবার— সমস্যার সাগরে হাবুডুবু খেয়েও যাঁরা মাথা তুলে দাঁড়িয়ে লড়াই করতে চেয়েছেন, সেই সমস্ত হৃদয়ে সাহস রূপে, মনে দুর্জয় শক্তি রূপে। সাধারণের ভিড়ে মিশে থাকা এযুগের এমনই কয়েকজন ‘অ-সাধারণ’ দুর্গার কথা শোনাব। 
পশ্চিমবঙ্গের এক অখ্যাত গ্রামের চাষি পরিবারের মেয়ে সুবাসিনী। মাত্র ১২ বছর বয়সে বিয়ে, আর ২৩ বছর বয়সেই চারটি সন্তানের মা। স্বামী সব্জি বিক্রেতা। অভাবের সংসার। স্বামী পড়লেন কঠিন অসুখে। সরকারি হাসপাতালে বেড-এর অভাবে ভর্তি করানো গেল না। বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো সাধ্যের বাইরে। একরকম বিনা চিকিৎসায় স্বামী মারা গেলে চারটি সন্তান নিয়ে অকূল পাথারে পড়লেন ২৪ বছরের তরুণী বিধবা সুবাসিনী। এই দুঃসময়ে সাহায্য করতে পারে, এমন কেউ নেই। বাধ্য হয়ে কোলের ছেলেটিকে রেখে বাকি তিনটি সন্তানকে অনাথ আশ্রমে দিয়ে দিলেন। বাঁচার তাগিদে লোকের বাড়ি বাড়ি কাজ করে, ধাপার মাঠে ময়লা ঘেঁটে কয়লা তুলে, পথের ধারে সব্জি বেচে চলল অমানুষিক লড়াই। ২০ বছরের অক্লান্ত পরিশ্রমে জমা হল পিঁপড়ের সঞ্চয়— ২০ হাজার টাকা। ইতিমধ্যে কিছু বেসরকারি সংস্থার সাহায্য নিয়ে ছেলে অজয়কে ডাক্তারি পড়িয়েছেন। এত বছরের লড়াই একটা হাসপাতাল করার স্বপ্ন বুকে নিয়ে—তাঁর স্বামীর মতো আর কোনও গরিব মানুষকে যেন বিনা চিকিৎসায় প্রাণ হারাতে না হয়। ঠাকুরপুকুর বাজার লাগোয়া হাঁসপুকুরে ১০ হাজার টাকায় কিনে ফেললেন ১৯ কাঠা জমি। কিন্তু দরকার আরও অর্থ। প্রথমে তাঁর কথায় কেউ গুরুত্ব দেয়নি। কিন্তু ততদিনে লড়াকু বৃদ্ধা সুবাসিনীর অন্তরে ‘দুর্গা’ জাগ্রত হয়েছেন। ধানজমিতে কোমরজল ঠেলে মাথায় মাটি বয়ে জমি ভরাট করার কাজ শুরু করে দিলেন নিজেই। এরপর আশপাশের মানুষ এগিয়ে এল, তৈরি হল ট্রাস্ট। কেউ অর্থ দিয়ে, কেউ মাটি, কাঠ ইত্যাদি কাঁচামাল দিয়ে সাহায্য করল। গড়ে উঠল ৪৫ শয্যার ‘হিউম্যানিটি হসপিটাল’, এখানে গরিব রোগীদের চিকিৎসা, ওষুধে কোনও টাকা লাগে না। আইসিসিইউ, ভেন্টিলেশন, আউটডোর ছাড়াও মেডিসিন, সার্জারি, গাইনোকোলজি, আই, ইএনটি, ইউরোলজি, পেডিয়াট্রিক, ইউরোলজি-সহ একাধিক বিভাগ রয়েছে। ডাক্তার ছেলে এসে দাঁড়িয়েছেন মায়ের পাশে। স্বেচ্ছাশ্রম দেন অজয়ের বন্ধুরাও। পদ্মশ্রী ও অন্যান্য পুরস্কারে সম্মানিতা সুবাসিনী যেন জ্যান্ত দুর্গারই এক রূপ।
