Bartaman Patrika
অমৃতকথা
 

স্বামীজী ও নিবেদিতা

স্বামীজীর আহ্বানে ভারতবর্ষের জন্য, বিশেষত ভারতের মেয়েদের জন্য নিবেদিতা এদেশে এসেছিলেন। কোন শৈশবে এক পিতৃবন্ধু তাঁকে দেখে ভবিষ্যদ্বাণী করেছিলেন: ‘‘ভারতবর্ষ একদিন তোমাকে ডাক দেবে।’’ বাস্তবে সেই আহ্বান এসেছিল অনে-ক অনে-ক দিন পর। আটাশ বছর বয়সে লন্ডনের ওয়েস্ট এন্ডের এক ড্রইংরুমে ভারতীয় যোগী বিবেকানন্দকে তিনি প্রথম দেখেছিলেন।
স্বামীজী জানতেন, নিবেদিতার অনেক গুণ। তাঁর শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, দৃঢ়তা—সবকিছুই অনন্য সাধারণ। তবু ভারতের কাজে তাঁকে উৎসর্গ করার আগে আরও কিছু প্রস্তুতি—আরও কিছু অভিজ্ঞতার প্রয়োজন। নিবেদিতা ভারতে এসেছিলেন ২৮ জানুয়ারি ১৮৯৮। ঠিক তারপরই ফেব্রুয়ারি মাসে মঠ বেলুড়ে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়িতে স্থানান্তরিত হয়। মার্চের প্রথম সপ্তাহে অদূরে মঠের নিজস্ব জমি কেনার পর, জায়গাটাকে বাসোপযোগী করার কাজ চলতে থাকে। সে-জমিতেই ছিল একটা পুরোনো বাড়ি। স্বামীজীর বিদেশিনী ভক্ত মিসেস সারা বুল, মিস ম্যাকলাউড তখন ভারতভ্রমণে এসেছেন। স্বামীজী তাঁদের ওই বাড়িতে থাকার ব্যবস্থা করলেন, সেইসঙ্গে নিবেদিতারও। এবাড়িতে স্বামীজী প্রায় প্রতিদিনই প্রাতরাশ অথবা অপরাহ্ণে চায়ের আসরে উপস্থিত থাকতেন। সেখানে তিনি ভারতের কথা—ভারতের অতীত গৌরব, বর্তমান দুরবস্থা, ভবিষ্যতের  উজ্জ্বল সম্ভাবনার কথা নানাভাবে, নানাপ্রসঙ্গে আলোচনা করতেন। স্বামীজী তাঁকে যে-বিপুল জ্ঞান দান করেছিলেন, তাতে পরা-অপরা বিদ্যার ভেদরেখা মুছে গিয়েছিল। কেবল আত্মজ্ঞান নয়, ইতিহাস, সমাজতত্ত্ব, পুরাতত্ত্ব, দর্শন, শিল্প—সবকিছু ছিল সেই আলোচনার বিষয়। আর নিবেদিতা গুরুমুখে সেসব কথা শুনেছেন কখনও বেলুড়ে গঙ্গাতীরে, কখনও হিমালয়ের পথে, কখনও অর্ধপৃথিবী পরিক্রমার সময় অর্ণবপোতে, কখনও রিজলি ম্যানব বা পাশ্চাত্যের কোনও অনুকূল পরিবেশে। স্বামীজীর চিন্তা নিবেদিতার চিন্তাধারার সঙ্গে এমন ওতপ্রোত হয়ে গিয়েছিল যে, নিবেদিতা জানতে-অজানতে  গুরুদত্ত মহান ভাবগুলি প্রচার ও প্রকাশ করতেন।
নিবেদিতার বাবা ও ঠাকুরদা ছিলেন ধর্মযাজক। দাদামশাই আয়ারল্যান্ডের বিশিষ্ট রাজনীতিবিদ—আইরিশ হোমরুল আন্দোলনে তিনি সক্রিয় অংশ নিয়েছিলেন। পিতামাতার সূত্রে নিবেদিতার চরিত্রে ধর্মচেতনা ও স্বদেশপ্রেম দুটি বিশেষভাবে স্ফুরিত হয়েছিল। নিবেদিতা দেখেছিলেন স্বামীজীর গভীরতম আবেগের কেন্দ্র ভারতবর্ষ। ভারতবর্ষ নিত্য স্পন্দিত হত তাঁর বুকের মধ্যে, প্রধ্বনিত হত তাঁর ধমনীতে, ভারত তাঁর দিনের স্বপ্ন, রাত্রের দুঃস্বপ্ন। শুধু তাই নয়, তিনি নিজেই হয়ে উঠেছিলেন ভারতবর্ষ।
১৮৯৮-এর মে মাসে বিদেশিনীদের সুযোগ হয়েছিল স্বামীজীর সঙ্গে উত্তর ভারতের আলমোড়া এবং সেখান  থেকে কাশ্মীর যাওয়ার। নিবেদিতা স্বামীজীর সঙ্গে অমরনাথ তীর্থদর্শনেও যান। ভ্রমণের এই শান্ত অবকাশেও নিবেদিতার প্রাচ্যভাব প্রশিক্ষণের ধারা অব্যাহত ছিল, সেইসঙ্গে তিনি অমরনাথের পথে নিজের চোখে দেখেছিলেন আর এক ভারতবর্ষকে, ত্যাগ-তপস্যা ও তিতিক্ষার ভারতবর্ষকে, সন্ন্যাসী তীর্থযাত্রীদের ঈশ্বর নির্ভর জীবনকে। পরবর্তী কালে ভূপেন্দ্রনাথ দত্তের কাছে নিবেদিতা বলেছিলেন, ‘‘ভূপেন, তুমি কি মনে কর, যে-কোনো ইউরোপীয় বা আমেরিকান ভ্রমণকারী ভারতীয় জীবনধারাকে ব্যাখ্যা করার জন্য বিবেকানন্দকে পাবে—আমি যা পেয়েছি!’’ এই ভ্রমণপর্বে নিবেদিতার আন্তর প্রস্তুতি দুভাবে হয়েছিল। প্রথমত, স্বামীজী চাইতেন, নিবেদিতার ভারত-উপাসনার পিছনে জগজ্জননীই একমাত্র প্রেরণাদাত্রীরূপে থাকুন।
প্রব্রাজিকা বেদান্তপ্রাণা সম্পাদিত ‘নিবেদিতার ধ্যানে শাশ্বত ভারত’ থেকে 
23rd  December, 2020
কর্মে বাসনা-কামনা ও আত্মোৎসর্গ

