বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
কাটোয়ায় আয়োজিত কাশীরামদাস বিদ্যায়তনের মাঠে সবলা মেলাতেও দিয়া স্টল দিয়েছেন। হাতে সময় নেই, তাই মেলার ফাঁকেই স্টলেই পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। স্টল থেকেই তিনি টিউশন পড়তে যাচ্ছ।ন৷ দিয়া বলেন, আমি শিক্ষিকা হতে চাই। পড়াশোনা না করলে স্বপ্নপূরণ হবে না। বাবার চিকিৎসার খরচ, সংসার চালানোর খরচ জোগাবে কে। মা তো সাহায্যে করছেন। কিন্তু তাঁর তো বয়স হচ্ছে। তাই আমিও মেলায় মেলায় ঘুরে স্টল দিই। পড়াশোনার ফাঁকে হাতের কাজও করি।
দিয়ার হাতের তৈরি গয়না এখন বেঙ্গালুরু, দিল্লি, রাজস্থানের জয়পুর, জব্বলপুরে পাড়ি দিচ্ছে। ক্রেতারাও তাঁকে স্টলে বসে পড়তে দেখে অবাক হচ্ছেন।
মেলার ছোট্ট স্টল যেন তাঁর স্টাডি রুম। তাঁর মা সোনি সুলতানা বলেন, আমাদের গ্রুপে ১০ জন সদস্য রয়েছেন। মেয়েকেও গ্রুপে নিয়ে এসেছি। সে নিজের পড়াশোনার খরচ নিজেই জোগাচ্ছে। স্টলের মধ্যেই যদি পড়াশোনা না করে, তাহলে তাঁর স্বপ্ন পূরণ হবে কী করে। আমার স্বামী অসুস্থ। সংসার চলবে কী ভাবে।
কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনেওয়াজ বলেন, আমি ওঁর শিল্পী সত্তাকে সম্মান জানাই। সাফল্য কামনা কর। আরও এগিয়ে যাক এটা চাই। আমার কাছে কোনও প্রয়োজনে এলে যথাসাধ্য সাহায্যে করার চেষ্টা করব। -নিজস্ব চিত্র