আবার ওড়িশার ময়ূরভঞ্জ অঞ্চলে সবুজ গাছগাছালি ঘেরা গ্রামের কৃষক পরিবারের মেয়ে যমুনা টুডু। ফসলখেতে বীজ থেকে মাথা তোলা নবীন অঙ্কুর তাঁর কাছে সদ্যোজাত শিশুর মতোই স্নেহের। শৈশব থেকেই গাছপালা ও পরিবেশের প্রতি এই মমতার বোধ মনে গেঁথে দিয়েছিলেন বাবা। ১৮ বছর বয়সে বিয়ে হয়ে চাকুলিয়া ব্লকের মুতুরখাম গ্রামের শ্বশুরবাড়িতে আসেন। পরদিনই স্বামী তাঁকে গ্রাম ঘুরিয়ে দেখাতে বেরলে যমুনা লক্ষ করলেন, সম্পূর্ণ বৃক্ষশূন্য একটি বন। জিজ্ঞাসা করে জানতে পারলেন, চোরাকারবারিরা ইচ্ছেমতো কাঠ কেটে নিয়ে যায়। বাধা দেওয়ার কেউ নেই। সেইদিনই বন-সংরক্ষণের সিদ্ধান্ত নিলেন। একটি তরুণীর পক্ষে এত বড় দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানো সহজ ছিল না। কিন্তু শুভ সংকল্পে অন্তরের দুর্গা জেগেছিল। প্রথম দিকে কেউই তাঁর পাশে দাঁড়ায়নি। বাড়ি বাড়ি গিয়ে অনেক বুঝিয়ে পাঁচটি মেয়েকে রাজি করিয়ে গঠন করলেন বন-সুরক্ষা সমিতি। শুরু হল কাটারি, কাস্তে, কুঠার ইত্যাদি নিয়ে বন পাহারা দেওয়ার কাজ। তার মাশুলও দিতে হয়েছে। বাড়ির লোকেদের শাসিয়ে যাওয়া, বাড়িতে ডাকাতি, এমনকি যমুনার স্বামীকে প্রচণ্ড মারধর পর্যন্ত করেছিল গুন্ডারা। কিন্তু কিছুতেই দমে যাননি যমুনা। জীবনদায়ী অরণ্যকে বাঁচানোর জন্য তাঁর এই অদম্য সাহস ও সদিচ্ছা দেখে ক্রমে গ্রামের আরও মেয়ে তাঁর পাশে এসে দাঁড়াতে আরম্ভ করে।  ধীরে ধীরে আশপাশের ৩০০টি নগরের প্রায় ১০ হাজার মেয়ের একটা বন-রক্ষক দল গড়ে ওঠে। ১৯৯৮ সাল থেকে আরম্ভ করে গত ২৫ বছর ধরে যমুনার নেতৃত্বে পূর্ব ভারতের প্রায় ৫০ হেক্টর অরণ্য সংরক্ষণ করেছেন গ্রামের মহিলারা। একটা সময় ছিল, যখন যাতায়াতের পথে দুর্বৃত্তরা ঢিল ছুঁড়ত, ওদের ঠেকাতে হাতে টাঙি বা কুঠার তুলে নিতে হতো। ‘প্যাট্রিয়ট’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে যমুনা বলেন, আশপাশের কোনও গ্রামে কোনও মেয়ের জন্ম হলে তাঁরা সব গ্রামে একটি করে গাছ লাগান। ভালোবেসে ভাইয়ের মতো গাছে বেঁধে দেন রাখি। এতে পরিবেশের সঙ্গে মানুষের একটা আত্মিক বন্ধন গড়ে ওঠে। ২০১৯ সালে পদ্মশ্রী-সহ নানা পুরস্কার দিয়ে এই নিরলস নির্ভীক দুর্গাকে সম্মান জানানো হয়েছে। যমুনার গল্পও যেন দুরাচারী অসুর দমন করে দুর্গা হয়ে ওঠারই আখ্যান! 
ময়ূরভঞ্জ ছাড়িয়ে এবার লখনউ। এখানকার আম্বেদকর নগরের মেয়ে অরুণিমা সিনহা। খেলাধুলো ভালোবাসতেন। ভলিবল খেলতেন। প্যারামিলিটারি ফোর্স জয়েন করার জন্য ইন্টারভিউ দিতে ১২ এপ্রিল ২০১১ দিল্লি রওনা হয়েছিলেন। ট্রেনে একদল দুর্বৃত্ত ওঁর ব্যাগ ও সোনার চেন ছিনতাই করতে আসে। বাধা দেওয়ার চেষ্টা করলে ওরা তাঁকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। এই সময় উল্টোদিক থেকে আসা আর একটি ট্রেন প্রচণ্ড আঘাতে অরুণিমার পায়ের উপর দিয়ে চলে গেল! কাটা পড়ল হাঁটুর নীচ থেকে একটি