কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল। ... বিশদ
সকাল ৮টা ৩০ মিনিট নাগাদ মাসতাংয়ের সিভিল হাসপাতাল চক সংলগ্ন একটি উচ্চ বালিকা বিদ্যালয়ের কাছে বিস্ফোরণটি ঘটে। কারণ সেখানেই ছিল ওই পুলিস ভ্যান। আর তা বাইকের কাছাকাছি আসতেই বিস্ফোরণ ঘটে। সেইসময় মোটর রিকশায় চেপে স্কুলে যাচ্ছিল বেশ কয়েকজন খুদে। প্রবল বিস্ফোরণের জেরে মুহূর্তেই পুরো এলাকার চিত্রটাই বদলে যায়। ঘটনায় পাঁচজন স্কুল পড়ুয়া, এক পুলিসকর্মী সহ আরও এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ২২ জন। এদের মধ্যে ১১ জনকে কোয়েট্টা ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। বাকিদেরও নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের নেপথ্যে কোনও জঙ্গি সংগঠন রয়েছেন কি না তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
হামলার সমালোচনায় সরব হয়েছেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফারাজ বুগটি। তাঁর কথায়, এটি সন্ত্রাসবাদী হামলা। এবার নিষ্পাপ শিশুদেরও নিশানা করা হচ্ছে। তবে কড়া হতে এই অপরাধের মোকাবিলা করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। উল্লেখ্য, দিন কয়েক আগেই এই প্রদেশের পাঞ্জগুড়ে বন্দুকবাজদের হামলায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছিল।