Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

সাধু সাবধান
ব্রাত্য বসু

সাংবাদিক গৌরী লঙ্কেশ খুন হয়েছিলেন বেঙ্গালুরুতে, তাঁর রাজেশ্বরীনগরের বাড়ির ঠিক সামনে। তারিখটা ছিল ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর। সন্ধ্যা আটটা নাগাদ। গৌরীর বাবা ছিলেন কন্নড় সাহিত্যের প্রখ্যাত লেখক, কবি, নাটককার পাল্যা লঙ্কেশ, যিনি একইসঙ্গে চলচ্চিত্র পরিচালনার জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন আবার সাহিত্যরচনার জন্য সাহিত্যে আকাদেমি পুরস্কার পান। মেয়ের মৃত্যু অবশ্য তাঁকে চোখে দেখতে হয়নি, কারণ গৌরীর খুনের বেশ কিছু বছর আগে পাল্যা প্রয়াত হয়েছিলেন। সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে তাঁর ফ্ল্যাটের দরজা খুলছিলেন গৌরী। পেছন থেকে তাঁর পিঠে সাতটা গুলি ছোঁড়া হয়। দুজন হেলমেটধারী বাইক নিয়ে তাঁকে ‘ফলো’ করেছিল।
আরেক সাহিত্য-আকাদেমি পুরস্কারপ্রাপক এম এম কালবুর্গি খুন হয়েছিলেন, গৌরী লঙ্কেশ খুন হওয়ার দু’বছর আগে, ওই বেঙ্গালুরু শহরের কল্যাণনগরে সকাল সাড়ে আটটা নাগাদ। প্রাক্তন অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কালবুর্গির খুনিরা তাঁর বাড়িতে এসেছিল ছাত্র সেজে। 
তারিখটা ছিল ৩০ আগস্ট, ২০১৫। আততায়ীরা সেই বাইক চড়েই এসেছিল। কালবুর্গির স্ত্রী ওদের ছাত্র ভেবে ড্রইংরুমে বসান। রান্নাঘরে চা-ও আনতে যান। সেখান থেকে গুলির  শব্দ শুনতে পান কালবুর্গির স্ত্রী উমা। তারও দু’বছর আগে ওই আগস্ট মাসেই মহারাষ্ট্রের পুনে শহরে প্রাতঃভ্রমণ সেরে বাড়ি ফেরার পথে ওঙ্কারেশ্বর মন্দিরের ঠিক সামনে খুন হন চিকিৎসক নরেন্দ্র দাভোলকার। দাভোলকার অবশ্য বহুদিন ধরেই নানাভাবে নানা হুমকি পাচ্ছিলেন, মৃত্যুপরোয়ানাও ছিল। মহারাষ্ট্র সরকার তাঁকে পুলিসি-নিরাপত্তা দিতে চেয়েছিল, কিন্তু দাভোলকার তা প্রত্যাখ্যান করেন। দাভোলকার বলেছিলেন, “কেন নেব এই নিরাপত্তা? আমি যদি এটা নিই তাহলে সেটা নিচ্ছি আমার নিজের দেশের মাটিতে, নিজের দেশের লোকেদের হাত থেকে বাঁচার জন্য। আমি ভারতীয় সংবিধানের আধারের মধ্যে থেকে কাজ করছি। কারুর বিরুদ্ধে আমি নই, বরং সবার পক্ষে।” তাও সেই দু’জন অজ্ঞাতনামা বাইক-আরোহী এই ৬৮ বছরের প্রৌঢ়ের মাথায় ও বুকে সকালবেলায় চার রাউন্ড বুলেট বিঁধে দেয়। যৌবনে খুব ভালো কবাডি খেলতেন এই চিকিৎসক। দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনেও কবাডি খেলেছিলেন দাভোলকার। তিনিও সরকারি পুরস্কারপ্রাপ্ত বিদ্বজ্জন ছিলেন।