পা। তাঁর অচৈতন্য দেহ সারারাত লাইনের উপর পড়ে রইল। পরদিন সকালে স্থানীয় লোকজন সংজ্ঞাহীন অরুণিমাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এল। রেল কোম্পানি ও ভারতীয় ক্রীড়া মন্ত্রক ক্ষতিপূরণ দিয়েছিল, সঙ্গে চাকরির প্রস্তাবও। দিল্লি এইমস বিনা খরচে তাঁর চিকিৎসার ব্যবস্থা করে এবং দিল্লির এক বেসরকারি সংস্থা একটি কৃত্রিম পা (প্রস্থেটিক লেগ) দান করে তাঁকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সাহায্য করেছে। কিন্তু পৃথিবীর সমস্ত ধনরত্ন দিয়েও মানুষের জীবন, অঙ্গ বা সম্মানহানির মূল্য দেওয়া যায় না। যে অবস্থায় পড়ে নিরাশার অন্ধকারে ডুবে গিয়ে মানুষ আত্মহননের পথ বেছে নিতে পারে, সেই অবস্থাতেই অরুণিমা এভারেস্ট জয়ের স্বপ্ন দেখলেন! আশ্চর্য হলেও সত্যি।   
এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা বাচেন্দ্রী পালের সঙ্গে যোগাযোগ করলেন অরুণিমা। তাঁর কাহিনী শুনে বাচেন্দ্রী বলেছিলেন, ‘কৃত্রিম পা নিয়ে যে তুমি এভারেস্টেআরোহনের সিদ্ধান্ত নিয়েছ, জেনে রাখো, তুমি পৌঁছেই গেছ। শুধু তারিখটা জগতের জানার অপেক্ষা!’   
সেই ভয়ানক দুর্ঘটনার দু’বছর পর, ২১ মে, ২০১৩, অরুণিমা স্পর্শ করেন বিশ্বের সর্বোচ্চ শিখর, মাউন্ট এভারেস্ট। একটি কাপড়ের উপর ভগবান শিব ও স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা লিখে বরফের উপর বিছিয়ে দিয়েছিলেন। 
এখন তাঁর স্বপ্ন বিশ্বের সব ক’টি উচ্চতার শিখর ছুঁয়ে দেখার। অটুট মনোবলের অধিকারিণী এই তরুণীকে ২০১৫ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। দরিদ্র ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য ‘শহীদ চন্দ্রশেখর খেল একাডেমি’ নামে একটি অবৈতনিক স্পোর্টস একাডেমি গঠনের সংকল্পে মনপ্রাণ নিয়োজিত করেছেন অরুণিমা। 
এগুলো রূপকথা নয়। ভীড়ের মধ্যে মিশে আছে এমনই অনেক দুর্গার মুখ,আমাদেরই আশপাশে। কারও লড়াই জানতে পারি, কেউ থেকে যান লোকচক্ষুর অগোচরে। আজ থেকে শতাধিক বছর আগে, নিশ্চিত যুগ প্রয়োজনেই, শ্রীরামকৃষ্ণ ষোড়শী পূজার মাধ্যমে সারদা দেবীর দেহ-মন অবলম্বন করে মহাশক্তির উদ্বোধন করে গিয়েছিলেন। ধীরে ও নিঃশব্দে পুঞ্জীভূত হয়ে বিশ্বের সর্বত্র, প্রতিমায় উদ্ভাসিত হয়ে উঠছে সেই শক্তিস্বরূপিণীর এক একটি কিরণ। শারদীয়া উৎসবে আমরা মৃন্ময়ীতে চিন্ময়ীর আবাহন করি। যে নিজ অন্তরে সেই মহাশক্তির আবাহন করবে, সে-ই হয়ে উঠবে জ্যান্ত দুর্গা। জাগো দুর্গা, প্রতি ঘটে। ‘প্রাপ্য বরান্ নিবোধত’— তোমার লক্ষে না পৌঁছে থেমো না। 
সুমনা সাহা
05th  October, 2024
চিত্ত যেথা ভয়শূন্য

