Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

মমতাকে চাষি-বিরোধী
প্রমাণ অত সোজা নয়
তন্ময় মল্লিক

মন জয়ের সহজতম উপায় হল, বঞ্চনার অভিমানকে উস্কে দেওয়া। পঞ্চায়েত ভোট আসন্ন। তাই বাংলায় শুরু হয়েছে চাষিদের খ্যাপানোর চেষ্টা। বিরোধীদের দাবি, এরাজ্যের চাষিরা আলুর দাম পাচ্ছেন না। অবস্থা এতটাই নাকি খারাপ যে আলুচাষি আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। কিন্তু সত্যিই কি তাই? মোটেই না। আসল সত্যিটা হল, উত্তরপ্রদেশের তুলনায় দ্বিগুণ, আর গুজরাতের চেয়ে দেড়গুণ বেশি দামে আলু বিক্রি করছেন পশ্চিমবঙ্গের চাষিরা। তাই কথায় কথায় গুজরাত আর উত্তরপ্রদেশের প্রসঙ্গ টানা নেতারা ভুলেও ডাবল ইঞ্জিন সরকারের প্রসঙ্গ মুখে আনছেন না। কারণ মোদিজি আর যোগীজির রাজ্যের কথা বললেই ঝুলি থেকে বেরিয়ে পড়বে বেড়াল। 
উত্তরপ্রদেশের পর দেশের মধ্যে সবচেয়ে বেশি আলু হয় পশ্চিমবঙ্গে। এরাজ্যের প্রায় এক কোটি মানুষ আলু চাষ ও ব্যবসার সঙ্গে যুক্ত। চাষিরা আলুর লাভজনক দাম পেলে গ্রামীণ অর্থনীতিতে জোয়ার আসে। দোকানে, বাজারে ভিড় জমে। চায়ের দোকানে আড্ডা গড়ায় রাত পর্যন্ত। আবার আলুর দাম নেমে গেলে বাজার একেবারে ঝিমিয়ে যায়। এমনকী পুজোর সময়েও কাপড়ের, জুতোর দোকানে মাছি তাড়ানোর অবস্থা হয়।
এরাজ্যে প্রায় এক বছর ১০০ দিনের কাজ বন্ধ। তার ফলে গ্রামবাংলার অর্থনীতি প্রায় বিপর্যস্ত। এই অবস্থায় চাষিরা আলুর দাম না পেলে সরকারের দুশ্চিন্তা অবশ্যই বাড়ত। কারণ সাধারণ মানুষের আর্থিক সুস্থিতি বিঘ্নিত হলে সরকার বিরোধী আন্দোলন জমাট বাঁধে অত্যন্ত দ্রুত। তখন সরকারের বিরুদ্ধে মানুষকে খ্যাপানো অনেক সহজ হয়ে যায়। সেকথা মাথায় রেখেই বিরোধীরা আলু চাষিদের সরকারের বিরুদ্ধে উস্কে দিতে চাইছে। তারজন্য ব্যক্তিগত কারণে আত্মহত্যার ঘটনাকেও আলুতে লোকসানের জের বলে চালাতে চাইছে। তা করতে গিয়ে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের ভাতমৌদি গ্রামে মুখ পুড়েছে বিজেপির। 
তবে, চাষিদের আস্থা অর্জনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে এসব কিছুই করতে হয়নি। কারণ তাঁর একের পর এক প্রকল্প বুঝিয়ে দিয়েছে, তিনি আছেন চাষিদের পাশেই। এখন আর শস্যবিমা করার জন্য চা঩ষিদের কোনও টাকা দিতে হয় না। নাম নথিভুক্ত করালেই চাষিদের দায়িত্ব শেষ। বাকি দায় সরকারের। তারপর কোনও কারণে ফসল নষ্ট হলে ক্ষতিপূরণের টাকা ঢুকে যায় সরাসরি চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। 
বাম আমলে বছরের পর বছর চাষিরা ধান আর আলুতে লোকসান খেতেন। আলুতে তিন বছর লোকসান খেলে লাভ পেতেন এক বছর। এটাই হয়ে গিয়েছিল প্রথা। প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে চাষিরা আলুর দাম পেতেন না। তাতে অনেকেরই চাষের প্রতি তৈরি হয়েছিল অনীহা। তাই বহু চাষির কাছেই জমি হয়ে উঠেছিল ‘যম’। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সেই জমিই চাষির কাছে হয়ে উঠেছে ‘সম্পদ’। কারণ এখন এরাজ্যে কারও এক একর চাষের জমি থাকলেই ‘কৃষকবন্ধু’র সৌজন্যে সরকারের অনুদান বাবদ তিনি প্রতি বছর পেয়ে যাচ্ছেন ১০ হাজার টাকা। 
জমি থেকে এমন নিশ্চিত রিটার্নে চাষিদের দুশ্চিন্তা অনেকটাই কমেছে। এখন সার, বীজ কেনার জন্য আর মহাজনের কাছে চাষিদের হাত পাততে হয় না। চাষের আগেই মহাজনের কাছে বন্ধক পড়ে না তাঁদের ঘাম ঝরানো ফসল। এর ফলে চাষিদের মানসিকতায় আমূল পরিবর্তন এসেছে। তাঁরা আর কেউ খুব বিপাকে না পড়লে জমি বিক্রি করতে চাইছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কৃষকবন্ধু’ প্রকল্পের এটাই সবচেয়ে বড় সাফল্য। 
এবার দেখা যাক, সত্যিই কি এরাজ্যের চাষিরা কমদামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন? বিভিন্ন রাজ্য থেকে পাওয়া তথ্য কিন্তু সেকথা বলছে না। যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে আলু বিক্রি হচ্ছে ৪০০ টাকা কুইন্টাল দরে। পাশের রাজ্য বিহারে আলুর কুইন্টাল ৪০০ থেকে ৪৫০ টাকা কুইন্টাল। নরেন্দ্র মোদির নিজের রাজ্য গুজরাতে আলুর কুইন্টাল ৫০০ থেকে ৬০০ টাকা। আর এখানে? উত্তরবঙ্গে দাম কিছুটা কম থাকলেও দক্ষিণবঙ্গে অধিকাংশ চাষিই জ্যোতি আলু বিক্রি করেছেন ৭৫০ থেকে ৮০০ টাকা কুইন্টাল। এখন দাম আরও বেশি। অথচ বিরোধীরা বলছেন, বাংলায় চাষিদের অবস্থা নাকি খুবই খারাপ। তাহলে উত্তরপ্রদেশের চাষিদের অবস্থা কি খুবই ভয়ঙ্কর? কারণ সেখানে তো আলুর দাম ৪০০টাকা কুইন্টাল। 
দেশের মধ্যে আলুতে সর্বাধিক দাম পাচ্ছেন এরাজ্যের চাষিরাই। তা সত্ত্বেও চাষিরা যে খুব লাভবান হচ্ছেন, এমনটা বলা যাবে না। কারণ সারের দামের উপর কেন্দ্রীয় সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। ফলে অগ্নিমূল্য হয়েছে সার। ডিজেলের দামও আকাশছোঁয়া। আগে ডিজেলের দাম বেশি থাকায় চাষিরা কেরোসিন দিয়ে সেচের পাম্প চালাতেন। নরেন্দ্র মোদি সরকারের সৌজন্যে খোলাবাজারে সেই কেরোসিনের দাম এখন ডিজেলের চেয়েও বেশি। ফলে সস্তায় সেচের রাস্তাটাও এখন বন্ধ। এবার আবার পুজোর পর থেকে আলু ওঠা পর্যন্ত বৃষ্টিই হয়নি। তাই সেচেও পড়েছে টান। ফলে মার খেয়েছে আলুর উৎপাদন। 
ফলন মার খাওয়ার ছবিটা স্পষ্ট হতেই আলুর দাম বেড়ে গিয়েছে। ফলে হিমঘর খোলার এক সপ্তাহ পর যাঁরা আলু তুলেছেন তাঁরা লোকসানের হাত থেকে বেঁচে গিয়েছেন। এরাজ্যের চাষিরা রক্ষা পেলেও বিহার, উত্তরপ্রদেশ, গুজরাতের অবস্থা ভয়ঙ্কর। সেখানে চাষিদের লাভ তো দূরের কথা, সারের খরচটুকুও উঠছে না। তাঁদের ঢাকের দায়ে মনসা বিক্রি হওয়ার জোগাড়। কিন্তু বঙ্গে বিরোধীদের প্রচার দেখে মনে হচ্ছে, দেশের মধ্যে বাংলার আলু চাষিদের অবস্থাই সবচেয়ে খারাপ। আর তারজন্য দায়ী সেই ‘নন্দঘোষ’। 
অনেকে বলছেন, এখন যে বিপ্লবীরা চাষিদের জন্য কান্নাকাটি করছেন, হিমঘর খোলার পর আলুর দাম বাড়তে থাকলে তাঁরাই সবচেয়ে আগে প্রতিবাদ জানাতে রাস্তায় নামবেন। যাঁরা হাজার টাকা কুইন্টাল দরে আলু কেনার দাবি জানাচ্ছেন, দাম বাড়লে তাঁরাই কালোবাজারির অভিযোগ তুলবেন। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে স্লোগান তুলবেন, আলুর দাম বাড়ল কেন, রাজ্য সরকার জবাব দাও। 
বাংলার তুলনায় অন্য রাজ্যে আলুর দাম যে অনেক কম, সেটা বিরোধী দলের নেতারাও জানেন। তাঁরা সব জেনেই রাজ্যের চাষিদের মধ্যে অসন্তোষ তৈরির চেষ্টা করছেন। কিন্তু কেন? 
পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে বিরোধীরা ততই অস্থির হয়ে পড়ছে। কারণ গ্রামবাংলার মানুষকে নিজেদের দিকে টানার মতো কোনও ইস্যু তাদের হাতে নেই। ১০০ দিনের কাজ এক বছরেরও বেশি সময় বন্ধ। ফলে সেই কাজে দুর্নীতি হচ্ছে বা স্বজনপোষণ হচ্ছে, এমন অভিযোগ আর তুলতে পারছে না। আবাস যোজনা নিয়ে শোরগোল ফেলার চেষ্টা হয়েছিল। কিন্তু বিভিন্ন জেলায় প্রশাসনিক স্তরে সার্ভের পর ত্রুটি অনেকটাই সংশোধন করা সম্ভব হয়েছে। তাই রাজ্যে টিম পাঠিয়ে তদন্ত করার পর কেন্দ্রীয় সরকার আবাস যোজনায় ক্লিন চিট দিয়েছে। 
ফলে শাসক দলের বিরুদ্ধে লড়াইয়ের অস্ত্র বলতে সেই নিয়োগ দুর্নীতি। তার প্রভাব শহরে ও শিক্ষিত পরিবারের মধ্যে থাকলেও সাধারণ খেটেখাওয়া মানুষের তেমন হেলদোল নেই। এমনকী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধারের পর মানুষের মধ্যে যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল, তা অনেকটাই স্তিমিত। তাই পঞ্চায়েত ভোটে পায়ের তলায় মাটি জোগাড়ের আশায় চাষিদের টার্গেট করেছে বিরোধীরা। তাঁদের কাছে পেতে গোপন করে যাচ্ছে প্রকৃত সত্য।
চাষিদের সমর্থন ছাড়া বাংলার ক্ষমতা দখল যে অসম্ভব, সেটা দিল্লির বিজেপি নেতারাও জানেন। তারজন্যই একুশে বিধানসভা ভোটের আগে বিজেপি নেতারা দিল্লি থেকে উড়ে এসে চাষি পরিবারে মধ্যাহ্নভোজ সেরেছিলেন। চাষিদের কাছে টানতে ভোটের আগে শুরু হয়েছিল নতুন গিমিক, ‘মুষ্ঠি ভিক্ষা’। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা পূর্ব বর্ধমানের কাটোয়ার গ্রামে গিয়ে গ্রহণ করেছিলেন সেই ‘মুষ্ঠি ভিক্ষা’। চাষিরা মুষ্ঠি ভিক্ষার নামে চাল, আলু, কলা, মুলো দিলেও ভোটটি বিজেপিকে দেয়নি। কারণ ‘নাটক’ আর ‘আন্তরিকতা’র ফারাকটা বাংলা বোঝে। তাই পঞ্চায়েত ভোটের মুখে বিরোধীরা যতই চোখের জল ফেলুক না কেন, চাষিরা জানেন এ হল ‘কুমিরের কান্না’।
18th  March, 2023
মোদি সরকার এত স্বল্পে ভীত কেন?
সমৃদ্ধ দত্ত

১৯৭৫ সালের এপ্রিল মাসে মোরারজি দেশাই অনশনে বসেছিলেন। তাঁর অন্যতম দাবি ছিল এক বছর আগে ভেঙে দেওয়া গুজরাত বিধানসভা আবার গঠনের জন্য অবিলম্বে নতুন করে নির্বাচন ঘোষণা করা হোক। বিশদ

সিআইএ প্রধানের
কুনজরে আসলে কে?
মৃণালকান্তি দাস

মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ’র ডিরেক্টর উইলিয়াম জে বার্নস গোটা বিশ্বের কাছে বিশেষ পরিচিত মুখ নন। ফলে, ডিরেক্টর কবে কোথায় যাচ্ছেন, তা নিয়ে এজেন্সি যেমন কোনও আলোচনা করে না, তেমনই দুনিয়ার কেউ ঘুণাক্ষরে টের পায় না তাঁর গতিবিধি। বিশদ

23rd  March, 2023
অন্য স্বাধীনতার লড়াই কি দুর্বল হচ্ছে?
হারাধন চৌধুরী

শেষ জনগণনা রিপোর্ট সামনে এসেছে ২০১১ সালে। ওই রিপোর্টে ভারতের যে নারীচিত্র প্রকাশিত হয়, তা ভয়াবহ। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের (এনসিপিসিআর) রিপোর্ট অনুসারে, ২০০১ পরবর্তী একদশকে ভারতে ২৯ লক্ষ বাল্যবিবাহের ঘটনা সামনে আসে। বিশদ

22nd  March, 2023
রাজনীতির জটিল জ্যামিতি এবং বিরোধী জোট
শান্তনু দত্তগুপ্ত

রাজনীতি বিষয়টার সঙ্গে বিজ্ঞানের এক অদ্ভুত যোগাযোগ। কখনও মনে হয়, নিউটনের তৃতীয় সূত্রের সঙ্গে এর মিলমিশ সবচেয়ে বেশি। যেমন ক্রিয়া, তার ঠিক সমান এবং বিপরীত প্রতিক্রিয়া। বিশদ

21st  March, 2023
সংসদীয় গণতন্ত্রের ধ্বংসযজ্ঞ চলছে
পি চিদম্বরম

মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক সংস্থা ফ্রিডম হাউস ভারতকে ‘আংশিকভাবে মুক্ত গণতন্ত্র’-এর স্তরে রেখেছে। এটা ভারতের গণতন্ত্রের পক্ষে অবনমন বলেই ধরতে হবে। অন্যদিকে, সুইডেনের ভি-ডেম ইনস্টিটিউট ভারতকে ‘ইলেক্টোরাল অটোক্রেসি’ আখ্যা দিয়েছে।
বিশদ

20th  March, 2023
দেশের অপমান নিয়েও রাজনীতি!
হিমাংশু সিংহ

রাজনীতি আমাদের মজ্জায়। দুর্নীতি, লোভ আর উচ্চাকাঙ্ক্ষা শিরায় শিরায়। ডানবাম সবাই এই দোষে কমবেশি দুষ্ট। শিক্ষা নিয়ে রাজনীতি বড় কম হয়নি। ধর্ম, সম্প্রদায় নিয়েও লড়াই সপ্তমে। অর্থনীতি, সমাজনীতি, কর্মসংস্থান, কেন্দ্র-রাজ্য সম্পর্ক, দুর্নীতির আমি তুমি, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, সবই সঙ্কীর্ণ দলীয় আকচাআকচির শিকার। বিশদ

19th  March, 2023
জোট করে ভোট? নাকি
ভোটের পর জোট?
সমৃদ্ধ দত্ত

বিজেপি বনাম বিরোধীদের মধ্যে রাজনৈতিক লড়াইয়ে বিরোধীদের বারংবার পরাস্ত হতে হচ্ছে এক ও একটিমাত্র মানদণ্ডে। সেটি হল প্রচার অথবা প্রোপাগান্ডা। প্রচারকে বিজেপি একটি ৩৬৫ দিনের প্রকল্প হিসেবেই গ্রহণ করেছে। পরিণত করেছে উন্নত শিল্পে। বিশদ