দু’বছর বাদে মারাঠি পুরস্কারপ্রাপ্ত লেখক গোবিন্দ পানসারে অবশ্য মহারাষ্ট্রের কোলাপুরে গৌরী লঙ্কেশদের মতো গুলি খাওয়ার সঙ্গে সঙ্গেই মারা যাননি। সস্ত্রীক পানসারে দাভোলকারের মতোই প্রাতঃভ্রমণ সেরে ফেরার পথে আবার ওই অজ্ঞাত হেলমেটধারী দুই বাইক আরোহীর মুখোমুখি হন, যারা ৮২ বছর বয়সি পানসারে ও তাঁর স্ত্রীর বুকে বুলেট বিঁধিয়ে পালিয়ে যায়। স্বামী-স্ত্রী দু’জনকেই রক্তাক্ত অবস্থায় নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরের দিন পানসারের জ্ঞান অল্প ফিরলেও, তাঁর অশীতিপর বৃদ্ধা স্ত্রী উমা দেবী কোমাতেই থাকেন। তিনদিন পরে পানসারেকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে প্লেনে উড়িয়ে আনা হয়। কিন্তু 
পরদিন অর্থাৎ গুলি খাওয়ার পাঁচদিন পরে, ২১ ফেব্রুয়ারি পানসারের শারীরিক অবস্থার আচম্বিত অবনতি ঘটে ও ফুসফুসে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য এই বৃদ্ধ ওই হাসপাতালে প্রয়াত হন। তাঁর স্ত্রী উমা পানসারে তখনও কোলাপুরের ওই হাসপাতালে গভীর কোমায়। দু’বছর বাদে অর্থাৎ যে বছর কালবুর্গি খুন হয়েছিলেন, সেবছরের 
মার্চে মৃত্যুর সঙ্গে যুঝে কোলাপুরের ওই হাসপাতাল থেকে ছাড়া পান অশীতিপর উমা পানসারে। তিনি পরে বলেছিলেন, যখন বাইক আরোহীরা 
ওই সকালবেলা তাদের আগ্নেয়াস্ত্র বার করে, তার আগে তারা জোরে জোরে হাসছিল। তারপর উমা দেবীর আর কিছু মনে নেই।
যে-ক’জন সন্দেহভাজন পরে ধরা পড়ে তাদের মধ্যে অন্যতম সমীর গায়কোয়াড় আর পরশুরাম বাঘমোরে পরে বলেছিল, দাভোলকার, কালবুর্গি এবং গৌরী লঙ্কেশ তিনজনকেই তারা খুন করেছে। কিন্তু কেন খুন করেছে? তা তারা জানে না। যাঁদের তারা খুন করতে গিয়েছিল, তাঁদের তারা ভালো করে চেনেও না। কোনও একজন উচ্চপদস্থ লোক তাদের বলে নিজের ‘কওম’-কে বাঁচাতে এঁদের খুন করা জরুরি। তারা এই খুনগুলোর জন্য অর্থের বরাত পায়নি, ধর্মের বরাত পেয়েছিল।
লক্ষণীয় যে, যাঁরা গোটা ভারতের এই তথাতকথিত ‘কওম’ রক্ষাকারী হিন্দুত্ববাদীদের হাতে খুন হচ্ছেন তাঁরা পেশায় হয় অধ্যাপক, শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী বা মানবাধিকার কর্মী তথা লেখক, যাঁদের সংখ্যা ভারতে সম্ভবত পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি।
বিশ্ববন্দিত অর্থনীতিবিদ রাজ্য বিজেপির ভাষায় ‘জমি-মাফিয়া’ এবং ‘অযোগ্য নোবেল পুরস্কার প্রাপক’! সবাই জানে, অশীতিপর অমর্ত্য সেন ঘোর বিজেপি-বিরোধী। তাঁর শান্তিনিকতনের বাড়ি ‘প্রতীচী’র সামনে ‘কওম’-রক্ষার বরাতপ্রাপ্ত হেলমেট পরা দুই অজ্ঞাতপরিচয় বাইকধারী এখনও যে জোরে জোরে হাসতে হাসতে অর্ধবৃত্তাকারে 