মানুষ ভয় পেতে শুরু করে, তারপর একদিন ভয় পেয়ে বসে মানুষকে। সে ভয়ের নেপথ্যে কারণও থাকে না সবসময়। জীবনের সাত কাজে ব্যস্ত থাকলেও ‘ফোবিয়া’ আমাদের ছেড়ে যায় না। আমরাও ছাড়তে পারি না ফোবিয়াকে। দীপাবলির আলোয় মনের কালো ভয় কি দূর হবে?  বিশদ

26th  October, 2024
‘পাড়ার দশভুজা’র স্বীকৃতি প্রেগা নিউজ-এর

 ম্যানকাইন্ড ফার্মা-র প্রেগা নিউজ আয়োজিত ‘পাড়ার দশভুজা’ তৃতীয় সিজনেও দারুণ সাড়া ফেলল। নারী ক্ষমতায়নের অন্যতম পদক্ষেপ এই অনুষ্ঠান। সারা রাজ্যের প্রায় ৭৫টি জায়গা থেকে ৫০০০ মহিলা এই প্রোজেক্টে অংশ নিয়েছিলেন। বিশদ

26th  October, 2024
আলোর উৎসব হোক দীপাবলি

আলোরই উৎসব। দেওয়ালি, দীপাবলি কত কী নাম তার! দীপিত প্রদীপমালার আলোক বাহার। রঙ্গোলি আর আলোর সাজে উৎসবের দিনগুলো মেতে উঠুক। উৎসব হোক স্বাস্থ্যসম্মতভাবে। বিশদ

19th  October, 2024
সন্তানের মনোযোগ বাড়ানোর কৌশল

মনোযোগী ছাত্রকে কখনও নম্বরের পিছনে ছুটতে হয় না। সাফল্য নাকি নিজেই ধরা দেয় তার কাছে। পুরনো এই আপ্তবাক্য আজও ফিকে হয়নি। কিন্তু মনোযোগ অতি বিষম বস্তু। তাকে আয়ত্তে আনা সহজ নয়। কোন পথে সন্তানের একাগ্রতা বাড়িয়ে তুলবেন?
বিশদ

19th  October, 2024
জন্মদিনে আম্বানির লাখ টাকার পোশাক

বউদির ৩০তম জন্মদিন। তাই সেখানে তো জমিয়ে সাজতেই হয়। সম্প্রতি আম্বানি পরিবারের নববধূ রাধিকা মার্চেন্টের জন্মদিনের পার্টিতে তাঁর ননদ ইশা আম্বানির পোশাক নিয়ে চর্চা চলছে নেটমাধ্যমে। কারণ এ পোশাকের দাম শুনে চক্ষু চড়কগাছ অনেকেরই। বিশদ