এটা মনে করা একটা সাধারণ ভ্রান্তি যে বাসনা ছাড়া কাজ করা অসম্ভব, কিংবা, অন্ততপক্ষে, নিরর্থক। বলা হয়ে থাকে, বাসনাই যদি চলে যায় তবে কাজও থাকে না। কিন্তু এটাও অন্যটির মতো খুব ব্যাপক প্রচারমাত্র, খাঁটি মনের চেয়ে ভেদপ্রবণ এবং হিসেবী মনের কাছে এ ভাব বেশি আকর্ষণীয়। বিশদ

মানসিক শিক্ষা

সাধারণতঃ ইন্দ্রিয় সমূহের এবং সত্তার সব রকমের শিক্ষা, সংস্কৃতি ও শুদ্ধিকরণ হল—প্রবৃত্তি, বাসনা এবং গভীর আসক্তিকে সংশোধিত করার অন্যতম প্রকৃষ্ট উপায়। এই গুলিকে দূরীভূত করলে তাদের সংশোধন করা হয় না; এগুলির উৎকর্ষ সাধন করা, বোধশক্তিযুক্ত ও মার্জিত করা—তাই হবে সংশোধনের সুনিশ্চিত উপায়। বিশদ

02nd  January, 2021
দ্বৈত রূপ

একবার চারজন অন্ধলোক একসঙ্গে হাতি দেখতে বেরিয়েছিল। প্রথমজন হাতির পা ছুঁয়ে বলল,—“হাতি একটা থামের মতো”। দ্বিতীয় জন হাতির শুঁড়ে হাত দিয়ে বলল,—“হাতি একটা একটি মোটা লাঠির মতো”। তৃতীয়জন হাতীর পেটে হাত দিয়ে বলল,—“হাতি প্রকাণ্ড জালার মতো”। বিশদ

01st  January, 2021
জীবন

শৈশব থেকে এক স্বপ্ন দেখেছি—এই পৃথিবীর মানুষের ঘরে ঘরে আনন্দের দীপ জ্বলুক, মুছে নিক বেদনার অন্ধকার—সুন্দর হোক, শান্তির হোক সকলের জীবন, মাটির ঘরে নেমে আসুক স্বর্গ—এ নিয়ে আপন মনে একা একা কত স্বপ্ন বুনেছি, চোখের জলে কত প্রার্থনা জানিয়েছি। বিশদ

