Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

শ্রীরামকৃষ্ণের
কল্পতরু-লীলা
স্বামী আত্মবোধানন্দ

ভগবান শ্রীরামকৃষ্ণ ১৮৮৬ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি ‘কল্পতরু’ হয়ে ভক্তমনোবাঞ্ছা পূরণ করেছিলেন। ‘কল্পতরু’র কাছে যা চাওয়া হয় তা-ই নাকি পাওয়া যায়। কিন্তু মানুষ তাঁর কাছে কী চাইবে! তিনি তো কাম-কাঞ্চনাদি সর্বত্যাগী সন্ন্যাসী। আর মানুষেরই বা চাওয়ার কী আছে! কাজেই জানা দরকার মানুষের জীবনের উদ্দেশ্য কী? কারণ মানুষের জীবনের উদ্দেশ্যের সঙ্গে তো চাওয়া-পাওয়ার খানিকটা সম্বন্ধ থাকে। শ্রীরামকৃষ্ণ বলেছেন, ‘মানুষের জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ।’ সুতরাং মানুষের যদি ভগবানের কাছে কিছু চাওয়ার সুযোগ হয়ে থাকে, তাহলে অবশ্যই চাওয়া উচিত তাঁকে (ঈশ্বরকে)।
ঈশ্বরই কল্পতরু এবং তাঁর সাক্ষাতে তাঁকেই চাওয়ার এই সৌভাগ্য বা সদ্‌বুদ্ধি সকলের হয় না। ‘কশ্চিদ্‌ যততি সিদ্ধয়ে।’ পুণ্যাত্মারাই কেবলমাত্র এই তত্ত্ব-জ্ঞানের অধিকারী হন এবং এই সুবর্ণ সুযোগ পেয়ে থাকেন। এ প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী ভক্তপ্রবর রামচন্দ্র দত্ত তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লিখেছেন: ‘ভগবানকে চাহে যে, সে ভগবান পাইবে? তাঁহাকে পাওয়া যায় না, এ সংসারে সকলেই ঘুরিয়া বেড়াইতেছে। যে তাঁহাকে চাহে, যে তাঁহাকে দেখিবার জন্য লালায়িত হয়, যে একবার দেখা দাও বলিয়া কাঁদিতে পারে, তাহার সমক্ষে ভগবান তৎক্ষণাৎ আবির্ভূত হইয়া থাকেন। যে ভগবান বলিয়া দুই দিন কাঁদিতে পারে, নিশ্চয়ই ভগবান তাহার গৃহে উপস্থিত হইয়া থাকেন। একথা যদি মিথ্যা হয়, করিয়া দেখুক সত্য কিনা? যদ্যপি ভগবানকে দেখা না যায়, তাহা হইলে শাস্ত্রাদির আর মর্যাদা থাকিতে পারে না।’
শ্রীরামকৃষ্ণের কাছে কিন্তু সেদিন কাউকে চাইতে হয়নি; তিনি অযাচিতভাবেই কৃপাবারি সিঞ্চন করলেন। এই প্রসঙ্গে মনীষী ম্যাক্সমুলার কর্তৃক সংকলিত ‘শ্রীরামকৃষ্ণের বাণী’তে বলা হয়েছে,—‘কল্পতরুর নীচে বসে একজনের ইচ্ছে হ’ল রাজা হই, অমনি সে রাজা হ’ল। পরমুহূর্তে ইচ্ছে হ’ল, যেন সুন্দরী স্ত্রী পাই, সঙ্গে সঙ্গে তাই পেল। তারপর মনে হ’ল যদি বাঘ এসে তাকে খেয়ে ফেলে, অমনি বাঘ এসে খেয়ে ফেললে। ভগবান সেইরকম কল্পতরু। যে তাঁর সামনে নিজেকে অভাগা বা গরীব ভাবে সে সেইরকম থাকে। কিন্তু যে ভাবে ও বিশ্বাস করে ভগবান তার ইচ্ছা পূর্ণ করবেন, তার ইচ্ছাও সত্যি সত্যি পূর্ণ হয়।’ তাঁর কাছে চাইতে হয় না। তাঁর শরণাপন্ন হলে, তিনি না-চাইতেই প্রদান করে থাকেন। তাই করুণাময় শ্রীরামকৃষ্ণ অন্তরঙ্গ-বহিরঙ্গ, জ্ঞানী-অজ্ঞানী, শিষ্য ভক্ত নির্বিচারেই সকলকে তাঁর কৃপাশিস বিতরণ করলেন—‘তোমাদের চৈতন্য হোক’। আশ্চর্য! সেই সময় কিন্তু শ্রীরামকৃষ্ণের গুটিকয়েক (প্রায় ত্রিশ জন) গৃহী ভক্ত-শিষ্য ছাড়া, কোনও ত্যাগী সন্তানই কাছাকাছি ছিলেন না। ভক্ত-ভৈরব গিরিশচন্দ্রই রামচন্দ্র, অতুল প্রভৃতি ভক্ত সকলকে ডেকে বললেন,—‘তোরা কে কোথায় আছিস্‌, আজ শ্রীশ্রীঠাকুর কল্পতরু হয়েছেন এবং সকলকে বর দিচ্ছেন।’ (‘আমার জীবনকথা’—স্বামী অভেদানন্দ)
তাঁর সন্ন্যাসী সন্তানরা তখন তপস্যাভারে ক্লান্ত হয়ে বিশ্রামরত এবং শ্রীরামকৃষ্ণও যেন সেই মুহূর্তের জন্য নাটকীয়ভাবে আলাদা করে গৃহীভক্তদের চৈতন্য বিতরণ করলেন। বলা বাহুল্য, তিনি ইতিপূর্বেই তাঁর অন্তরঙ্গ ত্যাগী-পার্ষদদের চৈতন্য প্রদান করেছিলেন। তবে ‘কল্পতরু’ ঘটনাস্থলে শ্রীরামকৃষ্ণের কোনও ত্যাগী-সন্তানের উপস্থিতি না থাকলেও শ্রীরামকৃষ্ণকে বেষ্টন করে গৃহী-ভক্তরা যে কল্পতরু-কৃপাপরশ প্রাপ্ত হয়েছিল, সে ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন দুই ত্যাগব্রতী লাটু মহারাজ (স্বামী অদ্ভুতানন্দ) ও শরৎ মহারাজ (স্বামী সারদানন্দ)। তাঁরা তখন শ্রীশ্রীঠাকুরের ঘর গোছগাছ করছিলেন এবং ভক্তদের চেঁচামেচি শুনে দোতলার বারান্দায় দাঁড়িয়ে কল্পতরু-লীলা প্রত্যক্ষ করেন। পরবর্তীকালে এক ভক্ত লাটু মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন: ‘আপনি সেদিন উপর থেকে নেমে এলেন না কেন? শুনেছি সেদিন তিনি কল্পতরু হয়েছিলেন—যে যা চাইছিল তাকে তাই আশীর্বাদ করেছিলেন।’ উত্তরে লাটু মহারাজ বলেন: ‘তিনি তো আশীর্বাদ দিয়ে আমাদের ভরপুর ক’রে দিয়েছেন। আবার কি চাইব তাঁর কাছে?’ শরৎ মহারাজও পরবর্তীকালে অনুরূপ প্রশ্নের উত্তরে বলেছিলেন: ‘পাবার ইচ্ছা তো মনে আসেনি, তাছাড়া তিনি যে আমাদেরই ছিলেন।’ (‘ভক্তমালিকা’)