ঘুরে এসে দাঁড়ায়নি, তার কারণ গঙ্গার এপারে স্যাফ্রন ব্রিগেড পৌঁছতে পারেনি। ভাগীরথীর ধারে দশপ্রহরণধারিণী দুর্গা তাঁর দশ হাত দিয়ে পবননন্দন হনুমানের লেজটি মুচড়ে ধরে আছেন বলে। ওই হাতের মুঠো যেদিন আলগা হবে, সেদিন পিলপিল করে, ‘জয় বজরংবলী’র দলবল পাইপগান, ওয়ান শটার কোমরে গুঁজে, গুটখার খয়েরি পিক ফুটপাতে ফেলে পশ্চিমবঙ্গে ঢুকবে 
আর ‘মছলিখোর বঙ্গালি কা বাচ্চা’দের চিন্তাযুক্ত কপাল এবং শীর্ণ ছাতি টিপ করে করে গুলি ছুঁড়বে। মমতা বন্দোপাধ্যায় কৃত সুপার স্পেশালিটি হাসপাতালগুলি তখন ভরে উঠবে আর্তনাদে, আর সিঁড়িগুলি ধুয়ে যাবে রক্তের দাগে।
কী অপরাধ ছিল অমর্ত্য সেনের? তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতির কট্টর সমালোচক। নোটবন্দি থেকে জিএসটি, দেশজুড়ে বেকারত্বের ক্রমবর্ধমানতা ও জিডিপি-হ্রাস ইত্যাদি নিয়ে বরাবরই সরব। বিজেপি ঘেঁষা অর্থনীতিবিদ জগদীশ ভারতীর সঙ্গে তাঁর তাত্ত্বিক বিতর্ক ভারতের অর্থনীতি মহলে সুবিদিত ঘটনা। নরেন্দ্র মোদি জমানার প্রথম দিকেই অমর্ত্য সেন এই সরকারের রক্ষণশীল অর্থনীতি ভাবনার বিরোধিতা করে বলেছিলেন, ‘সোশ্যাল ইকুইটি’, স্বাস্থ্য ও শিক্ষার বিকাশে তৃণমূল স্তরে কাজ করে তাদের স্বতঃস্ফূর্ত বিকাশ করা উচিত। জগদীশ ভারতীর মনে হয়েছিল মনমোহন সিং পরিচালিত ইউপিএ-২-এর অর্থনৈতিক নীতি মুক্ত বাজারের পক্ষে, যা অধিকাংশ উদ্যোগপতির ‘জান্তব লোভ’-এর বৃদ্ধি ঘটায়।
কিন্তু এসবই তো তাত্ত্বিক তর্কাতর্কির বিষয়। আজ অধিকাংশ উদ্যোগপতির জায়গায়, বৃহৎ একচেটিয়া পুঁজি কেবলমাত্র দু’টি গুজরাতি বৃহৎ পুঁজিপতি ব্যবসায়ীর হাতে কুক্ষিগত হয়ে গিয়েছে রাষ্ট্রীয় অনুমোদনে। তা নিয়েও বহু তর্কাতর্কি চলেছে। সকলে কমবেশি এটা জানেন। তাই বলে অমর্ত্য সেন ‘জমি-মাফিয়া’? ‘অযোগ্য নোবেল পুরস্কার প্রাপক’? তাঁর একশো বছরের পৈতৃক বাড়ি আক্রমণ ও ভাঙচুরের উদ্যোগ? যে পরিবারের সঙ্গে বোলপুরে যোগাযোগ ছিল স্বয়ং রবীন্দ্রনাথের। বজরংবলীরা তা হলে পারছে এত দূর করতে। এসব বাঙালিকে চোখ মেলে দেখতে হচ্ছে। যে তরুণ কবি আসছেন কবিতা লিখতে, যে সাংবাদিক নতুন আসছেন পেশায়, যে সংস্কৃতি কর্মী সবে এসেছেন সংস্কৃতির আঙিনায়, যে শিক্ষক-অধ্যাপক সদ্য পড়াতে ঢুকছেন স্কুলে বা কলেজে, তাঁরা অন্তত অনুধাবন করুন মমতা বন্দোপাধ্যায় কোনও অঙ্গরাজ্যের মাথায় না-থাকলে, তাঁদের ঠিক কী দশা হতে পারে! অন্তত তাঁরাই বিবেচনা করুন।
সাধু সাবধান! 
লেখক রাজ্যের মন্ত্রী (মতামত ব্যক্তিগত)
31st  December, 2020
একুশের শপথ ও বাংলার ভবিষ্যৎ
হিমাংশু সিংহ

