কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল। ... বিশদ
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে ইতিমধ্যেই শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা। আওয়ামি লিগের ‘ভেরিফায়েড’ ফেসবুক পেজ থেকে হাসিনার যে শুভেচ্ছাবার্তা পোস্ট করা হয়েছে, তাতে হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই উল্লেখ করা হয়েছে। ট্রাম্প জেতার পর ইতিমধ্যেই বহু জায়গায় মিছিল শুরু করেছে হাসিনার দল। আওয়াজ উঠেছে, ফিরবেন হাসিনা। পালাও ইউনুস।
প্রতি বছর ১০ নভেম্বর নূর হোসেন দিবস পালন করে আওয়ামি লিগ। এবারও ওই দিন কর্মসূচির ডাক দিয়েছিল হাসিনার দল। লিগের ফেসবুক পোস্টে বলা হয়েছে, ঢাকার গুলিস্তানে নূর হোসেন চত্বরে আসুন। দেশের মানুষের অধিকার হরণ, মৌলবাদী শক্তির উত্থান ও সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করার চক্রান্তের বিরুদ্ধে এই কর্মসূচি বলে ওই পোস্টে বলা হয়েছে। সব জেলা ও উপজেলায় আওয়ামি লিগের কর্মীদের পথে নামার ডাকও দেওয়া হয়। হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর এটিই আওয়ামি লিগের প্রথম কর্মসূচি ছিল। তার আগেই হুঁশিয়ারি দিয়ে রাখল বাংলাদেশের অন্তর্বতী সরকার।