কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল। ... বিশদ
রাজ্যের তৎকালীন বিজেপি সরকারের বিরুদ্ধে কোভিড ফান্ডে ব্যাপক বেনিয়মের অভিযোগ ওঠে। মাস্ক, ওষুধ, অক্সিজেন সিলিন্ডার সহ নানা সামগ্রী কেনার ক্ষেত্রে তৎকালীন মুখ্যমন্ত্রী ও তাঁর সরকারের মন্ত্রী ও আধিকারিকরা কোটি কোটি টাকা নয়ছয় করেন বলে অভিযোগ। স্বাস্থ্যমন্ত্রীর দাবি, টেন্ডার ছাড়াই চিন থেকে চড়া দামে পিপিই কিটও কেনা হয়েছিল। এর জেরে প্রায় ১৪ কোটি টাকা আত্মসাত করা হয়। কংগ্রেস ক্ষমতায় এসে প্রাক্তন বিচারপতি মাইকেল ডি কুনহার নেতৃত্বে ওই দুর্নীতির অভিযোগ নিয়ে একটি তদন্ত কমিশন গঠন করে। ৩১ আগস্ট প্রাথমিক রিপোর্ট জমা দেয় কমিশন। পরবর্তী পদক্ষেপের জন্য কংগ্রেস সরকার একটি বিশেষ তদন্তকারী দল ও সাত সদস্যের ক্যাবিনেট সাব কমিটি গঠন করে। এদিন কমিশনের বিচার প্রক্রিয়া শুরুর সুপারিশের কথা জানানোর পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী বলেন ‘ক্ষমতায় থাকার সুবাদে পুরো পরিস্থিতির ফায়দা তুলেছে তৎকালীন বিজেপি সরকার। বিরোধী দল হিসেবে সেইসময় আমরা বিষয়টি নজরে আনার চেষ্টা করেছিলাম। এবার জোরকদমে তদন্ত শুরু হয়েছে।’