বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
এমএসপি আইনের দাবিতে গত বছরের ফেব্রুয়ারি থেকে পাঞ্জাব ও হরিয়ানার সীমানা এলাকা শম্ভুতে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। তাঁদের দিল্লি চলো অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয়েছে ওই এলাকা। ক্রমে তা ছড়িয়ে গিয়েছে পাঞ্জাব ও হরিয়ানার এক এক সীমানা খানাউরিতে। সেখানেও অবস্থান আন্দোলন শুরু করেছেন কৃষকদের আর একটি অংশ। এক মাসেরও বেশি সময় ধরে খানাউরি সীমানায় আমরণ অনশন শুরু করেছেন প্রবীণ কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়াল।
উদ্ভূত অচলাবস্থা কাটাতে হস্তক্ষেপ করেছে দেশের সর্বোচ্চ আদালত। সমস্যা সমাধানে গঠন করে দিয়েছে একটি উচ্চ পর্যায়ের কমিটি। আগামী কাল, শুক্রবার আন্দোলনকারী কৃষকদের সঙ্গে আলোচনায় বসার কথা ওই কমিটির। সেইমতোই তারা প্রস্তাব দিয়েছে বিক্ষোভরত কিষান সংগঠনগুলির কাছে। তারই প্রেক্ষিতে এদিন সংযুক্ত কিষান মোর্চা সাফ জানিয়ে দিয়েছে যে, এই কমিটির সঙ্গে তারা কোনও কথা বলবে না তারা।