কল্পতরু দিবসে ভক্তদের চৈতন্যপ্রদান করার ঘটনাকে লীলাপ্রসঙ্গকার স্বামী সারদানন্দজি ‘আত্মপ্রকাশে অভয়দান’ বলে উল্লেখ করেছেন। আবার, এক ভক্তের প্রশ্নের উত্তরে স্বামী শিবানন্দজি স্মৃতিচারণ করে জানিয়েছেন: ‘কেবলমাত্র আজকের দিনে তিনি কল্পতরু হয়েছিলেন—তা কেন? তিনি তো সদাই কল্পতরু। জীবকে কৃপা করাই তাঁর একমাত্র কাজ ছিল। আমরা তো চোখের সামনে দেখেছি, তিনি নিত্যই কত জীবকে কত ভাবে কৃপা করতেন। হ্যাঁ, কাশীপুরের বাগানে এইদিন তিনি একসঙ্গে অনেক ভক্তকে কৃপা করেছিলেন। সে হিসাবে আজকের দিনের একটা বিশেষত্ব আছে। তিনি যে কৃপাসিন্ধু ছিলেন, তা সেদিনকার ঘটনায় ভক্তরা বিশেষ ক’রে বুঝতে পেরেছিলেন।’
কল্পতরু দিবস ছাড়াও কৃপাময় শ্রীরামকৃষ্ণের কৃপাবারি সতত বর্ষিত হতো; সেকথা লীলাপ্রসঙ্গকারও বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। তিনি লিখেছেন: ‘কোন কোন ভক্তের প্রতি করুণায় ও প্রসন্নতায় আত্মহারা হইয়া দিব্যশক্তিপূত স্পর্শে তাহাকে কৃতার্থ করিতে আমরা ইতিপূর্বে দক্ষিণেশ্বরে প্রায় নিত্যই দেখিয়াছিলাম।’ সুতরাং সদা কল্পতরু শ্রীরামকৃষ্ণের ভক্তদের চৈতন্য-প্রদান ঘটনাটার পুনরাবৃত্তি ঘটেছিল কল্পতরু দিবসেও; তবে সেদিন একসঙ্গে অনেক ভক্তকে চৈতন্য-প্রদান করেছিলেন, এবং একটা বিশেষ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছিলেন—যা সদা ‘কল্পতরু’ শ্রীরামকৃষ্ণ-জীবনেতিহাসে একটা বিশেষ অধ্যায়রূপে সূচিত হয়েছিল—এই কল্পতরু-রূপে আবির্ভাব উৎসবের মাধ্যমে।
চৈতন্যদায়ক ভগবান শ্রীরামকৃষ্ণ কাশীপুর উদ্যানবাটীতে তাঁর ইহলৌকিক মহালীলার পরিসমাপ্তি ঘটিয়েছিলেন; এবং এই উদ্যানবাটীতেই তাঁর লীলাসায়াহ্নে ভক্তদের মধ্যে পরিচিতি ঘটেছিল ‘কল্পতরু শ্রীরামকৃষ্ণ’ রূপে। চৈতন্যময় শ্রীরামকৃষ্ণের সুশীতল স্নেহচ্ছায়ার সংস্পর্শে যারা এসেছিল তাদের প্রত্যেকের উপর বর্ষিত হয়েছিল তাঁর সেই অভূতপূর্ব অমোঘ অমিয় বাণী ‘চৈতন্য হোক’। মানুষ তো চৈতন্যস্বরূপই! কেবলমাত্র মায়া-রূপ আবরণ উন্মোচনের অপেক্ষা! অর্থাৎ মানুষকে মান-হুঁশ করানো,—মানুষের এই সুপ্ত মনুষ্যত্ববোধ ও দেবত্বভাবকে জাগ্রত করানোর জন্যই যুগাবতার শ্রীরামকৃষ্ণের আগমন। তাই স্বামীজি বলছেন: ‘অহৈতুকী কৃপাসিন্ধুর অপার কৃপা, পতিত পাবনের অপার দয়া—সেইজন্য আমায় আশ্রয় দিয়াছেন। আমি পতিত, কিন্তু ভগবানের অপার করুণা, আমার কোন চিন্তার কারণ নাই। জয় শ্রীরামকৃষ্ণ!’ শ্রীরামকৃষ্ণ উদ্‌ঘা঩টিত সেই মৃদু-মন্দ কল্পতরু সমীরণ-ধারা আজও সমান তালে তাল মিলিয়ে তাঁর সন্তান-সন্ততিদের মাধ্যমে প্রবাহিত হয়ে চলেছে; শুধু মনুষ্যজীবন-খেয়ায় পাল তুলে দেওয়ার অপেক্ষায়।
লেখক, রামকৃষ্ণ বেদান্ত মঠের সম্পাদক
01st  January, 2021
একুশের শপথ ও বাংলার ভবিষ্যৎ
হিমাংশু সিংহ