31st  December, 2020
ঈশ্বর

শান্তিসংস্থাপকেরাই ধন্য—কারণ তারা ঈশ্বরের সন্তানরূপে গণ্য হবে।
ভগবানের সঙ্গে একাত্মনুভূতিলাভের ফলেই আমরা তাঁর যথার্থ সন্তান এবং শান্তিসংস্থাপক হই। অবশ্য একথা সত্য যে আমরা সর্বদাই তাঁর সন্তান—এমন কি অজ্ঞান অবস্থাতেও। অজ্ঞান অবস্থায় আমাদের ‘কাঁচা আমি’ আত্মপ্রতিষ্ঠা করে, ফলে হয় ভগবদ্‌বিস্মরণ। ঈশ্বর ও সর্বভূতের সঙ্গে একাত্মনুভূতিলাভের পূর্ব পর্যন্ত আমরা কখনই শান্তির অধিকারী হই না। সমাধিকালে জ্ঞানীর অহংকার ঈশ্বরে বিলীন হয়। 
বিশদ

30th  December, 2020
ডাক্তার

ডাক্তার তাকেই বলবো যে রোগীর কাছে দেবদূতের মত এসে দাঁড়াবে, যাকে দেখলেই রোগীর মনে হবে তার অর্ধেক রোগ ভাল হয়ে গেছে, তার কথায় থাকবে আশ্বাস, রোগীকে সে ভরসা দেবে, শান্তি দেবে। মরণ বাঁচন তো ঠাকুরের হাতে। ডাক্তারের কখনও উচিত নয় রোগীকে হতাশ করা বা তার প্রতি অবহেলার ভাব দেখানো। বিশদ

29th  December, 2020
পাঁচিল 

একটি জায়গা খুব উঁচু পাঁচিল দিয়ে ঘেরা থাকত। ফলে বাইরের লোকের কাছে পাঁচিলের ওধারে কি আছে অথবা জায়গাটি কেমন তা অজানা ছিল। একদিন চার জন লোক ঠিক করল তারা মই দিয়ে পাঁচিলে উঠে দেখবে। প্রথম জন পাঁচিলে উঠে ভিতরের দৃশ্য দেখামাত্র “হাঃ হাঃ হাঃ” ক’রে হাসতে হাসতে ভিতরে লাফিয়ে পড়ল। দ্বিতীয় ও তৃতীয় জনও ওইভাবে পাঁচিলে উঠে হাসতে হাসতে ভিতরের দিকে ঝাঁপ দিল।  
বিশদ

28th  December, 2020
রামকৃষ্ণের মহাকাব্য:
জীবনের ধ্রুবতারা

ঈশ্বর সম্বন্ধে যেরূপ মতভেদ, এরূপ মতভেদ বোধহয় আর কোনো বিষয়ে নয়। ঈশ্বর আছেন কিনা, তিনি সাকার বা নিরাকার এবং কোন্‌ সাকার মূর্তি তাঁহার স্বরূপ-মূর্তি, অজ্ঞানবশতঃ ইহা লইয়া বাদানুবাদ নিয়তই চলিতেছে। ম্যাকস্‌মুলার বলেন যে, প্রধানত আট প্রকার ধর্ম প্রচলিত আছে। বিশদ

27th  December, 2020
বোধ

জীবনের উদ্দেশ্যটাও শুভ করতে হবে, আবার সে উদ্দেশ্যে পৌঁছনর পথটাও শুভ করতে হবে। শুভ উদ্দেশ্য কখনও অশুভ পথে সিদ্ধ হয় না। বেশী চেয়ো না। এ জগৎটা পাওয়ার জগৎ নয়, হারানোর জগৎ। পাওয়ার চেয়ে হারানোর ঝুঁকিটাই বেশী। ঠাকুর নিজে থেকে যা দেননি তা জোর করে চাওয়া ঠিক নয়। বিশদ

26th  December, 2020
ঈশ্বর

মানুষ কিংবা সৃষ্ট কোনো বস্তুতে আস্থা রাখা মূঢ়তা। তুমি অন্যের সেবা করবে, লোকসমাজে দীন বলে পরিচিত হবে, তাতে কুণ্ঠিত হওয়ার কী আছে, যীশুখ্রীষ্টের প্রেমেই তুমি যদি উদ্বুদ্ধ হও? বিশদ