17th  March, 2023
ডলারের আধিপত্যে থাবা
মৃণালকান্তি দাস

ডলারের আগে বিশ্বব্যাপী আধিপত্য ছিল ব্রিটিশ মুদ্রা পাউন্ডের। ১৯২০ সাল পর্যন্ত দুনিয়ায় রাজত্ব করেছে এই মুদ্রাই। ডলারের আত্মপ্রকাশের আগে ৫০০ বছর ধরে যেসব মুদ্রা রাজত্ব করেছে তার মধ্যে রয়েছে ব্রিটেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস ও স্পেনের মুদ্রা। বিশদ

16th  March, 2023
এখন বিজেপি ও দ্বিচারিতা শব্দের অর্থ একই
সন্দীপন বিশ্বাস

এ যেন এক অবিশ্বাস্য ঘটনা! মনে হয়, এ আবার হয় নাকি! কিন্তু সেটা যে সম্ভব, তা করে দেখিয়েছে নেদারল্যান্ডস। গত কয়েক বছরে ধীরে ধীরে সেখানে জেল উঠে গিয়েছে। ২০১৮ সালে পুরোপুরি জেল উঠে যায়। বিশাল বিশাল জেলগুলি এখন নানা কাজে ব্যবহৃত হচ্ছে।
বিশদ

15th  March, 2023
হতাশা ঢাকতে চলছে সংখ্যার কারসাজি
পি চিদম্বরম

২০০৮ সালের কথা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার পর্ব চলছে। রিপাবলিকান পার্টির প্রচারকে লক্ষ্য করে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী বারাক ওবামা বলেছিলেন, ‘একটা শূকরকে আপনি লিপস্টিক দিয়ে সাজাতেই পারেন, কিন্তু সেটা শেষমেশ শূকরই থাকবে।’ 
বিশদ

13th  March, 2023
বিরোধীদের ছত্রভঙ্গ করার গেরুয়া ব্লুপ্রিন্ট
হিমাংশু সিংহ

এবারের বসন্তটা একেবারে আলাদা। ফাল্গুনে প্রকৃতির ফুল, রং, বাহার সবকিছুকেই ছাপিয়ে গিয়েছে বিরোধীদের কোণঠাসা করার মোটা দাগের গেরুয়া কৌশল। বেআব্রু নরেন্দ্র মোদির তৃতীয়বার কেন্দ্রের গদি দখলের ব্লুপ্রিন্ট। ভোটের আগে এজেন্সি লাগাও, আর ফল বেরলে টাকার থলি নিয়ে এমপি-এমএলএ ভাঙাও। বিশদ

12th  March, 2023
সাগরদিঘি মডেলের ভবিষ্যৎ কী?
তন্ময় মল্লিক

সাগরদিঘি মডেলেই কি বিরোধীরা পঞ্চায়েত ভোট করবে? এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিজেপি, সিপিএম ও কংগ্রেস নেতৃত্ব মুখে সরাসরি জোটের কথা বলছে না ঠিকই, কিন্তু পঞ্চায়েতে ‘রামধনু জোট’ হওয়ার সম্ভাবনা প্রবল। বিশদ

11th  March, 2023
একনজরে
তিনদিনের মস্কো সফর সেরে ইতিমধ্যেই দেশে ফিরে গিয়েছেন চীনা প্রেসিডেন্ট জি জিনপিং। পশ্চিমি দুনিয়ার শক্তিশালী রাষ্ট্রগুলিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকও করেন তিনি। ...

আগামী অর্থবর্ষে প্রায় ২৪ হাজার তরল বর্জ্য নিষ্কাশন ইউনিট বসানোর লক্ষ্যমাত্রা নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।   বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা গড়ে তোলার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে নবান্ন। সেই অনুযায়ী এখন থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ করছে পঞ্চায়েত দপ্তর।  ...

বিশ্বকাপের আর বেশি বাকি নেই। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের চোট-আঘাত নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। ঘোর অনিশ্চিত যশপ্রীত বুমরাহ, শ্রেয়স আয়ারের খেলা। ...