কাশ্মীর থেকে কন্যাকুমারী—কেউ তো বলছেন না মোদিজি ছ’বছরে সোনার ভারত গড়ে দিয়েছেন! তাহলে ভোটের আগে ‘সোনার বাংলা’ গড়ার নামে হঠাৎ এই মিথ্যাচার কেন? বিশদ

মমতার ‘কৃষকবন্ধু’ বনাম
মোদির ‘কিষান সম্মান নিধি’
তন্ময় মল্লিক

গোটা বিশ্ব যদি বলে, রাজ্য সরকার চাষিদের বঞ্চিত করছে বা ঠকাচ্ছে, সেটা চাষি কিছুতেই বিশ্বাস করবেন না। উল্টে কেন্দ্রীয় সরকারের ‘প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা’র গোটা বিষয়টি চাষিরা জানলে নাক ও নরুনের তফাৎটা উপলব্ধি করতে পারবেন। বিশদ

02nd  January, 2021
বিশের আঁধার ঘুচিয়ে
‘একুশ’ হোক আলোকিত
মৃণালকান্তি দাস

‘বিশের বিষ’ ভুলতে চাই আমরা। করোনার বিষ নির্মূলে প্রতিটি মানুষের হাতে পৌঁছাক অমূল্য ভ্যাকসিন। যত দ্রুত সম্ভব! নতুন বছরের প্রার্থনা একটাই, ‘বিশে’-এর 
আঁধার ঘুচিয়ে ‘একুশ’ যেন আলোকিত হয়ে ওঠে।
বিশদ

01st  January, 2021
শ্রীরামকৃষ্ণের
কল্পতরু-লীলা
স্বামী আত্মবোধানন্দ

‘কল্পতরুর নীচে বসে একজনের ইচ্ছে হ’ল রাজা হই, অমনি সে রাজা হ’ল। পরমুহূর্তে ইচ্ছে হ’ল, যেন সুন্দরী স্ত্রী পাই, সঙ্গে সঙ্গে তাই পেল। তারপর মনে হ’ল যদি বাঘ এসে তাকে খেয়ে ফেলে, অমনি বাঘ এসে খেয়ে ফেললে। ভগবান সেইরকম কল্পতরু। যে তাঁর সামনে নিজেকে অভাগা বা গরীব ভাবে সে সেইরকম থাকে। কিন্তু যে ভাবে ও বিশ্বাস করে ভগবান তার ইচ্ছা পূর্ণ করবেন, তার ইচ্ছাও সত্যি সত্যি পূর্ণ হয়।’ বিশদ

01st  January, 2021
নরেন গুলের সন্দেশ
সন্দীপন বিশ্বাস 

যন্ত্রণার একটা বছর কেটে যাচ্ছে। আমরা মুখোমুখি আর একটা নতুন বছরের। যেভাবে বছরটা কাটল, এখনও ভাবলে যেন গায়ে কাঁটা দেয়। এখনও যদিও আমরা নিরাপদ আবহে প্রবেশ করতে পারিনি, তবুও অনেকটা সামলে উঠেছি বলা যায়। এই সময়ের মধ্যে বিষাদের পংক্তিতে ভরে গিয়েছে আমাদের হিসাবের খাতা। সালতামামি কষতে গেলে দেখা যায়, বিয়োগফল শূন্য। তবুও আমাদের সমুখ পানেই হাঁটতে হয়, নতুন আশায় বুক বাঁধতে হয়।  
বিশদ

30th  December, 2020
বিশের অবসান, মোদিজির
একুশের বাংলা রাজনীতি

শান্তনু দত্তগুপ্ত

ভাবছেন, বাঙালি ভোটারদের সঙ্গে তিনি দারুণ কানেক্ট করছেন। কিন্তু ‘ও রে গ্রহবাসী’ বললে বাঙালির গৃহবাসীরা যে তাঁকে মাথায় তুলে নাচবে না, এই সত্যিটা কেউ তাঁকে বোঝায়নি। বিশদ

29th  December, 2020
সার্বিকভাবে বিরাট ক্ষত রেখে যাচ্ছে ২০২০
পি চিদম্বরম 

ঈশ্বরের কৃপায় ২০২০ সাল অন্তিম লগ্নে চলে আসছে। প্রতিটা দেশের উপর আঘাত নেমে এসেছে এবং কিছু দেশের একেবারে ভগ্নদশা। কোভিড-১৯ বিদায় হয়নি, তবে তার চোখ রাঙানি কমেছে, এবং ভ্যাকসিন বণ্টনের উদ্যোগটা আমাদের আশান্বিত করে তুলছে। ভারত সম্পর্কে যতটা বুঝি, আমাদের অর্থনীতির ভয়ানক ক্ষতি হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষের জীবন ওষ্ঠাগত হয়ে উঠেছে, বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের জীবন এবং যাঁদের স্থায়ী চাকরি-বাকরি চলে গিয়েছে। 
বিশদ