25th  December, 2020
ধর্ম

শিষ্যের থাকা চাই—পবিত্রতা, যথার্থ জ্ঞানপিপাসা ও অধ্যবসায়। অপবিত্র ব্যক্তি কখনও ধার্মিক হইতে পারে না। পবিত্রতাই শিষ্যের একটি প্রধান প্রয়োজনীয় গুণ। সর্বপ্রকারে পবিত্রতা একান্ত আবশ্যক। দ্বিতীয় প্রয়োজন—যথার্থ জ্ঞানপিপাসা। ধর্ম চায় কে? বিশদ

24th  December, 2020
ধর্মই

ধর্মই মানুষের প্রকৃত রক্ষক, দুর্দিনের সহায়। একমাত্র ধর্মই মানুষের সমস্ত অভাব, অশান্তি দূর করতে পারে। আপনি সর্বাবস্থায় ধর্মকে আশ্রয় করে থাকবেন, তা হলে শেষ পর্যন্ত আপনার সমস্ত সমস্যার সুন্দর সমাধান হবেই। বিশদ

22nd  December, 2020
অমৃতকথা

যাঁহার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা তিনি স্বয়ং ভগবান্‌। যাঁর অংশ, কলা, আবেশ বলিয়া অন্য সকলের অবতারত্ব, তিনি পূর্ণতম বিগ্রহ—শ্রীকৃষ্ণ। যদি বলেন ‘অখণ্ড ব্রহ্মের আবার অংশ—অংশী কী?’ একথা ঠিকই; অখণ্ড সচ্চিদানন্দের অংশ হয় না। বিশদ

21st  December, 2020
লীলা

শ্রীকৃষ্ণের নিত্যলীলা নিত্যকালেই আছে। ঐ লীলা অনন্ত ব্রহ্মাণ্ডে বিচরণ করিয়া বেড়ায়। পাঁচ হাজার বৎসর পূর্বে ঐ লীলা এই পৃথিবীকে স্পর্শ করিয়াছিল। ‘স্পর্শক’ (যাহার ইংরাজী নাম tangent) যেমন বৃত্তের পরিধিকে স্পর্শ করিয়াছিল তাহার নাম বৃন্দাবন ধাম। এই ধামকে নিত্যলীলা স্পর্শ করিয়াছিল অনন্তকালের তুলনায় অতি অল্প সময়। বিশদ

20th  December, 2020
বৈষ্ণব

বৈষ্ণব—‘‘ আপনার প্রশ্নে আমি অনুগৃহীত হইলাম। অগ্রে আপনি কিঞ্চিত প্রসাদ গ্রহণ করুন। কারণ মধ্যাহ্ন অতীত প্রায়। পরে আপনাকে আমি যথাশক্তি আপনার প্রশ্নের উত্তর বলিব।’’ বিশদ

19th  December, 2020
গীতা

গীতা সম্বন্ধে প্রথমেই কিছু ভূমিকার প্রয়োজন। দৃশ্য—কুরুক্ষেত্রের সমরাঙ্গণ। পাঁচ হাজার বৎসর পূর্বে ভারতবর্ষের আধিপত্য লাভের জন্য একই রাজবংশের দুইটি শাখা—কুরু ও পাণ্ডব যুদ্ধক্ষেত্রে সমবেত হইয়াছিল। পাণ্ডবদের ছিল রাজ্যে ন্যায়সঙ্গত অধিকার, কৌরবদের ছিল বাহুবল। বিশদ

18th  December, 2020
একনজরে
ফ্ল্যাটের বেআইনি নির্মাণ ভাঙা বন্ধ করা নিয়ে আদালতে জোর ধাক্কা খেলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বেআইনি নির্মাণ ভাঙা বন্ধ করা নিয়ে তাঁর আর্জি খারিজ করে দিয়েছে ...

নতুন বছরের শুরুতে পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত কমছে। গত ২৪ ঘণ্টায় জেলায় মাত্র ছ’জন আক্রান্ত হয়েছেন। ...

সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য প্রথমবার মুম্বই সিনিয়র দলে সুযোগ পেলেন অর্জুন তেন্ডুলকর। ২২ জনের স্কোয়াডে অর্ন্তভুক্ত করা হয়েছে শচীন পুত্রকে। ...