মহারাষ্ট্রের রাজনীতিতে কি নয়া সমীকরণ? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে রাজ্যের রাজনৈতিক মহলে। রাজ্যের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের পোস্ট করা একটি ছবি জল্পনা উস্কে দিয়েছে। সম্প্রতি তিনি বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

মেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম যোগ আছে। সন্তানের আবদার মেটাতে অর্থ ব্যয়। ধর্মকর্মে মন আকৃষ্ট হবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব যক্ষ্মা দিবস
বিশ্ব আবহাওয়া দিবস

১৬০৩: ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের মৃত্যু
১৬৯৩: ইংরেজ সূত্রধর ও ঘড়ি-নির্মাতা জন হ্যারিসনের জন্ম
১৮৬১: লন্ডনে প্রথম ট্রাম চলাচল শুরু হয়
১৮৭৪:  বিশ্বের অন্যতম সেরা জাদুকর হ্যারি হুডিনির জন্ম
১৯০৫: ফরাসি লেখক জুল ভার্নের মৃত্যু
১৯৩৩: এড্লফ হিটলার জার্মানির একনায়ক হন
১৯৫৬: পাকিস্তানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা হয়
১৯৬১: ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডিন জোন্সের জন্ম
১৯৬৫: মার্কিন পেশাদার কুস্তীগির দ্য আন্ডারটেকারের জন্ম
১৯৭৯: অভিনেতা ইমরান হাসমির জন্ম
২০০৫: সঙ্গীতপরিচালক,আবহসঙ্গীতপরিচালক ও যন্ত্র সঙ্গীত শিল্পী ভি বালসারার মৃত্যু
২০২২: টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮১.৩৩ টাকা ৮৩.০৭ টাকা
পাউন্ড ৯৯.৬৭ টাকা ১০৩.০৭ টাকা
ইউরো ৮৮.১২ টাকা ৯১.২৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫৯,৯০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৫৬,৮৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫৭,৭০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৯,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৯,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৯ চৈত্র, ১৪২৯, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩। তৃতীয়া ২৮/১৭ অপরাহ্ন ৫/১২। অশ্বিনী নক্ষত্র ১৯/১২ দিবা ১/২২। সূর্যোদয় ৫/৪১/২২, সূর্যাস্ত ৫/৪৫/৮। অমৃতযোগ দিবা ৭/১৬ মধ্যে পুনঃ ৮/৪ গতে ১০/৩০ মধ্যে পুনঃ ১২/৫৫ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৪/৯ গতে অস্তাবধি। রাত্রি ৭/২১ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ৩/১৬ গতে ৪/৪ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩১ গতে ১১/১৯ মধ্যে পুনঃ ৪/৪ গতে উদয়াবধি। বারবেলা ৮/৪২ গতে ১১/৪৩ মধ্যে। কালরাত্রি ৮/৪৪ গতে ১০/১৪ মধ্যে। 
৯ চৈত্র, ১৪২৯, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩। তৃতীয়া রাত্রি ৭/৩০। অশ্বিনী নক্ষত্র দিবা ৩/৫০। সূর্যোদয় ৫/৪৩, সূর্যাস্ত ৫/৪৫। অমৃতযোগ দিবা ৭/৫ মধ্যে ও ৭/৫৫ গতে ১০/২৪ মধ্যে ও ১২/৫৩ গতে ২/৩২ মধ্যে ও ৪/১১ গতে ৫/৪৬ মধ্যে এবং রাত্রি ৭/২৩ গতে ৮/৫৬ মধ্যে ও ৩/৭ গতে ৩/৫৩ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/২৯ গতে ১১/১৫ মধ্যে ও ৩/৫৩ গতে ৫/৪২ মধ্যে। বারবেলা ৮/৪৩ গতে ১/৪৪ মধ্যে। কালরাত্রি ৮/৪৫ গতে ১০/১৪ মধ্যে। 
১ রমজান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
কালীঘাটে জনতা দলের (সেকুলার) নেতা কুমারস্বামীকে স্বাগত জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

05:26:00 PM

৩৫৩ পয়েন্ট পড়ল সেনসেক্স

03:10:12 PM

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ
লোকসভায় সদস্যপদ খোয়ালেন রাহুল গান্ধী। আজ, শুক্রবার সেই বিষয়ে লোকসভার ...বিশদ

02:24:00 PM

কুপওয়ারায় অনুপ্রবেশকারী জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী
উপত্যকায় নিকেশ এক জঙ্গি। আজ, শুক্রবার জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার জাব্দির ...বিশদ

02:00:25 PM

মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই ব্যক্তি

01:47:17 PM

২৪ পয়েন্ট উঠল সেনসেক্স

01:38:25 PM