বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
বুধবার বাংলা সঙ্গীত মেলা নিয়ে সাংবাদিক সম্মেলনে বিক্রিবাটা বৃদ্ধির এই তথ্য তুলে ধরেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। তিনি বলেন, এই উৎসবকে কেন্দ্র করেই অসংখ্য মানুষের জীবন জীবিকা জড়িয়ে আছে। রাজ্যের এমন বহু মানুষ আছেন, যাঁদের সারা বছরের মোট বিক্রিবাটার ৯০ শতাংশই হয় দুর্গাপুজো ও অন্যান্য পুজোকে কেন্দ্র করে। আর ক্ষুদ্রশিল্প দপ্তরের হিসেব অনুযায়ী, এ বছর তা ২৫ শতাংশ বেড়েছে। দুর্গাপুজো ছাড়াও জগদ্ধাত্রী পুজো, ছট এমনকী সাম্প্রতিক সময়ে হওয়া বড়দিনের উৎসবেও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গিয়েছে। এদিন রবীন্দ্রসদন চত্বরে বাংলা সঙ্গীত মেলার সূচনা করেন ইন্দ্রনীল সেন। ২ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, মহাজাতি সদন, হেদুয়া পার্ক, মধুসূদন মুক্ত মঞ্চ, একতারা মুক্ত মঞ্চ সহ মোট ১১টি কেন্দ্রে চলবে এই বাংলা সঙ্গীত মেলা। এবছর সঙ্গীত মেলায় শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি জানানো হবে উৎপলা সেন, ছবি বন্দ্যোপাধ্যায়, কণিকা বন্দ্যোপাধ্যায় ও সুচিত্রা মিত্রকে।