কাশ্মীর থেকে কন্যাকুমারী—কেউ তো বলছেন না মোদিজি ছ’বছরে সোনার ভারত গড়ে দিয়েছেন! তাহলে ভোটের আগে ‘সোনার বাংলা’ গড়ার নামে হঠাৎ এই মিথ্যাচার কেন? বিশদ

মমতার ‘কৃষকবন্ধু’ বনাম
মোদির ‘কিষান সম্মান নিধি’
তন্ময় মল্লিক

গোটা বিশ্ব যদি বলে, রাজ্য সরকার চাষিদের বঞ্চিত করছে বা ঠকাচ্ছে, সেটা চাষি কিছুতেই বিশ্বাস করবেন না। উল্টে কেন্দ্রীয় সরকারের ‘প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা’র গোটা বিষয়টি চাষিরা জানলে নাক ও নরুনের তফাৎটা উপলব্ধি করতে পারবেন। বিশদ

02nd  January, 2021
বিশের আঁধার ঘুচিয়ে
‘একুশ’ হোক আলোকিত
মৃণালকান্তি দাস

‘বিশের বিষ’ ভুলতে চাই আমরা। করোনার বিষ নির্মূলে প্রতিটি মানুষের হাতে পৌঁছাক অমূল্য ভ্যাকসিন। যত দ্রুত সম্ভব! নতুন বছরের প্রার্থনা একটাই, ‘বিশে’-এর 
আঁধার ঘুচিয়ে ‘একুশ’ যেন আলোকিত হয়ে ওঠে।
বিশদ

01st  January, 2021
সাধু সাবধান
ব্রাত্য বসু

সাংবাদিক গৌরী লঙ্কেশ খুন হয়েছিলেন বেঙ্গালুরুতে, তাঁর রাজেশ্বরীনগরের বাড়ির ঠিক সামনে। তারিখটা ছিল ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর। সন্ধ্যা আটটা নাগাদ। গৌরীর বাবা ছিলেন কন্নড় সাহিত্যের প্রখ্যাত লেখক, কবি, নাটককার পাল্যা লঙ্কেশ, যিনি একইসঙ্গে চলচ্চিত্র পরিচালনার জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন আবার সাহিত্যরচনার জন্য সাহিত্যে আকাদেমি পুরস্কার পান। বিশদ

31st  December, 2020
নরেন গুলের সন্দেশ
সন্দীপন বিশ্বাস 

যন্ত্রণার একটা বছর কেটে যাচ্ছে। আমরা মুখোমুখি আর একটা নতুন বছরের। যেভাবে বছরটা কাটল, এখনও ভাবলে যেন গায়ে কাঁটা দেয়। এখনও যদিও আমরা নিরাপদ আবহে প্রবেশ করতে পারিনি, তবুও অনেকটা সামলে উঠেছি বলা যায়। এই সময়ের মধ্যে বিষাদের পংক্তিতে ভরে গিয়েছে আমাদের হিসাবের খাতা। সালতামামি কষতে গেলে দেখা যায়, বিয়োগফল শূন্য। তবুও আমাদের সমুখ পানেই হাঁটতে হয়, নতুন আশায় বুক বাঁধতে হয়।  
বিশদ

30th  December, 2020
বিশের অবসান, মোদিজির
একুশের বাংলা রাজনীতি

শান্তনু দত্তগুপ্ত

ভাবছেন, বাঙালি ভোটারদের সঙ্গে তিনি দারুণ কানেক্ট করছেন। কিন্তু ‘ও রে গ্রহবাসী’ বললে বাঙালির গৃহবাসীরা যে তাঁকে মাথায় তুলে নাচবে না, এই সত্যিটা কেউ তাঁকে বোঝায়নি। বিশদ

29th  December, 2020
সার্বিকভাবে বিরাট ক্ষত রেখে যাচ্ছে ২০২০
পি চিদম্বরম 

ঈশ্বরের কৃপায় ২০২০ সাল অন্তিম লগ্নে চলে আসছে। প্রতিটা দেশের উপর আঘাত নেমে এসেছে এবং কিছু দেশের একেবারে ভগ্নদশা। কোভিড-১৯ বিদায় হয়নি, তবে তার চোখ রাঙানি কমেছে, এবং ভ্যাকসিন বণ্টনের উদ্যোগটা আমাদের আশান্বিত করে তুলছে। ভারত সম্পর্কে যতটা বুঝি, আমাদের অর্থনীতির ভয়ানক ক্ষতি হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষের জীবন ওষ্ঠাগত হয়ে উঠেছে, বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের জীবন এবং যাঁদের স্থায়ী চাকরি-বাকরি চলে গিয়েছে। 
বিশদ

28th  December, 2020
নীল বিজেপি বনাম গেরুয়া
বিজেপি, নরকগুলজার শুরু

হিমাংশু সিংহ

যাঁরা আজ তৃণমূলের সঙ্গে বেইমানি করছেন, তাঁরাই কাল বাদে পরশু বিজেপির সঙ্গেও সেই একই খেলা যে খেলবেন না, তার নিশ্চয়তা কোথায়! বিশ্বাসঘাতকদের ‘পিছন থেকে ছুরি মারা’ চরিত্রের সহজে বদল হয় না। তাঁদের উচ্চাকাঙ্ক্ষা আকাশছোঁয়া। বিশদ