19th  October, 2024
পাহাড়ে বাইক বাহিনী

কানাডার উটায় বেশ অনেকখানি পাহাড়ি মরু অঞ্চল। সেখানেই প্রতি বছর রেড বুল র‌্যাম্পেজ মাউন্টেন বাইকিং-এর আয়োজন করা হয়। গত বছর পর্যন্ত তাতে শুধুমাত্র পুরুষ বাইকারদেরই আমন্ত্রণ জানানো হতো। এই প্রথম মহিলাদের একটি বাইকিং দলকেও ডাকা হয়েছে অংশগ্রহণ করার জন্য। বিশদ

19th  October, 2024
ফ্যাশন মঞ্চে নারীশক্তির সেলিব্রেশন

সাধারণত বলা হয়, সব মেয়ে দশভুজা। ঘরের কাজে যেমন দক্ষতা রয়েছে তাদের, তেমনই বাইরেও সমান দড়। জীবনের সব ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন সেলিব্রেট করা হয়। সদ্য ফ্যাশন মঞ্চে তেমনই আয়োজন করেছিল ‘ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (এফআইসিসিআই বা ফিকি)। বিশদ

19th  October, 2024
সোরাই উপজাতির মহিলাদের হাতে সাজছে কলকাতার প্রতিমা

ষাট বছর উদ্‌যাপন করতে একটু ভিন্ন ধরনের ভাবনায় সেজে উঠেছে ফার্ন পল্লির পুজো। প্রতিমা, মণ্ডপ সবই সাজাচ্ছেন ঝাড়খণ্ডের সোরাই উপজাতির মহিলারা। বিশদ

05th  October, 2024
বহু তীর্থের মাটি, জলে মাতৃ আরাধনা 

কখনও তিনি মা। কখনও বা মেয়ে। দুগ্গাঠাকুর বছরে এই সময়টাই মর্তে আসেন বটে। কিন্তু বাঙালির ঘরে ঘরে বছরভর মা বা মেয়ে রূপে তাঁর বাস। মায়ের আরাধনায় গত বেশ কয়েক বছর ধরে মহিলা পুরোহিতদের কাজ অগ্রণী ভূমিকা নিয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য ডঃ নন্দিনী ভৌমিকের নেতৃত্বে ‘শুভমস্তু’। বিশদ

05th  October, 2024
২৫০ বছরের পুজোয় একই বংশের পুরোহিতরা

পেরিয়ে গিয়েছে আড়াই শতাব্দী। তবু জৌলুস একবিন্দু কমেনি মধ্য কলকাতার তালতলা পাল বাড়ির সাবেকি দুর্গাপুজোর আড়ম্বরে। সম্প্রতি ৯৬বি, এসএন ব্যানার্জি রোডের এই পুজো পড়ল ২৫০ বছরে। ১৭৪২ সালে পাল পরিবারের পূর্বপুরুষ স্বর্গীয় নকুড়চন্দ্র পাল হুগলির পোলবা গ্রাম থেকে কুলদেবতা ‘শ্রী শ্রীধর জিউ’-কে কলকাতায় নিয়ে আসেন। বিশদ

05th  October, 2024
মহালয়ার আবেগ লুকিয়ে রেডিওতেই

ঘুম জড়ানো হাতে রেডিওর নব ঘোরাতেই শোনা যায়, মহালয়া। নিমেষের মধ্যে ঘুম উধাও! দাঁত মেজে বসতে না বসতে শুরু হয়ে যায় মহালয়ার সেই বহু প্রতীক্ষিত আশ্বিনের শারদ প্রাতে জেগে উঠেছে আলোক মঞ্জীর...। বিশদ

28th  September, 2024
আবার এসো মা

পুজো শুরু হয় প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়-এর হাত ধরে। তাঁর স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় এখন এই পুজোর দায়িত্ব নিয়েছেন। কিন্তু আজও মনেপ্রাণে বিশ্বাস করেন, এটা অভিষেকেরই পুজো।
বিশদ

28th  September, 2024
দুগ্গা মায়ের মেয়ে

হুগলি জেলার অন্যতম মহিলা প্রতিমাশিল্পী, দেবীর চোখ যাঁর হাতে অপার্থিব হয়ে ওঠে। ষাটোর্ধ্ব মহিলা মৃৎশিল্পীর সংগ্রামের কাহিনি উঠে আসে পুজো ক্যানভাসে। বিশদ

