বিমা প্রভূতক্ষেত্র থেকে অর্থাগম যোগ। গৃহ সংস্কার বা ক্রয়ের প্রয়োজনীয় অর্থ পেয়ে যেতে পারেন। শরীরের ... বিশদ
২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ইএম বাইপাসের ধারে তপসিয়ায় তৃণমূল ভবনটি ভেঙে ফেলা হয়। বহু মানুষ ও দলীয় কর্মীর বসার জন্য আরও বড় আকারে পার্টি অফিস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সেইমতো নতুন করে ভবন তৈরির কাজ চলছে। বছর দুই আগে নতুন ভবন তৈরির জন্য ভিত পুজো হয়েছিল। তারপর দু’বছরের মধ্যে কাজ এগিয়েছে অনেকটাই। ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সেখানে দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। দেখা গিয়েছে, ছ’তলা পর্যন্ত বিল্ডিংয়ের কাঠামো তৈরি হয়ে গিয়েছে। এখন বিল্ডিংয়ের অভ্যন্তর বিভাগে প্লাস্টারের কাজ চলছে। চলতি বছরের মধ্যেই বিল্ডিং নির্মাণের কাজ শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তাই গৃহপ্রবেশের সম্ভাবনা আগামী বছর। বর্তমানে মেট্রোপলিটনে অস্থায়ী তৃণমূল ভবন থেকে দলীয় কাজ চলছে। উল্লেখ্য, সায়েন্স সিটি সংলগ্ন তপসিয়ায় তৃণমূল ভবন বহু ইতিহাসের সাক্ষী। ফলে ওই ভবন থেকে দলের কাজকর্ম আনুষ্ঠানিকভাবে ফের কবে শুরু হয়, তা নিয়ে তৃণমূল কর্মীদের মধ্যে কৌতূহল তুঙ্গে। - নিজস্ব চিত্র