27th  December, 2020
প্রশান্ত কিশোরের চ্যালেঞ্জ ও কিছু অঙ্ক
তন্ময় মল্লিক

২০১৮ সালে শ্রীলঙ্কা-ইংল্যান্ড সিরিজের শেষ ম্যাচ। শ্রীলঙ্কার ৩৭৬ রানের জবাবে ইংল্যান্ড আট উইকেট খুইয়ে তুলেছে ১৩২ রান। ব্যাট করছেন ইংল্যান্ডের নিয়াম প্ল্যাঙ্কেট। এলবিডব্লুর জোরালো আবেদন। আম্পায়ার আলিম দার আঙুল তুলে জানিয়ে দিলেন, আউট। ইংল্যান্ড রিভিউ চাইল। তখনই নামল বৃষ্টি। বিশদ

26th  December, 2020
নরেন্দ্র মোদিকে কীভাবে মনে
রাখবে আগামী ভারত?
সমৃদ্ধ দত্ত

ক্রমাগত বেশি বললে কথার গুরুত্ব হারিয়ে যায়। কিছু কালজয়ী সিদ্ধান্ত নিন মাননীয় প্রধানমন্ত্রী। আমরা সকলেই আশায় আছি। শুধু‌ই ঩হেডলাইন ম্যানেজমেন্ট স্বল্পস্থায়ী হয়। দীর্ঘস্থায়ী কিছু করে যান মোদিজি। নচেৎ ২০৪০ সালে আপনার পরিচয় হবে নিছকই একজন প্রাক্তন প্রধানমন্ত্রী। বিশদ

25th  December, 2020
অটলজির সঙ্কল্পে
অটল মোদিজি
কৈলাস বিজয়বর্গীয়

সামাজিক ও রাষ্ট্রীয় উদ্যোগের কারণেই অটলবিহারী বাজপেয়িকে আমরা কেবলমাত্র জয়ন্তী ও পুণ্যতিথিতে স্মরণ করি না; বরং তাঁর কর্মকাণ্ড আমাদের সকল কাজের প্রেরণা জুগিয়ে চলেছে। বিশদ

25th  December, 2020
এগিয়ে আসতে হবে বামপন্থীদেরই
সুজন চক্রবর্তী

উন্নত, দৃঢ় মতাদর্শ ছাড়া বিজেপিকে ঠেকানো সম্ভব নয়। পারবে না তৃণমূল। বস্তুত তৃণমূল নিজেই এখন অস্তিত্ব সঙ্কটে। বাম-গণতান্ত্রিক-ধর্মনিরপেক্ষ সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করেই ঠেকাতে হবে। নেতৃত্ব দিতে হবে বামপন্থীদেরই। বিশদ

24th  December, 2020
একনজরে
সংস্কার না হলে রাস্তা কেটে প্রতিবাদ জানানো হবে। পোস্টারে এমনই হুমকি দিল এসইউসি। কুলপি রোড, জয়নগর-জামতলা রোড, জামতলা-হেরোভাঙা রাস্তা, ৩০ জানুয়ারির মধ্যে মেরামত করা না হলে নেওয়া হবে চরম পদক্ষেপ। ...

ধন্দ কাটিয়ে নতুন বছরের প্রথম মাস জুড়ে চলবে শ্রমিক মেলা। শনিবার শ্রমমন্ত্রী মলয় ঘটকের খাসতালুক আসানসোলে এই কর্মকাণ্ডের সূচনা হল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিগত বছরগুলিতেও এই প্রথা চালু রেখেছিল। ...

সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য প্রথমবার মুম্বই সিনিয়র দলে সুযোগ পেলেন অর্জুন তেন্ডুলকর। ২২ জনের স্কোয়াডে অর্ন্তভুক্ত করা হয়েছে শচীন পুত্রকে। ...