21st  September, 2024
শিশুর বায়না সামলানোর উপায়

বাচ্চার জেদ, আবদারে অতিষ্ঠ বাবা, মা। কিন্তু এই বায়না কি তাঁরাই তৈরি করে দিচ্ছেন না? প্রশ্ন তুললেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্ব বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান তথা মনোসমীক্ষক নীলাঞ্জনা সান্যাল।
বিশদ

21st  September, 2024
একনজরে
ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কোচিং সেন্টারের অঙ্কের শিক্ষককে গ্রেপ্তার করেছে বর্ধমান মহিলা থানার পুলিস। ধৃতের নাম শুভব্রত দত্ত। বীরভূমের সাঁইথিয়া থানা এলাকায় তার আদি বাড়ি। বর্তমানে সে বর্ধমান শহরের শাঁখারিপুকুর এলাকায় বরফকলের কাছে থাকে। ...

সংবিধানের ৭৫ বছর উদযাপনে কেন্দ্রের শাসকদল বিজেপির বিরুদ্ধে আওয়াজ জোরালো করবে তৃণমূল। বিজেপির শাসনকালে সংবিধানের উপর বারবার আঘাত আসছে, এই অভিযোগ তুলে বিজেপিকে নিশানা করবেন তৃণমূলের নেতারা। এমনই খবর মিলেছে জোড়াফুল শিবির থেকে। ...

সোনার দাম একলাফে অনেকটাই বেড়েছে। কিন্তু সোনা কেনার প্রতি আগ্রহ একেবারেই কমেনি। ধনতেরসে মালদহ জেলার সবস্তরের মানুষ সাধ্যমতো সোনা কিনেছেন। ধনতেরস উপলক্ষ্যে মালদহ জেলাজুড়ে ২০০ ...