সংস্কার না হলে রাস্তা কেটে প্রতিবাদ জানানো হবে। পোস্টারে এমনই হুমকি দিল এসইউসি। কুলপি রোড, জয়নগর-জামতলা রোড, জামতলা-হেরোভাঙা রাস্তা, ৩০ জানুয়ারির মধ্যে মেরামত করা না হলে নেওয়া হবে চরম পদক্ষেপ। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

আপনার মনে ধর্মভাব জাগ্রত হবে। কর্মপ্রার্থীরা কর্মের সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সূচনা হবে। অর্থ নিয়ে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৪৯৬ - লিওনার্দো দ্য ভিঞ্চি উড়োজাহাজ চালানোর চেষ্টা করে ব্যর্থ হন।
১৯৫৬- আগুনে ক্ষতিগ্রস্ত আইফেল টাওয়ারের একাংশ।
১৯৫৬- অভিনেতা মেল গিবসনের জন্ম।
১৯৬৯- ফর্মুলা ওয়ান রেসের চালক মাইকেল শ্যুমাখারের জন্ম।
২০১০ - বিশিষ্ট সাহিত্যিক মতি নন্দী প্রয়াত।
২০১১ - বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুচিত্রা মিত্র প্রয়াত।
২০১৯ -  বিশিষ্ট কবি, ঔপন্যাসিক ও ছোটগল্পকার দিব্যেন্দু পালিত প্রয়াত।



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৩৮ টাকা ৭৪.০৯ টাকা
পাউন্ড ৯৮.০০ টাকা ১০১.৪৭ টাকা
ইউরো ৮৮.৪১ টাকা ৯১.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
01st  January, 2021
পাকা সোনা (১০ গ্রাম) ৫০,৯৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৮,৩৪০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৯,০৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৭,৭০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৭,৮০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৯ পৌষ, ১৪২৭, রবিবার, ৩ জানুয়ারি ২০২১, চতুর্থী ৫/৪ দিবা ৮/২৩। মঘা নক্ষত্র ৩৩/৫৮ রাত্রি ৭/৫৭। সূর্যোদয় ৬/২১/১৯, সূর্যাস্ত ৫/০/৪১।  অমৃতযোগ দিবা ৭/৪ গতে ৯/১১ মধ্যে পুনঃ ১২/২ গতে ২/৫৩ মধ্যে। রাত্রি ৭/৪১ গতে ৯/২৮ মধ্যে পুনঃ ১২/৭ গতে ১/৫৪ মধ্যে পুনঃ ২/৪৮ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ দিবা ৩/৩৬ গতে ৪/১৯ মধ্যে। বারবেলা ১০/২০ গতে ১/০ মধ্যে। কালরাত্রি ১/২০ গতে ৩/১ মধ্যে। 
১৮ পৌষ, ১৪২৭, রবিবার, ৩ জানুয়ারি ২০২১, চতুর্থী দিবা ৭/৫৬। মঘা নক্ষত্র রাত্রি ৮/২। সূর্যোদয় ৬/২৪, সূর্যাস্ত ৫/১। অমৃতযোগ দিবা ৭/৫ গতে ৯/১৩ মধ্যে ও ১২/৩ গতে ২/৫৪ মধ্যে এবং রাত্রি ৭/৪২ গতে ৯/২৮ মধ্যে ও ১২/৯ গতে ১/৫৫ মধ্যে ও ২/৪৯ গতে ৬/২৪ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/৩৬ গতে ৪/১৯ মধ্যে। বারবেলা ১০/২৩ গতে ১/২ মধ্যে। কালরাত্রি ১/২৩ গতে ৩/৩ মধ্যে। 
১৮ জমাদিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আপনার আজকের দিনটি
মেষ: কর্মপ্রার্থীরা কর্মের সুযোগ পাবেন। বৃষ:  ব্যবসায়ীদের জন্য শুভ সময়। মিথুন: উচ্চশিক্ষালাভের সুযোগ। কর্কট: নানা উপায়ে ...বিশদ

04:29:40 PM

ইতিহাসে আজকের দিনে
১৪৯৬ - লিওনার্দো দ্য ভিঞ্চি উড়োজাহাজ চালানোর চেষ্টা করে ব্যর্থ ...বিশদ

04:28:18 PM

আইএসএল: নর্থ ইস্টকে ২-০ গোলে হারাল মোহন বাগান 

09:31:13 PM

আইএসএল: মোহন বাগান ২ নর্থ ইস্ট ০ (৫৬ মিনিট) 

08:51:49 PM

আইএসএল: মোহন বাগান ১ নর্থ ইস্ট ০ (৫০ মিনিট) 

08:45:32 PM

আইএসএল: মোহন বাগান ০ নর্থ ইস্ট ০ (হাফটাইম) 

08:25:22 PM