ফ্ল্যাটের বেআইনি নির্মাণ ভাঙা বন্ধ করা নিয়ে আদালতে জোর ধাক্কা খেলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বেআইনি নির্মাণ ভাঙা বন্ধ করা নিয়ে তাঁর আর্জি খারিজ করে দিয়েছে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

আপনার মনে ধর্মভাব জাগ্রত হবে। কর্মপ্রার্থীরা কর্মের সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সূচনা হবে। অর্থ নিয়ে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৪৯৬ - লিওনার্দো দ্য ভিঞ্চি উড়োজাহাজ চালানোর চেষ্টা করে ব্যর্থ হন।
১৯৫৬- আগুনে ক্ষতিগ্রস্ত আইফেল টাওয়ারের একাংশ।
১৯৫৬- অভিনেতা মেল গিবসনের জন্ম।
১৯৬৯- ফর্মুলা ওয়ান রেসের চালক মাইকেল শ্যুমাখারের জন্ম।
২০১০ - বিশিষ্ট সাহিত্যিক মতি নন্দী প্রয়াত।
২০১১ - বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুচিত্রা মিত্র প্রয়াত।
২০১৯ -  বিশিষ্ট কবি, ঔপন্যাসিক ও ছোটগল্পকার দিব্যেন্দু পালিত প্রয়াত।



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৩৮ টাকা ৭৪.০৯ টাকা
পাউন্ড ৯৮.০০ টাকা ১০১.৪৭ টাকা
ইউরো ৮৮.৪১ টাকা ৯১.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
01st  January, 2021
পাকা সোনা (১০ গ্রাম) ৫০,৯৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৮,৩৪০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৯,০৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৭,৭০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৭,৮০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৯ পৌষ, ১৪২৭, রবিবার, ৩ জানুয়ারি ২০২১, চতুর্থী ৫/৪ দিবা ৮/২৩। মঘা নক্ষত্র ৩৩/৫৮ রাত্রি ৭/৫৭। সূর্যোদয় ৬/২১/১৯, সূর্যাস্ত ৫/০/৪১।  অমৃতযোগ দিবা ৭/৪ গতে ৯/১১ মধ্যে পুনঃ ১২/২ গতে ২/৫৩ মধ্যে। রাত্রি ৭/৪১ গতে ৯/২৮ মধ্যে পুনঃ ১২/৭ গতে ১/৫৪ মধ্যে পুনঃ ২/৪৮ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ দিবা ৩/৩৬ গতে ৪/১৯ মধ্যে। বারবেলা ১০/২০ গতে ১/০ মধ্যে। কালরাত্রি ১/২০ গতে ৩/১ মধ্যে। 
১৮ পৌষ, ১৪২৭, রবিবার, ৩ জানুয়ারি ২০২১, চতুর্থী দিবা ৭/৫৬। মঘা নক্ষত্র রাত্রি ৮/২। সূর্যোদয় ৬/২৪, সূর্যাস্ত ৫/১। অমৃতযোগ দিবা ৭/৫ গতে ৯/১৩ মধ্যে ও ১২/৩ গতে ২/৫৪ মধ্যে এবং রাত্রি ৭/৪২ গতে ৯/২৮ মধ্যে ও ১২/৯ গতে ১/৫৫ মধ্যে ও ২/৪৯ গতে ৬/২৪ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/৩৬ গতে ৪/১৯ মধ্যে। বারবেলা ১০/২৩ গতে ১/২ মধ্যে। কালরাত্রি ১/২৩ গতে ৩/৩ মধ্যে। 
১৮ জমাদিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আপনার আজকের দিনটি
মেষ: কর্মপ্রার্থীরা কর্মের সুযোগ পাবেন। বৃষ:  ব্যবসায়ীদের জন্য শুভ সময়। মিথুন: উচ্চশিক্ষালাভের সুযোগ। কর্কট: নানা উপায়ে ...বিশদ

04:29:40 PM

ইতিহাসে আজকের দিনে
১৪৯৬ - লিওনার্দো দ্য ভিঞ্চি উড়োজাহাজ চালানোর চেষ্টা করে ব্যর্থ ...বিশদ

04:28:18 PM

আইএসএল: নর্থ ইস্টকে ২-০ গোলে হারাল মোহন বাগান 

09:31:13 PM

আইএসএল: মোহন বাগান ২ নর্থ ইস্ট ০ (৫৬ মিনিট) 

08:51:49 PM

আইএসএল: মোহন বাগান ১ নর্থ ইস্ট ০ (৫০ মিনিট) 

08:45:32 PM

আইএসএল: মোহন বাগান ০ নর্থ ইস্ট ০ (হাফটাইম) 

08:25:22 PM