একদিকে পুজো দেওয়ার, অন্যদিকে পুজো দেখার ভিড়। বৃহস্পতিবার বিকেল গড়াতেই জনকোলাহল আছড়ে পড়ল হুগলির বিভিন্ন জনপদের মন্দিরে, মণ্ডপে। আলোকমালায় সুসজ্জিত রাজপথে ছিল থইথই ভিড়। রাত ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব ভেগান দিবস
১৫১২: সিস্টিন চ্যাপেল এর ছাদের চিত্রাঙ্কন যা মাইকেলেঞ্জেলো এঁকেছেন, জনগনের জন্য প্রথমবারের মত উম্মুক্ত করে দেয়া হয়
১৬০৪: উইলিয়াম শেক্সপিয়ার এর ট্রাজেডী ওথেলো প্রথমবার মঞ্চস্থ হয় লন্ডনের হোয়াইটহল প্যালেসে
১৬১১: উইলিয়াম শেক্সপিয়ার রোম্যান্টিক কমেডি টেমপেস্ট প্রথমবার মঞ্চস্থ হয় লন্ডনের হোয়াইটহল প্যালেসে
১৮০০: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন অ্যাডামস হলেন দেশটির প্রথম রাষ্ট্রপতি যিনি দি এক্সিকিউটিভ ম্যানসন এ থাকা শুরু করেন (পরবর্তীকালে যার নাম হয় হোয়াইট হাউস)
১৮৫৮: ব্রিটিশ রাজতন্ত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসন ব্যবস্থা গ্রহণ করে
১৮৬৪: পোস্ট অফিসের মাধ্যমে প্রথম মানি অর্ডার পদ্ধতি চালু
১৮৭৩: নাট্যকার দীনবন্ধু মিত্রের মৃত্যু
১৮৮০: কলকাতায় প্রথম ঘোড়ায় টানা ট্রাম চলাচল শুরু
১৯১৫: বাংলা ক্রিকেটের জনক সারদারঞ্জন রায়ের জন্ম
১৯৫০: সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
১৯৫০: নোবেল জয়ী পদার্থবিদ রবার্ট লাফলিনের জন্ম
১৯৫৬: বাংলা ভাষা আন্দোলন (মানভূম) এর ফলস্বরূপ মানভূমের একটা অংশ পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয় পুরুলিয়া জেলা হিসাবে আত্মপ্রকাশ করে
১৯৫৬: ভারতে রাজ্য পুনর্গঠন আইন, ১৯৫৬ মোতাবেক মহীশূর রাজ্য বর্তমানে কর্নাটক, কেরালা ও মধ্যপ্রদেশ রাজ্যের আত্মপ্রকাশ ও পুনর্গঠন হয়
১৯৭৩: মহীশূর রা্জ্যের নাম বদলে কর্ণাটক হয়
১৯৭৩: অভিনেত্রী ঐশ্বর্য রাইয়ের জন্ম
১৯৭৪: ক্রিকেটার ভি ভি এস লক্ষ্মণের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.৬১ টাকা ৮৪.৭০ টাকা
পাউন্ড ১০৭.৫২ টাকা ১১০.৪৫ টাকা
ইউরো ৮৯.৯৯ টাকা ৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৯,৭০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৮০,১০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৬,১৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯৭,২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯৭,৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৫ কার্তিক, ১৪৩১, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪। অমাবস্যা ৩১/২০ রাত্রি ৬/১৭। স্বাতী নক্ষত্র ৫৪/২৫ রাত্রি ৩/৩১। সূর্যোদয় ৫/৪৪/৫০, সূর্যাস্ত ৪/৫৫/৪০। অমৃতযোগ প্রাতঃ ৬/২৯ মধ্যে পুনঃ ৭/১৪ গতে ৯/২৮ মধ্যে পুনঃ ১১/৪২ গতে ২/৪১ মধ্যে পুনঃ ৩/২৬ গতে অস্তাবধি। রাত্রি ৫/৪৭ গতে ৯/১২ মধ্যে পুনঃ ১১/৪৬ গতে ৩/১১ মধ্যে পুনঃ ৪/৩ গতে উদয়াবধি। বারবেলা ৮/৩৩ গতে ১১/২০ মধ্যে। কালরাত্রি ৮/৮ গতে ৯/৪৪ মধ্যে। 
১৫ কার্তিক, ১৪৩১, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪। অমাবস্যা সন্ধ্যা ৫/৯। স্বাতী নক্ষত্র রাত্রি ৩/২৬। সূর্যোদয় ৫/৪৬, সূর্যাস্ত ৪/৫৭। অমৃতযোগ দিবা ৬/৪৪ মধ্যে ও ৭/২৭ গতে ৯/৩৬ মধ্যে ও ১১/৪৫ গতে ২/৩৭ মধ্যে ও ৩/২০ গতে ৪/৫৭ মধ্যে এবং রাত্রি ৫/৩৯ গতে ৯/১১ মধ্যে ও ১১/৫০ গতে ৩/২২ মধ্যে ও ৪/১৫ গতে ৫/৪৬ মধ্যে। বারবেলা ৮/৩৩ গতে ১১/২১ মধ্যে। কালরাত্রি ৮/৯ গতে ৯/৪৫ মধ্যে। 
২৮ রবিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
বন্ধ গঙ্গোত্রী মন্দির
শনিবার বন্ধ হল গঙ্গোত্রী ধাম। শীতের মরশুমের আগে মন্দিরের দরজা ...বিশদ

09:32:39 AM

প্রয়াত জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার রোহিত বল

11:39:32 PM

মুম্বইয়ের গোরেগাঁওতে একটি বহুতলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন

10:47:00 PM

হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়ার সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি

10:25:00 PM

উত্তরপ্রদেশের সাদাতগঞ্জে একটি কারখানায় আগুন, অকুস্থলে দমকল

10:08:00 PM

জম্মু ও কাশ্মীরের উধমপুরের মারগানা জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ড

09:48:00 PM