পারিবারিক সম্পত্তি ভাগাভাগিতে লাভবান হবেন । ব্যবসায়িক ক্ষেত্রটি কম বেশি চলবে। শিক্ষার্থীদের পক্ষে দিনটি শুভ। ... বিশদ
শরীর ঠান্ডা রাখার জন্য প্রচুর পরিমাণে ফ্লুইড খাওয়া খুবই জরুরি। এবং সেই ফ্লুইড যদি শরবত বা আইসক্রিমের মতো সুস্বাদু খাবারের মাধ্যমে শরীরে গ্রহণ করা যায় তাহলে তো আরও ভালো। তাই বলে যে কোনও আইসক্রিমই যে গ্রীষ্মের দাবদাহে শরীরকে সমানভাবে ঠান্ডা রাখবে তা নয়। শেফ দেবোপম সিংহ বললেন, মরশুমি ফল দিয়ে তৈরি আইসক্রিম খাওয়া এই সময়ে সবচেয়ে উপকারী। শরীর ঠান্ডা রাখতেও তা বেশি কার্যকর। এক্ষেত্রে প্রথমেই যে দু’টি আইসক্রিমের কথা শেফ জানালেন তার একটি ম্যাংগো আইসক্রিম আর অন্যটি তালশাঁস গোলা আইসক্রিম।
তবে গতানুগতিক আইসক্রিম খাওয়ায় বিশ্বাসী নন দেবোপমবাবু। বরং তারই মধ্যে একটু অদলবদল করতে চান তিনি। বললেন, রেগুলার আইসক্রিম তো দোকানেই পাওয়া যায়। কিন্তু তার সঙ্গে অন্যান্য কিছু উপকরণ মিশিয়ে বানালে তার স্বাদ ও পুষ্টিগুণ দুই-ই বাড়ে। শরীর ঠান্ডা রাখার জন্য মরশুমি ফলের উপর বিশেষ জোর দেওয়া উচিত। তা কখনও আইসক্রিম, কখনও শরবতের মাধ্যমে খাওয়া যেতেই পারে গোটা গ্রীষ্মকাল জুড়ে।
গতানুগতিকতা ছেড়ে রান্নার অদলবদল আনা মানেই কিন্তু ফিউশন কুইজিন নয়, জানালেন শেফ। তাঁর মতে নিজের ভিতরের রন্ধনপটিয়সীকে এক্ষেত্রে বের করে আনতে হবে। একটা পদ বানানোর সময় গতানুগতিক উপকরণগুলো দেখে তার স্বাদ পরখ করে তার সঙ্গে অন্য আর কী মেশালে সেই স্বাদে নতুনত্ব আসবে সেটা ভাবতে হবে। এইভাবেই রান্নায় বদল বা নতুনত্ব আনা সম্ভব। যেমন মিষ্টি খাবারের ক্ষেত্রে ছানার সঙ্গে হুইপড ক্রিম মেশানো, চিনির বদলে গুড় বা মধু অথবা চকোলেটের ব্যবহার এগুলোই রান্নার স্বাদ ও চরিত্রে আমূল পরিবর্তন আনতে পারে। তবে যে কোনও রান্নার ক্ষেত্রেই নতুনত্ব আনতে গেলে পদটি নিয়ে পড়াশোনা করতে হবে। তার মধ্যে ব্যবহৃত উপকরণগুলো নিয়ে ভাবতে হবে। কোন উপকরণের সঙ্গে কী মিশবে, সেটা পরীক্ষার মাধ্যমে বের করতে হবে। এইভাবেই নতুন পদ তৈরি হয়।
ম্যাংগো আইসক্রিম
উপকরণ: যে কোনও কোম্পানির ম্যাংগো আইসক্রিম ২-৩ স্কুপ, হুইপড ক্রিম কাপ, কুচি করে কাটা আম ১টা, ওরিও বিস্কুট ৩টে, ম্যাংগো জেলি ৩ টেবিল চামচ।
পদ্ধতি: ওরিও বিস্কুটগুলোকে আধভাঙা গুঁড়ো করে নিন। হুইপড ক্রিম ও ম্যাংগো আইসক্রিমের স্কুপ একসঙ্গে নিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে ফেটিয়ে নিন। আম কুচি করে কেটে নিন। এবার একটা আইসক্রিম কাপ বা গ্লাসে প্রথমে খানিকটা ওরিও বিস্কুটের গুঁড়ো দিন। তারপর ম্যাংগো আইসক্রিম ও হুইপড ক্রিমের ফেটানো মিশ্রণ থেকে কিছুটা বিস্কুটের উপর লেয়ার করে দিন। তারপর একটু আমের টুকরো দিন। আবারও ওরিও বিস্কুটের গুঁড়ো দিন, আইসক্রিমের মিশ্রণ দিন ও উপর থেকে আমের কুচি দিন। শেষে বাকি আইসক্রিমের মিশ্রণ দিয়ে ম্যাংগো জেলি উপর থেকে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন। অনেকে আবার উপর দিয়ে ম্যাংগো সিরাপও ঢেলে দিতে পারেন।
তালশাঁস গোলা আইস
উপকরণ: আইস কিউব প্রয়োজন অনুযায়ী, গোটা তালশাঁস ১-২টো, মধু অথবা পাতলা গুড় কাপ।
পদ্ধতি: তালশাঁস গ্রেট করে নিন। একদম মিহি করে কুরিয়ে নেবেন যাতে তা প্রায় জলের মতো হয়ে যায়। এবার বরফগুলো কাঠের হাতুড়ি দিয়ে ভেঙে টুকরো করে নিন। কোরানো তালশাঁস ও বরফ একসঙ্গে মিশিয়ে নিন। তার সঙ্গে মধু বা পাতলা গুড় মেশান। এই গোটা মিশ্রণটা চার্নার বা মিক্সিতে দিয়ে একবার ঘুরিয়ে নিন। এরপর তা ইচ্ছে মতো মোল্ডে রেখে ক্লিন ফিল্ম বা প্লাস্টিক কিচেন র্যাপে মুড়িয়ে নিন। ফ্রিজারে রেখে জমতে দিন। জমে গেলে ক্লিন র্যাপ ছাড়িয়ে মোল্ড থেকে খুলে পরিবেশন করুন।