কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল। ... বিশদ
আজ, বুধবার মাদারিহাটে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে আসছেন জিটিএ’র চেয়ারম্যান অনীত থাপা, তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ও মন্ত্রী পুলক রায়। তৃণমূলের জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, বুধবার রাজ্যের নেতারা দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারের জন্য মাদারিহাটে আসছেন। মাদারিহাট বিধানসভার বিভিন্ন এলাকায় দলীয় প্রার্থী জয়প্রকাশ টোপ্পোর সমর্থনে তাঁরা প্রচার চালাবেন। মিটিং মিছিলও করবেন।
মাদারিহাট বিধানসভা এলাকায় ভোটারদের মধ্যে গোর্খা ভোটব্যাঙ্ক অন্যতম। প্রচারে গোর্খা ভোটারদের প্রতি জিটিএ’র চেয়ারম্যান কী বার্তা দেন, তা নিয়ে প্রবল আগ্রহ তৈরি হয়েছে মাদারিহাটের রাজনৈতিক মহলে। এনিয়ে স্থানীয় গোর্খা সম্প্রদায়ের মানুষের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। এদিকে, এখনও দিন তারিখ চূড়ান্ত না হলেও দলের সাংসদ তারকা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী বীরবাহা হাঁসদাও দলীয় প্রার্থীর প্রচারে মাদারিহাটে আসছেন বলে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে। বীরবাহা হাঁসদা দলের আদিবাসী সম্প্রদায়ের মুখ। সেজন্য তাঁকে বেশি করে আদিবাসী মহল্লায় প্রচারের কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল নেতৃত্ব। তাঁকে দিয়ে চা বাগানের শ্রমিক লাইনে প্রচারে ঝড় তুলতে চাইছে শাসক দল।
এদিকে, ভোটের আর মাত্র এক সপ্তাহ বাকি থাকলেও গেরুয়া শিবিরের কোনও তারকা প্রচারক মাদারিহাটের উপ নির্বাচনের প্রচারে আসছেন না বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। তারকা প্রচারকের প্রচারের বদলে বিজেপি এখন থেকে বুথে বুথেই বেশি করে প্রচারের উপর জোর দিয়েছেন। তবে বিজেপি নেতা দিলীপ ঘোষ এদিন বিন্নাগুড়িতে দলীয় প্রার্থী রাহুল লোহারের সমর্থনে র্যালি ও পথসভা করেছেন
বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি এমপি মনোজ টিগ্গা বলেন, ভোটের আর মাত্র এক সপ্তাহ বাকি। তাই দল ঠিক করেছে এখন আর তারকা প্রচারক নয়। তারকা প্রচারকের বদলে এখন বুথে বুথে বেশি করে প্রচারের উপর জোর দেওয়া হয়েছে।