28th  December, 2020
নীল বিজেপি বনাম গেরুয়া
বিজেপি, নরকগুলজার শুরু

হিমাংশু সিংহ

যাঁরা আজ তৃণমূলের সঙ্গে বেইমানি করছেন, তাঁরাই কাল বাদে পরশু বিজেপির সঙ্গেও সেই একই খেলা যে খেলবেন না, তার নিশ্চয়তা কোথায়! বিশ্বাসঘাতকদের ‘পিছন থেকে ছুরি মারা’ চরিত্রের সহজে বদল হয় না। তাঁদের উচ্চাকাঙ্ক্ষা আকাশছোঁয়া। বিশদ

27th  December, 2020
প্রশান্ত কিশোরের চ্যালেঞ্জ ও কিছু অঙ্ক
তন্ময় মল্লিক

২০১৮ সালে শ্রীলঙ্কা-ইংল্যান্ড সিরিজের শেষ ম্যাচ। শ্রীলঙ্কার ৩৭৬ রানের জবাবে ইংল্যান্ড আট উইকেট খুইয়ে তুলেছে ১৩২ রান। ব্যাট করছেন ইংল্যান্ডের নিয়াম প্ল্যাঙ্কেট। এলবিডব্লুর জোরালো আবেদন। আম্পায়ার আলিম দার আঙুল তুলে জানিয়ে দিলেন, আউট। ইংল্যান্ড রিভিউ চাইল। তখনই নামল বৃষ্টি। বিশদ

26th  December, 2020
নরেন্দ্র মোদিকে কীভাবে মনে
রাখবে আগামী ভারত?
সমৃদ্ধ দত্ত

ক্রমাগত বেশি বললে কথার গুরুত্ব হারিয়ে যায়। কিছু কালজয়ী সিদ্ধান্ত নিন মাননীয় প্রধানমন্ত্রী। আমরা সকলেই আশায় আছি। শুধু‌ই ঩হেডলাইন ম্যানেজমেন্ট স্বল্পস্থায়ী হয়। দীর্ঘস্থায়ী কিছু করে যান মোদিজি। নচেৎ ২০৪০ সালে আপনার পরিচয় হবে নিছকই একজন প্রাক্তন প্রধানমন্ত্রী। বিশদ

25th  December, 2020
অটলজির সঙ্কল্পে
অটল মোদিজি
কৈলাস বিজয়বর্গীয়

সামাজিক ও রাষ্ট্রীয় উদ্যোগের কারণেই অটলবিহারী বাজপেয়িকে আমরা কেবলমাত্র জয়ন্তী ও পুণ্যতিথিতে স্মরণ করি না; বরং তাঁর কর্মকাণ্ড আমাদের সকল কাজের প্রেরণা জুগিয়ে চলেছে। বিশদ

25th  December, 2020
এগিয়ে আসতে হবে বামপন্থীদেরই
সুজন চক্রবর্তী

উন্নত, দৃঢ় মতাদর্শ ছাড়া বিজেপিকে ঠেকানো সম্ভব নয়। পারবে না তৃণমূল। বস্তুত তৃণমূল নিজেই এখন অস্তিত্ব সঙ্কটে। বাম-গণতান্ত্রিক-ধর্মনিরপেক্ষ সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করেই ঠেকাতে হবে। নেতৃত্ব দিতে হবে বামপন্থীদেরই। বিশদ

24th  December, 2020
একনজরে
ফ্ল্যাটের বেআইনি নির্মাণ ভাঙা বন্ধ করা নিয়ে আদালতে জোর ধাক্কা খেলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বেআইনি নির্মাণ ভাঙা বন্ধ করা নিয়ে তাঁর আর্জি খারিজ করে দিয়েছে ...

সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য প্রথমবার মুম্বই সিনিয়র দলে সুযোগ পেলেন অর্জুন তেন্ডুলকর। ২২ জনের স্কোয়াডে অর্ন্তভুক্ত করা হয়েছে শচীন পুত্রকে। ...

আবর্জনা সাফাই নিয়ে বচসা। তার জেরে পুরসভার মহিলা সাফাই কর্মীকে মারধরের অভিযোগ উঠল এলাকাবাসীদের বিরুদ্ধে। ...

