উত্তম বিদ্যালাভের যোগ আছে। কাজকর্মে উন্নতি ও কাজে আনন্দলাভ। অর্থাগমের উত্তম যোগ। ... বিশদ
কাজিপাড়ার আল্লারাখা শেখের পরিবার কিছুটা বাস্তুজমি তাঁদের আত্মীয় জাহাঙ্গির শেখের পরিবারকে বিক্রি করেছিল। আক্রান্ত পরিবারের তরফে সায়রা বানু বলেন, জমির দাম ৮০ লক্ষ হলেও আমাদের মাত্র ৩০ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। তাই ওদের রেকর্ড করতে বাধা দিয়েছিলাম। বাকি টাকা দেবে বলেছিল। কিন্তু সম্প্রতি ওই টাকা দিতে অস্বীকার করে। শনিবার রাতে দু’পক্ষের মধ্যে এনিয়ে কথাবার্তা হয়েছে। ওরা টাকা দিতে অস্বীকার করছিল। তাই আমরা এদিন সালার থানায় অভিযোগ জানাতে যাচ্ছিলাম। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার পরই লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে আমাদের ব্যাপক মারধর করা হয়।
পুলিস জানিয়েছে, কুরবান শেখের গলায় ও হাতে কোপ মারা হয়। সাজিদ শেখের হাতে কোপ ও মাথায় আঘাত করা হয়। মায়া বিবি ও আল্লারাখা শেখকে ব্যাপক মারধর করা হয়েছে। স্থানীয়রা তাঁদের সালার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে চারজনকেই কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
জখম আল্লারাখা শেখ বলেন, সকালে আমি এক মুহুরির কাছে অভিযোগপত্র লিখে বাড়ি ফিরি। থানায় যাওয়ার পথে ওরা আমাদের পথ আটকে মারধর করে। লিখিত অভিযোগপত্রটি ছিঁড়ে ফেলে।