নতুন বছরের শুরুতে পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত কমছে। গত ২৪ ঘণ্টায় জেলায় মাত্র ছ’জন আক্রান্ত হয়েছেন। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

আপনার মনে ধর্মভাব জাগ্রত হবে। কর্মপ্রার্থীরা কর্মের সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সূচনা হবে। অর্থ নিয়ে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৪৯৬ - লিওনার্দো দ্য ভিঞ্চি উড়োজাহাজ চালানোর চেষ্টা করে ব্যর্থ হন।
১৯৫৬- আগুনে ক্ষতিগ্রস্ত আইফেল টাওয়ারের একাংশ।
১৯৫৬- অভিনেতা মেল গিবসনের জন্ম।
১৯৬৯- ফর্মুলা ওয়ান রেসের চালক মাইকেল শ্যুমাখারের জন্ম।
২০১০ - বিশিষ্ট সাহিত্যিক মতি নন্দী প্রয়াত।
২০১১ - বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুচিত্রা মিত্র প্রয়াত।
২০১৯ -  বিশিষ্ট কবি, ঔপন্যাসিক ও ছোটগল্পকার দিব্যেন্দু পালিত প্রয়াত।



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৩৮ টাকা ৭৪.০৯ টাকা
পাউন্ড ৯৮.০০ টাকা ১০১.৪৭ টাকা
ইউরো ৮৮.৪১ টাকা ৯১.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
01st  January, 2021
পাকা সোনা (১০ গ্রাম) ৫০,৯৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৮,৩৪০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৯,০৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৭,৭০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৭,৮০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৯ পৌষ, ১৪২৭, রবিবার, ৩ জানুয়ারি ২০২১, চতুর্থী ৫/৪ দিবা ৮/২৩। মঘা নক্ষত্র ৩৩/৫৮ রাত্রি ৭/৫৭। সূর্যোদয় ৬/২১/১৯, সূর্যাস্ত ৫/০/৪১।  অমৃতযোগ দিবা ৭/৪ গতে ৯/১১ মধ্যে পুনঃ ১২/২ গতে ২/৫৩ মধ্যে। রাত্রি ৭/৪১ গতে ৯/২৮ মধ্যে পুনঃ ১২/৭ গতে ১/৫৪ মধ্যে পুনঃ ২/৪৮ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ দিবা ৩/৩৬ গতে ৪/১৯ মধ্যে। বারবেলা ১০/২০ গতে ১/০ মধ্যে। কালরাত্রি ১/২০ গতে ৩/১ মধ্যে। 
১৮ পৌষ, ১৪২৭, রবিবার, ৩ জানুয়ারি ২০২১, চতুর্থী দিবা ৭/৫৬। মঘা নক্ষত্র রাত্রি ৮/২। সূর্যোদয় ৬/২৪, সূর্যাস্ত ৫/১। অমৃতযোগ দিবা ৭/৫ গতে ৯/১৩ মধ্যে ও ১২/৩ গতে ২/৫৪ মধ্যে এবং রাত্রি ৭/৪২ গতে ৯/২৮ মধ্যে ও ১২/৯ গতে ১/৫৫ মধ্যে ও ২/৪৯ গতে ৬/২৪ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/৩৬ গতে ৪/১৯ মধ্যে। বারবেলা ১০/২৩ গতে ১/২ মধ্যে। কালরাত্রি ১/২৩ গতে ৩/৩ মধ্যে। 
১৮ জমাদিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আপনার আজকের দিনটি
মেষ: কর্মপ্রার্থীরা কর্মের সুযোগ পাবেন। বৃষ:  ব্যবসায়ীদের জন্য শুভ সময়। মিথুন: উচ্চশিক্ষালাভের সুযোগ। কর্কট: নানা উপায়ে ...বিশদ

04:29:40 PM

ইতিহাসে আজকের দিনে
১৪৯৬ - লিওনার্দো দ্য ভিঞ্চি উড়োজাহাজ চালানোর চেষ্টা করে ব্যর্থ ...বিশদ

04:28:18 PM

আইএসএল: নর্থ ইস্টকে ২-০ গোলে হারাল মোহন বাগান 

09:31:13 PM

আইএসএল: মোহন বাগান ২ নর্থ ইস্ট ০ (৫৬ মিনিট) 

08:51:49 PM

আইএসএল: মোহন বাগান ১ নর্থ ইস্ট ০ (৫০ মিনিট) 

08:45:32 PM

আইএসএল: মোহন বাগান ০ নর্থ ইস্ট ০ (হাফটাইম) 

08:25:22 PM